![]() |
Photo by Bill Oxford on Unsplash |
মেডিকেল এডমিশনের জন্য গ্রুত্বপুর্ণ প্রশ্ন: Medical Admission Test Question and Answers:
1. এসিডের শক্তিমাত্রা নির্ভর করে না কোনটির উপর ? কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক বিজারণ মানের উপর
2.অক্সিঅম্ল এর তীব্রতার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ?HClO4 > H2SO4 > HNO3>H2SO3
3.ইথানোয়িক এসিডের Ka এর মান কত ? 1.8
10-5
4.HNO3 এর কেন্দ্রীয় পরমানুর জারণ মান কত ? + 5
5.PH স্কেল আবিষ্কার করেন কে ? সোরেনসেন
6.[H+] = 0.001; দ্রবণটির POH = ? 11
7.কোন দ্রবণের তাপমাত্রা বৃদ্ধিতে PH এর মান- কমে
8.PH = 3 এবং PH = 6 মাত্রার দুটি দ্রবণ দেওয়া আছে, এক্ষেত্রে কোনটি সঠিক ? ২য় দ্রবণটি 1000 গুণ বেশি অম্লীয়
9.সুস্থ মানুষের রক্তের PH = কত ? 7.4
10.নিচের কোনটি রক্তের বাফার ক্রিয়া নয় ? সালফেট বাফার
11.মাটির PH বাড়াতে কোনটি ব্যবহার করা হয় ? অ্যামোনিয়াম কার্বনেট,ডলোমাইট,CaO
12.মাতৃদুগ্ধের PH এর মান কত ? 6.6 - 6.9
13.তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান কত ? - 57.34 KJ/mol
14.নিচের কোনটি সত্য নয় ? Cl-Cl বন্ধন 328.00 kjmol-1
15.যদি কোন রাসায়নিক বিক্রিয়ায় প্রারম্ভিক ও শেষ অবস্থা স্থির বা একই থাকে; তবে সে বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংঘটিত হোক না কেন প্রতি ক্ষেত্রেই বিক্রিয়ার এনথালপি সমান থাকবে। এটি কার সূত্র ? হেসের সূত্র
16.পরীক্ষাগারে কোন পদ্ধতিতে অক্সালিক এসিডে দ্রবণ তাপ নির্ণয় করা হয় ? ক্যালরিমিতিক পদ্ধতি
17.সোডিয়াম বেনজয়েট এর অনুমোদিত মাত্রা কত ? 200 ppm
18.কিউরিং পদ্ধতিতে খাদ্য সংরক্ষনে কোন লবণ ব্যবহার করা হয় ? NaCl
19.সাইট্রিক অ্যাসিডের PH এর মান কত ? 3.14
20.অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট নয় কোনটি ?Vit.- A
21.মাছে প্রোটিনের পরিমাণ কত ? 14 - 20%
22.মাছ পচনশীল হওয়ার জন্য নিচের কোনটি দায়ী ?অসম্পৃক্ত ফ্যাটি এসিড
23.সাসপেনশন এর উদাহরণ কোনটি ?কর্দমাক্ত মাটি
24.কলয়েড কণার ক্ষেত্রে সঠিক নয় ?যে মাধ্যমে ছড়িয়ে থাকে তা বিস্তৃত দশা
25.অন্ত্রের ইমেজিং কাজে কোনটি ব্যবহার করা হয় - BaSO4
26.নিচের কোনটি কলয়েড নয় ? রক্ত
27.ভেড়ার দুধে প্রোটিন এর মান কত ? 4.6
28.নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটি ? সোডিয়াম বেনজোয়েট
29.দুধে কোন ভিটামিন সবথেকে বেশি থাকে ? Vit.- A
30.মাখনকে পানিমুক্ত করা হয়-মাখনকে চাপ দিয়ে দলিত করে
31.নিচের কোনটি গোলাপ জলের ব্যবহার নয় ?খাবার সংরক্ষণে
32.বেবি পাউডারে অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে ? বোরিক এসিড পাউডার
33.টেলকম পাউডারের প্রধান উপাদান কি ? টেলক
34.কোল্ড ক্রিমের উপাদান নয় কোনটি ?কারমিন-৪০
35.লিপিস্টিকের উপাদান নয় কোনটি ? বোরাক্স
36.গ্লাস ক্লিনারে গ্রিজের দ্রাবক হিসাবে কোনটি ব্যবহার করা হয় ?28% অ্যামোনিয়া
37.টয়লেট ক্লিনারের উপাদান নয় কোনটি ? রাবিং অ্যালকোহল
38.ভিনেগারে অ্যাসিটিক এসিডের পরিমাণ কত ? 6 - 10%
39.2C6H12O6 g 4CH3 - CH2 - OH + 4CO2 বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনটি ? জাইমেজ
40.গাঁজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন সম্পন্ন হয় ? গ্লুকোজ থেকে ইথানল
Also Read This
https://www.sisirangko.top/2020/12/medical-admission-test-review-question.html
https://www.sisirangko.top/2020/06/medical-admission-question-2019.html
Comments
Post a Comment