১ম অধ্যায় ঙ্গানমুলক প্রশ্ন ও উত্তর: রসায়ন ২য় পত্র (পরিবেশ রসায়ন)
১.বাস্তব গ্যাস কী ?
উত্তর: যে সকল গ্যাসসমূহ আদশ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি প্রদশন করে তাদেরকে বাস্তব গ্যাস বলে।
২. এসিড বৃষ্টি কী ?
উত্তর: বৃষ্টির পানিতে যদি অধিক পরিমাণ এসিড মিশ্রিত থাকে, তবে সেই বৃষ্টিকে এসিড বৃষ্টি বলে।
৩. আদশ গ্যাস কী ?
উত্তর: যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাস সূত্রসমূহ সঠিক ভাবে মেনে চলে তাকে আদশ গ্যাস বলে।
৪. পরমশুন্য তাপমাত্রা কী ?
উত্তর: যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্তিকভাবে শূন্য হয় তাকে পরমশূন্য তাপমাত্রা বলে।
৫. বয়েলের সূত্র কী ?
উত্তর: ”স্থির তাপমাত্রায় নিদিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের বিপরীত অনুপাতে পরিবতিত হয়” ।
৬. BOD কী ?
উত্তর: BOD মানে Dissolved Oxyhen Demand পানিতে উপস্থিত জৈব পদাথের জৈব বিয়োজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে BOD বলে ।
7.COD কী ?
উত্তর: COD মানে Chemical Oxygen Demand । বিযোজন যোগ্য ও বিযোজন অযোগ্য দূষকসমূহের জারণের জন্য প্রয়োজনীয় মোট অক্সিজেন চাহিদাকে রাসায়নিক অক্সিজেন চাহিদা বলে।ম
8.DO কী ?
উত্তর: Do মানে Dissolved Oxygen বা দ্রবীভূত অক্সিজেন ।
৯.অনুবন্ধী ক্ষারক কী ?
উত্তর: কোনো অম্ল থেকে একটি প্রোটন অপসারণের ফলে যে ক্ষারকের সূষ্টি হয়, তাকে সে অম্লের অনুবন্ধী ক্ষারক বলে।
১০. অনুকন্ধী অম্ল কী ?
উত্তর: কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন সংযোগের ফলে যে অম্লের সূষ্টি হয়, তাকে সে ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে।
১১. নাইট্রোজেন ফিক্সেশন কী ?
উত্তর:বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসের নাইট্রোজেন মাটিতে নিবন্ধিত হওয়ার প্রক্রিয়াকে নাইট্রোজেন ফিক্সেশন বলে।
১২. ব্যাপন কী ?
উত্তর: ুউচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফুত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
১৩. CFC কী ?
উত্তর: CFC এর পূণরুপ: Chloro Flouro Carbon. মিথেন ও ইথেনের ক্লোরিন, ক্লোরিন জাতককেই CFC বলে।
১৪.TDS কী ?
উত্তর: TDS (Total Dissolved Solid ) হলো কোনো নমুনা পানিতে সম্স্ত দ্রবীভূত কঠিন পদাথ।
১৫.R.M.S বেগ কী ?
উত্তর: কোনো গ্যাস অণুসমূহের বেগের বগের গড় মানের বগমূলকে বলা হয় R.M.S (Root Mean Square) বেগ।
১৬. নিঃসরণ কী ?
উত্তর: বাহ্যিক চাপের প্রভাবে সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের সজোরে বের হয়ে আসাকে অণুব্যাপন বা রিঃসরণ বলে।
১৭. গ্রাহামের ব্যাপন সূত্রটি কী ?
উত্তর: নিদিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বগমূলের ব্যস্তানুপাতিক ।
১৮.বোল্টজম্যান ধ্রুবক কী ?
উত্তর: অণুপ্রতি গ্যাস ধ্রুবকের মানকে বোল্টজম্যান ধ্রুবক বলে, যাকে K দ্বারা প্রকাশ করা হয়।
১৯. মোল ভগ্নাংশ কী ?
উত্তর: মোল ভগ্নাংশ হলো কোনো মিশ্রনের একটি উপাদানের মোল সংখ্যার সঙ্গে ঐ মিশ্রনের উপস্থিত মোট মোল সংখ্যার অনুপাত ।
২০. SATP কী ?
উত্তর:SATP (Standard Ambient Temperature and Pressure) বলতে এমন একটি পদ্ধতি বুঝায় যেখানে আয়তন 24.789 L mol-1 ; চাপ 102Kpa এবং তাপমাত্রা 250C ধরা হয় ।
২১.সন্ধি তাপমাত্রা কী ?
উত্তর: যে তাপমাত্রা উপরে চাপ প্রয়োগ করেও কোন গ্যাসীয় পদাথকে তরলিত করা যায় না, অথচ্ ঐ তাপমাত্রার নিচে সে গ্যাসকে প্রয়োজনীয় চাপ প্রয়োগে তরলে রূপান্তরিত করা যায়, তাকে সে পদাথের সন্ধি তাপমাত্রা বলে ।
Chemistry short question answers in bangla
Chemistry short question answers for 2ndpaper
Chemistry short question answers for 2ndpaper 1st chapter
Chemistry short question answers pdf file download
Chemistry short question answers PDF file download
Chemistry short question answers download
Chemistry short question answers
Roshayon short question
Comments
Post a Comment