Zoology Medical Admission Test Question Solution || SISIRANGKO Admission

 1

যে সব প্রাণীর ভ্রুণের কোষগুলো তিনটি স্তরে সাজানো থাকে সে সব প্রাণী হচ্ছে-

ট্রিপ্লোব্লাস্টিক

বায়োব্লাস্টিক

মনোব্লাস্টিক

ডিপ্লোব্লাস্টিক

2

নিচের কোনটি গোলীয় প্রতিসাম্য ? 

Aurelia

Ctenophora

Metridium

Volvox

3

প্রাণীজগতের সবচেয়ে বড় পর্ব কোনটি ? 

Annelida

Arthropoda

Cnidaria

Platyhelminthes

4

কোন বিজ্ঞানী সর্বপ্রথম দ্বিপদ নামকরন পদ্ধতি প্রবর্তন করেন ?

ক্যারোলাস লিনিয়াস

হিকম্যান

থিয়োফ্রাস্টাস

লিনিয়া জিয়ান

5

Hydra-র ক্ষেত্রে নিচের কোনটি সত্য ?

মুক্তজীবী

মাংসাশী

দেহ অরীয় প্রতিসম

সবগুলো

6

Hydra fusca-র হাইপোস্টোমের গোড়ায় কয়টি কর্ষিকা থাকে ?

৬টি    

৬-৮টি

৪-৮টি    

৬-১০টি

7

Hydra-র দেহকে প্রধানত কয়টি অংশে বিভক্ত ?

এক    

দুই

তিন 

চার

8

নিচের কোনটি হাইড্রার এপিডার্মিসের কোষ নয় ? 

পুষ্টিকোষ  

  পেশি-আবরনী কোষ 

সংবেদী কোষ    

গ্রন্থি কোষ

9

পরিস্ফুটনরত নিডোসাইটকে কি বলে ?

অপারকুলাস 

নেমাটোসিস্ট 

নিডোব্লাস্ট   

হিপনোটক্সিন

10

নিডারিয়া জাতীয় প্রাণিদের দেহে কয় ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করা যায় ?

২১

২৩

২৫

৩০

11

মেসোগ্লিয়ার ক্ষেত্রে নিচের কোনটি মিথ্যা ?

 ব্যাস-0.01 μm 

বর্ণহীন 

অকোষীয়    

স্থিতিস্থাপক

12

হাইড্রার কোন চলনে শুঁয়ো পোকার গমন পদ্ধতির মতো দেখায় ?

লুপিং  

হেঁচড়ান 

সাঁতার    

সমারসল্টিং

13

কত সালে ট্রেম্বলে সর্ব প্রথম Hydra-র পুনরুৎপত্তি ক্ষমতার কথা উল্লেখ করেন ?

১৭২৪ সালে    

১৭৪৪ সালে 

১৮৪৪ সালে    

১৯৩৪ সালে

14

ব্লাস্টুলার কোষগুলোকে বলা হয়-

সিস্ট    

মরুলা 

হাইড্রুলা    

ব্লাস্টোমিয়ার

15

সারা পৃথিবীতে এ পর্যন্ত কত হাজার প্রজাতির ঘাস ফড়িং শনাক্ত করা হয়েছে ?

পাঁচ হাজার  

এগার হাজার  

বিশ হাজার   

ত্রিশ হাজার

16

ঘাসফড়িং এর মস্তক দেখতে কোন ধরনের?

নাশপাতি   

ডিম্বাকার     

গোলাকার 

ঘনক্ষেত্রাকার

17

ঘাস ফড়িং-এর হৃৎযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে কয় বার হয় ?

৯০-১০০    

১০০-১০৫ 

১০০-১১০   

১১০-১২০

18

নিচের কোনটি সত্য ?

নিম্ফপূর্ণাঙ্গ প্রানীডিম

ডিমপূর্ণাঙ্গ প্রাণীনিম্ফ

পূর্ণাঙ্গ প্রানীডিমনিম্ফ

ডিমনিম্ফপূর্ণাঙ্গ প্রাণী

19

নিচের কোনটি সম্পূর্ণ রূপান্তরের উদাহরন ?

মৌমাছি 

হাইড্রা

তেলাপোকা

রুই মাছ

20

রুই মাছের দেহকান্ড ও লেজ কোন আঁইশে আবৃত থাকে ?

সার্কুলাস

সাইক্লয়েড

হেমোসার্কাল

কোনটিই নয়

21

রুই মাছে মোট কত ধরনের পাখনা দেখা যায় ?

দুই

তিন

চার 

পাঁচ

22

রুই মাছের হৃৎপিন্ড কি দ্বারা আবৃত থাকে ?

হেমোসার্কাল

পেরিকার্ডিয়াল

পেরিকার্ডিয়াম 

মায়োমেট্রিয়াম

23

Labeo rohita-এর কয়টি ফুলকা রয়েছে ?

দুই জোড়া

তিন জোড়া

চার জোড়া

পাঁচ জোড়া

24

একজন সুস্থ মানুষ প্রতিদিন লালা ক্ষরন করে কত মি.লি ? 

১২০০-১৫০০ মি.লি.

১০০০-১১০০ মি.লি

১২০০-২০০০ মি.লি.

১৫০০-২৫০০ মি.লি.

25

মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি ?

হৃৎপিন্ড

যকৃত

অগ্ন্যাশয়

পিত্তথলি

26

মানবদেহের জৈব রসায়নাগার বলা হয় কোনটিকে ?

হৃৎপিন্ড

অগ্ন্যাশয়

যকৃত

পিত্তথলি

27

যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে ?

কাফফার কোষ

ফ্যাগোসাইটোসিস

পুষ্টি কোষ 

গ্রন্থি কোষ

28

আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স গঠন করে কোনটি ?

যকৃত

পিত্তথলি

ফুসফুস 

অগ্ন্যাশয়

29

গ্যাস্ট্রিক পর্ব অনুষ্ঠিত হয় কোথায় ?

খাদ্যনালীতে

পাকস্থলিতে

ইলিয়ামে

সিকামে

30

নিচের কোনটি মিথ্যা ?

স্বাভাবিক ওজন BMI : 18.5-24.9  

স্থুলতার ১ম স্তর BMI : 30-34.9

স্থুলতার ২য় স্তর BMI : 35-39.99

অতিরিক্ত ওজন BMI : 40+

31

রক্তের PH মাত্রা কোনটি ?

৭.৩৫-৭.৪৫    

৭.৫-৮.৩৫  

৭.৪০-৭.৫৫    

৭.৩-৭.৪৫   

32

দ্বিঅবতল ও নিউক্লিয়াসবিহীন রক্ত কণিকা নিচের কোনটি ?

লোহিত রক্তকণিকা

শ্বেত রক্তকণিকা

মনোসাইট

থম্ব্রোসাইট

33

কোনটির জন্য রক্ত বাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না ?

হেপারিন

থ্রম্বিন

প্রোথ্রম্বিন

থ্রম্বোপ্লাস্টিন

34

পূর্ণাঙ্গ পুরুষের একটি হৃৎপিন্ডের ওজন কত ?

২০০-২৫০ গ্রাম

২৫০-৩৯০ গ্রাম

৩৫০-৪০০ গ্রাম

৪০০-৪৫০ গ্রাম

35

হৃৎপ্রাচীরের বাইরের স্তর কোনটি ?

এপিকার্ডিয়াম

মায়োকার্ডিয়াম

এন্ডোকার্ডিয়াম

পেরিকার্ডিয়াম

36

“লাব” শব্দের সৃষ্টি হয় কখন ?

অ্যাট্রিয়ামের সিস্টোলে 

অ্যাট্রিয়ামের ডায়াস্টোলে

ভেন্ট্রিকলের সিস্টোলে

ভেন্ট্রিকলের ডায়াস্টোলে

37

মানুষের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ?

দুই

তিন

চার

পাঁচ

38

মানুষের রক্তচাপ মাপার যন্ত্রকে কি বলা হয় ?

প্যারামিটার

স্ফিগমোম্যানোমিটার

বায়োটেলিমেট্রি

পালস অক্সিমিটার

39

নিচের কোনটি O2 সমৃদ্ধ রক্ত বহন করে ?

পালমোনারী ধমনি

কর্ডাল শিরা

পালমোনারী শিরা

সাবক্ল্যাভিয়ান শিরা

40

হার্ট অ্যাটার্কের অপর নাম কি ?

করোনারি অ্যাথেরোমা

অ্যানজাইনা

স্ট্রোক

মায়োকার্ডিয়াল ইনফার্কশন

41

হৃৎপিন্ডে অস্বাভাবিক স্পন্দন হলে তাকে কি বলে ?

অ্যারিথমিয়া

এনজিওপ্লাস্টি

অ্যাথেরোমেটাস

কোনটিই নয়

42

মানুষের শ্বসন অঙ্গ ফুসফুস কয়টি ?

১টি

২টি

৩টি

৪টি

43

স্বরযন্ত্রের উপরে কোনটি থাকে ?

কোয়ানি

ব্রঙ্কাস

এপিগ্লটিস

প্ল্যুরা

44

ফুসফুস আবৃত রাখে-

প্ল্যুরা

সেরাস ফ্লুইড

লোবিউল

সারফেকট্যান্ট

45

কখন মানবভ্রুনের সর্বপ্রথম সারফেকট্যান্ট ক্ষরন শুরু হয় ?

২৩ সপ্তাহ

২৫ সপ্তাহ

১৭ সপ্তাহ

৫০ দিন

46

ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমনে সাইনাসের মিউকাস ঝিল্লিতে সৃষ্ট প্রদাহকে কি বলে ?

ওটিটিস সাইনাস

সাইনুসাইটিস

ফ্রন্টাল সাইনাস

প্যারা ন্যাসাল সাইনাস

47

বৃক্কের গাঠনিক ও কার্যিক একককে কি বলে ?

বোম্যানস ক্যাপসুল

হাইলাস

নেফ্রন

মেডুলা

48

মানুষের প্রত্যেক বৃক্কে নেফ্রন রয়েছে কতটি ? 

১০-১২ লক্ষ

৮-১০ লক্ষ

১০-১৫ লক্ষ

১২-১৪  লক্ষ

49

ডাক্ট অব বেলিনি গঠন করে কোনটি ?

প্রক্সিমাল নালিকা

হেনলির লুপ

ডিস্টাল নালিকা

সংগ্রাহী নালিকা

50

কোন পদার্থ থাকায় মূত্র খড় বর্ণের হয় ?

অ্যামোনিয়া

ইউরোক্রোম

ইউরিয়া

ক্রিয়েটিনিন

51

সুস্থ মানুষ প্রতিদিন মূত্র অপসারন করে কত মি.লি ?

১৫০০ মি.লি

১০০০ মি.লি.

১২০০ মি.লি.

২৫০০ মি.লি.

52

বৃক্কের অবতল অংশের ভাঁজটি কি বলা হয় ?

কর্টেক্স

হাইলাস

মেডুলা

ক্যালিক্স

53

অক্ষীয় কঙ্কাল কয়টি অস্থি নিয়ে গঠিত ?

২৯ টি

২৬ টি

৮০ টি

১২৬ টি

54

মানবদেহের ম্যান্ডিবলের আকৃতি কেমন ?

V আকৃতির

S আকৃতির

I আকৃতির

U আকৃতির

55

করতলের অস্থিকে কি বলে ?

মেটাকার্পাল

কার্পাল

ফ্যালাঞ্জেস

মেটাটার্সাল

56

তরুনাস্থি কোষকে কি বলে ?

মজ্জা গহবর

ল্যাকুনা

কনড্রোসাইট

ক্যানালিকুলি

57

ফিমারের মস্তকে কোন তরুনাস্থি পাওয়া যায় ?

চুনময় তরুনাস্থি

হায়ালিন তরুনাস্থি

শ্বেত তরুনাস্থি

পীত তন্তুময় তরুনাস্থি

58

পেশি টিস্যুতে কত শতাংশ পানি থাকে ?

২৫%

৬৫%

৭০%

৭৫%

59

ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় কোন পেশিতে ?

অনৈচ্ছিক পেশি

হৃৎপেশি

ঐচ্ছিক পেশি

ভিসেরাল পেশি

60

হ্যামস্ট্রিং পেশি কয়টি পেশি নিয়ে গঠিত হয় ?

এক

দুই

তিন

সাত

61

মস্তিষ্কের গহবরে বিদ্যমান তরল পদার্থের নাম কি ?

সেরেব্রোস্পাইনাল ফ্লুইড

সেরাস ফ্লুইড

ইন্টারস্টিশিয়াল ফ্লুইড

পেরিটোনিয়াল ফ্লুইড

62

সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে কোনটি ?

হাইপোথ্যালামাস

থ্যালামাস

সেরেব্রাম

সেরেবেলাম

63

নিচের কোনটি মস্তিষ্কের পশ্চাৎ অংশ নয় ?

সেরেবেলাম

মেডুলা অবলংগাটা

পনস

সেরেব্রাম

64

নিচের কোন স্নায়ু মিশ্র প্রকৃতির ?

অপটিক

অডিটরি

ভ্যাগাস

অলফ্যাক্টরি

65

অপটিক কায়াজমা গঠন করে কোন স্নায়ু ?

অলফ্যাক্টরি

অপটিক

অকুলোমোটর

 ট্রকলিয়ার

66

কোন কোষ রোডপসিন নামক প্রোটিনযুক্ত ?

রড কোষ

কোণ কোষ

কুফার কোষ

বোমানস কোষ

67

নিচের কোন অস্থি নেহাই এর মতো দেখতে ?

ম্যালিয়াস

স্টেপিস

ইনকাস

স্যাকুলাস

68

শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে পরিবহন করা কোনটির কাজ ?

 ইউস্টেশিয়ান নালি

অ্যাম্পুলা

পিনা

টিমপেনিক পর্দা

69

নিচের কোনটি অক্ষি গ্রন্থি নয় ?

অশ্রু গ্রন্থি

হার্ডেরিয়ান গ্রন্থ

মেবোমিয়ান গ্রন্থি

এন্ডোলিফ গ্রন্থি

70

নিচের কোনটি বহিঃক্ষরা গ্রন্থি ?

পিটুইটারি গ্রন্থি

থাইরয়েড গ্রন্থি

যকৃত গ্রন্থি

অ্যাড্রেনাল গ্রন্থি

71

অগ্ন্যাশয় থেকে কোন হরমোন ক্ষরিত হয় ?

ইনসুলিন

TSH

অ্যাড্রেনালিন

অক্সিটোসিন

72

হরমোন সৃষ্টিকারী প্রধান গ্রন্থি কোনটি ?

থাইরয়েড গ্রন্থি

পিটুইটারি গ্রন্থি

পিনিয়াল গ্রন্থি

থাইমাস গ্রন্থি

73

থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি ?

থাইমোসিন

মেলাটোনিন

অক্সিটোসিন

থাইরক্সিন (T4)

74

কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ ?

ভিটামিন D

ভিটামিন A

ভিটামিন B

ভিটামিন C

75

শুক্রাশয়ের সংগ্রাহক নালিগুলোকে কি বলে ?

রেটি টেসটিস

স্ক্রোটাম

ভাস ইফারেন্সিয়া

সেমিনিফেরাস নালিকা

76

গর্ভাবস্থায় জরায়ু কত গুন বৃদ্ধি পায় ?

১০ গুণ

২০ গুণ

৩০ গুণ

৪০ গুণ

77

প্রত্যেক রজঃস্রাবের পরিমান কত ?

৩০-৪০ মি.লি.

৪০-৫০ মি.লি.

২০-৩০ মি.লি.

৪০-৬০ মি.লি.

78

কর্পাস লুটিয়াম থেকে প্রধানত কোন হরমোন উৎপন্ন হয় ?

থাইরক্সিন

প্রোজেস্টরন

FSH

LH

79

কোনটি মানুষের শুক্রানুর গঠন গত অংশ ?

মাথা

গ্রীবা 

লেজ

সবগুলো

80

স্খলিত শুক্রানুগুলোর অ্যাক্রোসোম থেকে কোন এনজাইম ক্ষরিত হয় ?

 হায়ালুরোনিডেজ

লাইসোজাইম

কাইনেজ

লাইপেজ

81

জাইগোট থেকে ভ্রুন সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলে ?

ইসপ্ল্যান্টেশন

মরুলা

গ্যাস্ট্রুলেশন

এমব্রায়োজেনেসিস

82

বিশ্বের সর্বপ্রথম টেস্ট টিউব বেবীর নাম কি ?

লুইস ট্রিজার

লুইস ব্রাউন

ডেভিড পিকে

জোসেফ স্টিফেন

83

কোন ব্যাকটেরিয়ামের সংক্রমনে গনোরিয়া হয় ? 

Nesseria gonorrhoeae

Treponema pallidum

Salmonella typhi

Bacillus thynphea

84

নিচের কোনটি যৌন বাহিত রোগ ?

সিফিলিস

গনোরিয়া

এইডস

সবগুলো

85

লালায় কোন ধরনের এনজাইম পাওয়া যায় ?

লাইসোজাইম

পেপসিনোজেন

রেনিন

মল্টেজ

86

একজন পূর্ণবয়ষ্ক মানুষের দেহে দিনে প্রায় কি পরিমান নিউট্রোফিল উৎপন্ন হয় ?

৫০ হাজার

৭০ বিলিয়ন

১০০ বিলিয়ন

২০০ বিলিয়ন

87

অ্যান্টিবডি কয় শ্রেনীতে বিভক্ত ?

দুই 

তিন 

চার

পাঁচ

88

ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া পরিচালনা করে কোন কোষটি ?

লিম্ফোসাইট

নিউট্রোফিল

লোহিত রক্তকনিকা

বেসোফিল

89

লোহিত রক্তকনিকার স্থায়িত্বকাল কত দিন ?

৭ দিন

১০০ দিন

১২০ দিন

৫ দিন

90

কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম Genetics শব্দ প্রচলিত হয় ?

১৯০১ সালে

১৯০৫ সালে

১৮০৫ সালে

১৮৮৫ সালে

91

XX-XY পদ্ধতিতে লিঙ্গ নির্ধারন করা যায় ?

ফড়িং

ছারপোকা

মানুষ

আর্থোপ্টেরা

92

রক্ত তঞ্চনের কত নম্বর ফ্যাক্টর অনুপস্থিত থাকলে খ্রিস্টমাস ডিজিজ হয় ?

VIII

VII

V

IX

93

দৈহিক স্পর্শ জনিত ট্যাক্সিস কোনটি ?

থিগমোট্যাক্সিস

থার্মোট্যাক্সিস

রিওট্যাক্সিস

ফটোট্যাক্সিস

94

কঙ্কাল পেশির গুরুত্বপূর্ণ প্রোটিন হলো-

অ্যালবুমিন

প্রোলিন

গ্লোবিউলিন

মায়োসিন

95

দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় কোন ধরনের লিভার থেকে ?

১ম শ্রেণীর লিভার

২য় শ্রেণীর লিভার

৩য় শ্রেণীর লিভার

৪র্থ শ্রেণীর লিভার

96

ভিটামিন D সৃষ্টির হয় কোন তন্ত্রের ?

ত্বকতন্ত্র

স্নায়ুতন্ত্র

রেচনতন্ত্র

শ্বসনতন্ত্র

97

ইওসিনোফিল লিশম্যান রঞ্চকে কোন বর্ণ ধারণ করে ?

লাল

নীল

বেগুনি

বর্ণ নিরপেক্ষ

98

কোথায় পোডোসাইট কোষ পাওয়া যায় ?

বোমান্স ক্যাপসুল

হেনলির লুপ 

রেনাল করপাসল

গ্লোমেরুলাস

99

কোন অস্থিটি দেখতে ইটালিক  f  আকৃতির ?

স্টার্নাম

ক্ল্যাভিকল

ম্যানুব্রিয়াম

স্ক্যাপুলা

100

ডেলটয়েড রিজ রয়েছে কোন অস্থিতে ?

প্যাটেলা

ফ্রন্টাল

লুনেট

হিউমেরাস

Comments