বিজয় দিবস উপলক্ষে "দিঘলিয়া উন্নয়ন ফোরাম " ব্লাড ক্যাম্পেইন কার্যক্রম চালিয়েছে | দিঘলিয়া, খুলনা।

 

Dighalia Unnayan forum




দিঘলিয়া উন্নয়ন ফোরাম

 

দিঘলিয়া উন্নয়ন ফোরামের জন্য রইল অনেক আনেক দোয়া ।

১৬ ই ডিসেম্বর উপলক্ষে "দিঘলিয়া উন্নয়ন ফোরাম " এর ব্লাড, ডায়াবেটিক্স টেস্ট ও প্রেসার মাপা এর ক্যাম্পেইন চলছে ।

Dighalia Unnayan forum

এই মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের সকলের উচিত কোনো নতুন পরিকল্পনা করা। আমাদের উচিত যারা দেশকে এবং দেশের কাজে নিয়োজিত থাকে তাদের উৎসাহিত করা। তাদের পাশে থাকা।

আপনি  দিঘলিয়া উন্নয়ন ফোরাম এর সদস্য হতে চাইলে পূরণ করুন সদস্য ফরোম। নিচের লিঙ্কে ক্লিক করুন।

 

দিঘলিয়া উন্নয়ন ফোরাম এর মুখ্য কাজ গুলো কী?

এখানে যে কাজ গুলোই করা হোক না কেনো তার মধ্যে সব প্রকার কাজ গুলি গ্রুত্বপুর্ণ।  

দিঘলিয়া উন্নয়ন ফোরাম এর যে সেবা গুলো পাবো:

দূর্বার গতিতেএগিয়ে চলেছে 'দিঘলিয়া উন্নয়ন ফোরাম' এরজনসেবামূলক কার্যক্রম। মানব সেবার নির্ভরযোগ্য আশ্রয়স্থল এইসামাজিক সংগঠনটি ইতিমধ্যে ঐতিহ্যবাহী দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায়করোনাকালীন প্রথমসময় থেকে মানবিকসহযোগিতা স্বাস্থ্যবিষয়ক সেবা প্রদান করেসকলের আস্থা অর্জনকরেছে। তারই ধারাবাহিকতায় আজ ১৬ই ডিসেম্বর ২০২০ইং তারিখ, বুধবার, মহান বিজয় দিবসউপলক্ষ্যে সকাল টায় দেয়াড়াগ্রামের পশ্চিমপাড়ায় বসেছে বিজয়দিবস মেডিকেল চেকআপক্যাম্প। এখানেআপনারা নিম্নলিখিত সেবাগুলো পাবেনঃ

১। ডায়াবেটিস চেকআপ।

২। ব্লাড গ্রুপিং।

৩। ব্লাড প্রেসার মাপা।

৪। ওজন মাপা।

আপনারা সকলেই আমন্ত্রিত। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন এবংঅপরকে সচেতন করুন।স্বল্প মূল্যে সেবানিন, আপনার মূল্যবান সময় অর্থবাঁচান। আল্লাহর পরম করুণা আমাদেরশক্তি।

 

শুভেচ্ছান্তেঃ "দিঘলিয়া উন্নয়ন ফোরাম"

লিখেছেন : Syed Shahjahan

সংগ্রহ: facebook. 

Al-Amin Shaikh ভাইয়ের জন্য শুভকমনা রইল। 

 




Comments