1.জৈব রসায়নের জনক বলা হয় কাকে ? (হা-২.০.১)- ফ্রেডারিক উহলার
2.জৈব যৌগের প্রাচুর্যতার কারন নয় কোনটি ? (হা-২.০.২)- ল্যাটিস শক্তি
3.বাকি বল বা বুকমিনস্টার ফুলারিন এর সঠিক সংকেত কোনটি ? (হা-২.০.২)C60
4.নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ ? (হা:২.১) -ন্যাফথ্যালিন
5.কার্বন-কার্বন ত্রিবন্ধন পাওয়া যায় কোথায় ? (হা: ২.১.১)-ইথাইন
6.মিথাইল অ্যালকোহলে কতটি সমযোজী বন্ধন বিদ্যমান ? (হা: ২.১.২)-পাঁচটি
7.নিচের কোনটি পাই বন্ধনের বৈশিষ্ট্য নয় ? (হা: ২.১.৩)অরবিটালদ্বয় পরস্পর একই সরলরেখায় থাকে
8.ইথিন যৌগের অনুতে বন্ধন কোণের পরিমান কত ? (হা: ২.১.৮)1200
9.কার্বন-কার্বন ত্রিবন্ধনের বন্ধন দুরত্ব কত ? (হা-২.১.৮)0.120 nm
10.কোন সংকেতে মেটামার সমানু সম্ভব ? (হা-২.৬)-C4H10O
12.ইথানল এর স্ফুটনাঙ্ক কত ? (হা: ২.২)78.30C
13.মিথাইল ইথানোয়েটে কোন কার্যকরী মূলক পাওয়া যায় ? (হা: ২.৪)এস্টার মূলক
14."-CO-" মূলক সহ দীর্ঘতম শিকলকে কি বলে ? (হা: ২.৫.৩)অ্যালকানোন
15.থায়োলের সংকেত কোনটি ? (হা: ২.৫.৩)-SH
16.গাঠনিক সমানুতা নয় কোনটি ? (হা: ২.৬)জ্যামিতিক সমানুতা
17.কোনটি আলোক নিষ্ক্রিয় যৌগ ? (হা:২.৬.৫)dl -ল্যাকটিক এসিড
18.প্রোপানোন ও প্রোপিন-2-অল কোন সমানুর উদাহরণ ? (হাঃ ২.৬)টটোমারিজম
19.জ্যামিতিক সমানুদ্বয়ের সাধারণ ধর্ম নয় কোনটি ? (হাঃ ২.৬.১)সিস সমানুর দহন তাপ কম
20.আলোক সক্রিয় সমানুগুলোর কোন বৈশিষ্ট্য থাকে না ? (হা: ২.৬.৩)পরস্পরের সমাপতিত হয়
21.7C -এর বেলায় কতটি চেইন বিন্যাস সম্ভব ? (হা: ২.৭)৯টি
22.সবুজ তৈলের পাতন তাপমাত্রা কত ? (হা:২.৮)2710C-4000C
23.কোন তৈলে কুইনোলিন পাওয়া যায় ? (হা:২.৮)ভারী তৈল
24.নিচের কোনটি থেকে বেনজিন পাওয়া যায় না ? (২.৮.২)টলেন বিকারক
25.বেনজিনের কোন বিক্রিয়া থেকে লিনডেন উৎপন্ন হয় ? (হা: ২.৮.৪)হ্যালোজেন সংযোজন
26.বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় মেটা ডাইনাইট্রো বেনজিন উৎপন্ন হয় কত তাপমাত্রায় ? (হা:২.৮.৪)1000C
27.হাকেলের নীতি অনুসারে অ্যানথ্রাসিনে কতটি সঞ্চারনশীল ইলেকট্রন থাকে ? (হা-২.৮.৫)14 টি
28.ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় কোন প্রভাবক ব্যবহৃত হয় ? (হা: ২.৮.৪)AlCl3
29.C6H6 যৌগে কার্বনের শতকরা পরিমান কত ? (হা: ২.৯)92.3%
30.নিচের কোনটি প্রশম ইলেকট্রোফাইল ? (হা: ২.১০)BF3
31.কোনটি ঋণাত্মক নিউক্লিওফাইল এর উদাহরণ ? (হা:২.১০)Br-
32.আক্রমণকারী বিকারকের শ্রেণিবিভাগের অন্তর্ভুক্ত নয় কোনটি ? (হা: ২.১০)যুক্তমূলক
33.ফরম্যালডিহাইডের ক্যানিজারো বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ: (হাঃ ২.১০.১)মিথানল
34.কোনটি থেকে 30 অ্যালকোহল প্রস্তুত করা যায় ? (হা: ২.১০.১)অ্যাসিটোন
35.নিচের কোনটি SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য নয় ? (হা: ২.১০.২)বিক্রিয়াটি প্রথম ক্রমের হয়
36.অ্যালিফেটিক সম্পৃক্ত কার্বনের অধিকাংশ প্রতিস্থাপন বিক্রিয়া হয় ? (হা: ২.১০.২)নিউক্লিওফিলিক
37.SN1 বিক্রিয়ার ক্ষেত্রে RX এর সক্রিয়তার ক্রম হল ? (হা: ২.১০.২)- 30RX>20RX>10RX
38.কত তাপমাত্রায় বিউটেন অনুর পারমানবিক পূর্ণবিন্যাস ঘটে ? (হা: ২.১০.৪)3000C
39.ঋণাত্মক মেসোমারিক ফল পাওয়া যায় না কোনটিতে ? (হা: ২.১০.৫) = -O-H
40.পোড়া ত্বকে অ্যান্টিসেপটিক রূপে ব্যবহৃত হয় কোনটি ? (হা: ২.১০.৫) পিকরিক এসিড
41. কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক ? (হা:২.১০.৫) -OH-
Also Read This
https://www.sisirangko.top/2020/12/medical-admission-test-review-question.html
https://www.sisirangko.top/2020/06/medical-admission-question-2019.html
Comments
Post a Comment