Physics 2nd part- 1st chapter in bangla- SISIRANGKO

Physics 2nd part 1st chapter in bd,Physics 2nd part 1st chapter in bangla.


১. এনট্রপি সবোচ্চ হয় প্লাজমা অবস্থায় ।

২. চলন্ত গাড়ির টায়ারের ভেতর তাপগতীয় সমচাপ প্রক্রিয়া চলে।

৩. এনট্রপির মতো সমীকরণ হলো ML2T-2K-1 

৪. ফুটন্ত পানি বাষ্পে পরিণত হচ্ছে এই অবন্থায় পানির আপেক্ষিক তাপ 2.26x106

৫.রুদ্ধতাপীয় পরিবতনে এন্ট্রপি স্থির থাকে ।

৬.তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে ভিত্তি করে থামোমিটার তৈরি করা হয় ।

৭. সমোষ রেখা হলো

৮. সমোষ প্রক্রিয়ায সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে।

৯. এন্ট্রপি পরিমাপ করে সিস্টেমের বিশৃঙ্খলা ।

১০. Ne গ্যাসের ক্ষেত্রে গামা এর মান 1.67

১১. সমোষ প্রক্রিয়ায় এন্ট্রপি অপরিবতিত থাকে।

১২. নিদিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্থরীণ শক্তি ভরের উপর নিভর করে না ।

১৩. তাপ শক্তি অন্য শক্তিতে সহজে রুপান্তরিত হতে চায় না্ ।

১৪. তাপগতিবিদ্যার প্রথম সূত্র  শক্তির সংরক্ষণশীলতার নিদেশ করে।

১৫. দুটি বস্তুর ঘষণের ফলে উৎপন্ন তাপের প্রক্রিয়াটি হলো অপ্রত্যাবতী ।

১৬. রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে অন্তস্থঃশক্তি হ্রাস পায় ।

১৭. একটি কানো চক্রে রুদ্ধতাপীয় প্রসারণ ১ টি ।

১৮. কানোর চক্রের চতুথ ধাপে রুদ্ধতাপীয় সংকোচন ঘটে ।

১৯. তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গানিতিক রুপ  dQ=dU+dW

২০. তাপের যান্ত্রিক সমতার একক হলো জুল/ক্যালরি ।

২১. মহাবিশ্বে এনট্রপির পরিমাণ বাড়ছে ।

২২. হিলিয়াম গ্যাসের জন্য রুদ্ধতাপীয় লেখ বেশি খাড়া 

২৩. এনট্রপির একক হলো JK-1  

২৪. কানোচক্রের চতুথধাপে সিস্টেমের এনট্রপি শূন্য হয় ।

২৫. কেলভিন স্কেলে বরফ বিন্দু 273 K 

২৬. দ্বি – পারমাণবিক গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত 1.40 ।

২৭. PV=ধ্রুবক , সমীকরণটি সমোষ প্রক্রিয়াকে নিদেশ করে ।

২৮. যদি সিস্টেমে খুব ধীরে ধীরে তাপ সরবরাহ করা যায় তাহলে গ্যাসের চাপ ও আয়তনের পরিবতন হবে যদি ও এর তাপমাত্রার কোনো পরিবতন হবে না। এরুপ পরিবতনকে সমোষ পরিবতন বলা হয় ।

২৯. রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয় আর রুদ্ধতাপীয় সঙ্কোচনে সিস্টেম উষ হয় ।

৩০. সমোষ রেখার চেয়ে রুদ্ধতাপীয় রেখা বেশি খাড়া ।

Comments