Medical Admission Test Question For Practice || Royle Guide For Medical Admission || 2020

Royle Guide For Medical Admission
Photo by Bill Oxford on Unsplash


 1.এসিডের শক্তিমাত্রা নির্ভরশীল নয় কোনটির উপর ? কেন্দ্রীয় পরমানুর আকৃতির

2.হাইড্রাসিডের তীব্রতার ক্রম কোনটি ? HI>HBr>HCl>HF

3.নিম্নের কোনটি সবচেয়ে তীব্র এসিড ? HClO­4

4.নিচের কোনটি মিথ্যা ? H3PO4 এর ক্ষারকত্ব 2

5.দ্রবনের H3O+ আয়নের মোলার ঘনমাত্রা বৃদ্ধি পেলে pH এর মানের কীরূপ পরিবর্তন হয় ?হ্রাসপাবে

6.0.1 M NaOH  এর pH কত ? 13

7.যে সকল লবণ সবল অম্ল এবং দুর্বল ক্ষারক থেকে তৈরী হয় তারা আর্দ্র বিশ্লেষিত হয়ে কী দ্রবণ তৈরী করে ? অম্লীয় দ্রবণ

8.নিম্নের কোনটি ক্ষারীয় বাফার ? NH4OH+ NH4+

9.কার্বনেট বাফার তৈরীতে অনুবন্ধী ক্ষারক রুপে নিম্নের কোনটি ব্যবহৃত হয় ? Na2CO3

10.অম্লধর্মী মাটির pH বাড়াতে নিম্নের কোনটির ব্যবহার যথাযথ হবে ? চুন,ক্যালসিয়াম কার্বনেট,ম্যাগনেসিয়াম কার্বনেট

11.মাতৃ দুধের pH কত ? 6.6-6.9

12.জলীয় বাষ্পের ঘনীভবন তাপ কত ? -44 kjmol-1

13.রম্বিক সালফারকে মনোক্লিনিক সালফারে পরিণত করতে তাপের কী পরিবর্তন হয় ? +0.29 kjmol-1  তাপ শোষিত হয়

14.কার্বন-কার্বন একক বন্ধনের বন্ধন শক্তি কত ? 343.90

15.টেলকম পাউডারে কোনটি কোমল অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহৃত হয় ?জিংক স্টিয়ারেট

16.নিম্নের কোনটি বোরাক্সের সংকেত ? Na2B4O7.10H2O

17.অন্ত্রের ইমেজিং এর কাজে নিম্নের কোন সাসপেনশনটি ব্যবহৃত হয় ?BaSO4

18.ইমালশনের বিস্তরণ মাধ্যম কোনটি ?তরল,কঠিন

19মেহেদী পাতার প্রধান উপাদান কোনটি ? লাসোন

20.মাখন কী ধরণের ইমালশন ? Water in fat

21.নিম্নের কোনটি টিস্যুর বৈশিষ্ট্য নয় ?বিচ্ছিন্ন হতে হবে

22.কোনটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য ? সমব্যাসীয়

23.রিব ভাজক টিস্যু পাওয়া যায় কোনটিতে ?বর্ধিষ্ণু মূল

24.এপিডার্মিসের উপাঙ্গ নয় কোনটি ? হাইডাথোড

25.ক্যাসপেরিয়ান স্ট্রিপের উপাদান নয় কোনটি ?শ্বেতসার,কিউটিন

26.ফ্যাসিকুলার টিস্যুতন্ত্রের টিস্যু কোনটি ?ফ্লোয়েম

27.মূলের বহিরাবরণের নাম কী ?এপিব্লেমা

28.নিম্নের কোনটি মূলের অন্তঃগঠন এর ক্ষেত্রে সঠিক নয় ?পরিচক্র নেই

29.জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা দ্বিবীজপত্রীর মূলে কত সংখ্যক ?  ২-৪

30.মজ্জা কোন প্রকৃতির কোষে নির্মিত ?প্যারেনকাইমা

31.নিম্নের কোনটি সক্রিয় লবণ পরিশোষণ পদ্ধতি নয় ? ডোন্যান সাম্যাবস্থা মতবাদ

32.খনিজ লবণ পরিশোষণের প্রভাবক নয় কোনটি ? এনজাইমের পরিমাণ

33.প্রস্বেদনের হার মাপা যায় কোনটির মাধ্যমে ?গ্যানং পটোমিটার

34.পাতার এক বর্গ সে.মি. এলাকায় কতগুলো পত্ররন্ধ্র থাকে ? ১,০০০-৬০,০০০

35.ফার্মেন্টেশনের জন্য কোন এনজাইমটি প্রয়োজন ? জাইমেজ

36.দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘের পরিসর কত ? 390-760 nm

37.বায়োলজিতে সর্বাধিক শক্তিশালী অক্সিডেন্ট কোনটি ? P680+

38.পানির সালোক বিভাজনকে কী বলা হয় ? ফটোলাইসিস

39.সালোক সংশ্লেষণের জন্য আলোর কোন বৈশিষ্ট্যটি গুরুত্বপূর্ন নয় ?আলোর তীক্ষনতা

40.ফটোসিনথেসিসের স্থান কোনটি ? থাইলাকয়েড



  1. নিম্নের কোনটি শক্তির রুপ নয় ? আণবিক শক্তি
  2. একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে কার ভরবেগ বেশি হবে ? ভারী
  3. স্থিতিশক্তির প্রকারভেদ নয় কোনটি ? চৌম্বকীয় স্থিতিশক্তি
  4. কোনটি সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য নয় ? অবস্থানের উপর নির্ভরশীল না
  5. 300 kg একটি পাথরকে 0.1 ms-1 বেগে ছাদের উপর তুলতে কতটুকু শক্তি ব্যয় করতে হবে ? 294 w
  6. কেপলারের গ্রহ সম্পর্কিত গতিসূত্র নয় কোনটি ? দূরত্বের সূত্র
  7. প্রতিটি গ্রহের পর্যাকালের সাথে কক্ষপথের সম্পর্ক কীরুপ ? পর্যায়কালের বর্গ কক্ষপথের পরাক্ষের অর্ধেকের ঘন এর সমানুপাতিক
  8. অসীম কোনো বস্তুর মহাকর্ষীয় বিভবের মান কত ? সর্বোচ্চ
  9. প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক স্থাপনকারী সূত্র কোনটি ?
  10. আয়নিক বন্ধন গঠনের শর্ত কোনটি ?১ম মৌলের নিম্ন আয়নিকরণ শক্তি
  11. বিকৃতির একক নিম্নের কোনটি ?কোনটিই নয়
  12. রূপা ও পানির ভিতরকার স্পর্শ কোণ কত ? 900
  13. সংকট তাপমাত্রায় পানির পৃষ্ঠটানের মান কত ? 0
  14. মোটা নলের ক্ষেত্রে সংকট বেগের মানের কীরুপ পরিবর্তন ঘটে ?কম হয়
  15. 450 অক্ষাংশে g এর আদর্শ মান কত ? 9.80665 ms-2

Also Read This

Comments