Top 11 animation movie that you never seen before-SISIRANGKO


1.     Zoothopia

জুথোপিয়া একটি জনপ্রিয় আনিমেশন মুভি যেটা ২০১৬ সালে রিলিজ হয়। এই মুভিটি  তৈরি করা হয় আমেরিকার ওয়াল্ট ডিজনি দ্বারা। এই মুভিটিতে প্রধান চরিত্র হিসেবে থাকে একটা খরগোশ । খরগোশটার প্রধান ইচ্ছা থাকে যে সে পুলিশ অফিসার হবে। আমেরিকান পুলিশ অফিসার পদে দাড়াতে তার বহু কষ্ট করতে হলো। তার পর তার অদম্য ইচ্ছাশক্তির জোরে সে একজন পুলিশ অফিসার এ সিলেক্ট হলো । তার পর মুভির গোয়েন্দা পারট শুরু। এই সিনেমায় দেখানো হয়েছে যে, সকল খারাপ কাজ যেমন: কিডনাপিং এ সব কাজ পুলিশ সিস্টেম এর ভেতর কার লোকরায় করে থাকে। যেটার আসল পরিণতি ডেকে আনে সেই ছোট্ট খরগোশ  এর দ্বারা। এই মুভিটি ২০১৬ সালে কেন সেরা সেটা এই মুভির আয় দেখলে বুঝতে পাবেন। এই মুভির বাজেট ছিলো ১৫০ মিলিয়ন ডোলার আর বক্স অফিসে আয় দাড়ায়  ১.০২৪ বিলিয়ন ডোলার । বিলিয়ন এর ঘরের মুভি এটা । ১০৮ মিনিটের এই মুভিটি দেখলে মনে হবে যেন আমি একটি গোয়েন্দা ভিত্তিক  তদন্তে নেমেছি।


2.     The Good Dinosaur

গুড ডাইনোছর মুভিটি রিলিজ হয় ২০১৫ সালে । এটিও আমেরিকায় তৈরি করা হয় । এটি কমেডি এডভেনচার মুভি । এই মুভিটির জিস্ট বিষয় হলো একটা আরলো ডাইনোছর সম্পকে । আরলো তার বাবাকে হারানোর পরে একটা দুরন্ত পাহাড়ে পাড়ি দেওয়ার সময় একজন সঙ্গি পায় । যে মানব বন্ধুটি তার সব সময় ঢাল হয়ে দাড়িয়ে থাকে । তাকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করে । যদি একটি ইমোশনাল মুভি থাকে তো এই মুভিটির মাধ্যমে প্রকাশ পেয়েছ । এই মুভির বাজেট ছিলো ১৭৫ মিলিয়ন ডোলার আর আয় দাড়ায় ৩৩২.২ মিলিয়ন ডোলার।





3.     Coco

কোকো মুভিটি মুক্তি পায় ২০১৭ সালে যেটা ২০১৭ সালের সবথেকে জনপ্রিয় একটি মুভির মধ্যে অন্যতম । এটি একটি ১২ বছরের শিশুর কাহিনী যে হঠাৎ একটি কবর স্থানের দিকে চলে যায় । এবং সেখানে তার দাদার কবর  এর খোজ পায় । তার দাদা ছিলেন একজন বিখ্যাত সংগিত শিল্পি । সে তার দাদার গিটার টি হাতে নিয়ে বাজানোর সময় এক অদ্ভুত কান্ড লক্ষ করেন । যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না । এই মুভির বাজেট ছিলো ১৭৫ মিলিয়ন ডোলার। বক্স অফিসে আয় হয় ৮০৭ মিলিয়ন ডোলার। প্রচুর পরিমাণ ব্যাবসা সফল মুভি এটা ২০১৭ সালের। এটি একটি ম্যাসিভ সাকসেস আনিমেশন নির্মাতাদের।



4.     Hotel Transylvania

Hotel Transylvania  মুভিটি রিলিজ হয় ২০১২ সালে । এই মুভিটি এক্টি অ্যাডভেনচার মুভি। এই মুভির বাজেট ছিলো ৮৫ মিলিয়ন ডোলার । আর বক্স অফিসে আয় দাড়ায় ৩৫৮.৪ মিলিয়ন ডোলার।




5.     Hotel Transylvania 3

এই মুভিটি ২০১৮ সালে রিলিজ হয় । এটি আ্যনিমেশন কমেডি মুভি। যেট সোনি পিকচার অ্যানিমেশন এর আওতাধীন । এটি একটি ব্যাবসা সফল মুভি। এর বাজেট ছিলো ৮০ মিলিয়ন ডোলার আর বক্স অফিস এ আয় দাড়ায় ৫২৮.৬ মিলিয়ন ডোলার



6.     How to Train Your Dragon

এই অ্যানিমেশন মুভিটি আমেরিকান অ্যাকশন ফ্যানটাসি ক্যাটাগরির। এটি ২০১০ সালে তৈরি করা হয় । এই ৩ডি আনিমেশন মুভিটি দেখতে রোমাঞ্চকর । এটি ৯৮ মিনিট সময় ব্যাপী একটি মুভি । যেটার বাজেট ছিলো ১৬৫ মিলিয়ন ডোলার । কিন্তু এটি বক্স অফিসে আয় করে ৪৯৪.৯ মিলিয়ন ডোলার ।



7.     The Boss Baby

আমাদের সবার প্রিয় একটি অ্যানিমেশন মুভি । ২০১৭ সালে সারা বিশ্বে এটি রিলিজ করা হয় । এটি তৈরি করে ড্রিম ওয়াক কোম্পানি। এই মুভিতে ৭ বছরের একটি ছেলের ছোট ভাই জন্মগ্রহণ করে যে থাকে একজন সিকরেট এজেন্ট। যে যুদ্ধ করে মানুষের বাচ্চা এবং পাপিচ এর মধ্যে । তার মতে পাপিচ রা মানুষদের ভালবাসা ছিনিয়ে নেয় । যার ফলে সকল বাচ্চা শিশুরা অসহায় হয়ে পড়েছে । এটি একটি ব্যাবসা সফল মুভি যার বাজেট ছিলো ১২৫ ডোলার আর আয় হয় ৫২৮ ডোলার ।


8.     Escape from Planet Earth

এটি ২০১৩ সালে তৈরি করা হয় । কমেডি আডভেনচার মুভি, যেটা রিলিজ হয় ১৫ ফেব্রুয়ারি, ২০১৩। মুভিটি বক্স অফিসে তেমন আয় করতে পারে নি। মাত্র ৭৪.৬ মিলিয়ন ডোলার আয় করে।



9.     The Nut Job 2:Nutty by Nature

এই মুভি টি আমাদের প্রাণীদের প্রতি মানবতার শিক্ষা দেয় । যেটা মুক্তি পায় ২০১৭ সালের দিকে । এটার বাজেট ছিলো ৪০ মিলিয়ন ডোলার। এটি আয় করে ৬৫মিলিয়ন ডোলার

 


10.                        Smallfoot

এটি মুক্তি পায় ২০১৮ সালে যার বাজেট ছিলো ৮০মিলিয়ন এবং বক্স অফিসে আয় দাড়ায় ২১৪ মিলিয়নযেটা খুব প্রশংশনীয়।


11.                        Resident Evil

এটি ২০০৮ সালে রিলিজ হয় । যেটা খুব জনপ্রিয় ফ্যানচাইজ এর একটি মুভি । এই মুভিটির অনেক ভিডিয় গেম সিরিজ রয়েছে ।  এই মুভির বক্স অফিস কারেকশন টোটাল ৪০৩,১৭৭ ডোলার আয় হয় ২০০৮ সালে ।




Comments

Post a Comment