পদার্থ বিঙ্গান ২য় পত্র ৪র্থ অধ্যায় বিশেষ ছন্দ । প্যারাচৌম্বক, ডায়াচৌম্বক, ও ফেরোচৌম্বক কারা?

 

প্যারাচৌম্বক, ডায়াচৌম্বক, ও ফেরোচৌম্বক কারা?
Photo by Andrew George on Unsplash


চৌম্বকক্ষেত্রের আচরণের উপর নির্ভর করে চুম্বকত্ব প্রধানত ৩ প্রকার। 

১. প্যারাচৌম্বকত্ব: যেসকল পদার্থ চুম্বক ক্ষেত্রের দিকে সামান্য চুম্বক্ত লাভ করে তারা প্যারাচৌম্বক পদার্থ। 

উদাহরণ : সোডিয়াম, এন্টিমনি, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, তরল অক্সিজেন, ক্রোমিয়াম, এ্যালুমিনিয়াম। 

২. ডায়াচৌম্বকত্ব: যেসকল পদার্থ চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে  সামান্য চুম্বক্ত লাভ করে তারা ডায়াচৌম্বকত্ব পদার্থ। 

উদাহরণ : তামা, রুপা, দস্তা, বিসমাথ, সীসা, কাচঁ, মার্বেল, হিলিয়াম, হাইড্রোজেন, পানি, আর্গন, সোডিয়াম ক্লোরাইড। 

ছন্দ : দত্তর= দ-দস্তা, ত্ত- তামা, র- রুপা।  

          বিয়ে= বি- বিসমাথ

          সোআনির= সো- সোনা, আ-আ্যলকোহল, ন= নাইট্রোজেন। 

         সাথে=স- সীসা

         পাপা=প- পারদ, প- পানি। 

         হিলিনাকে= হ-হিলিয়াম, ন- NaCl, কে-Co2,  কাচঁ। 

         হাম = হ- হাইড্রোজেন,মার্বেল।

        দিলেন ।

৩. ফেরিচৌম্বকত্ব: লোহা, কোবাল্ট, নিকেল, মিউমেটাল, গ্যাডোলিনিয়াম, ডিসপ্রোসিয়াম, ক্রোমিয়াম অক্সাইড। 



কুরী তাপমাত্রা:  লোহা - ১০৪৩ কেলভিন

                           কোবাল্ট- ১১০০ ডিগ্রি সেলসিয়াস

                            নিকেল- ৪০০ ডিগ্রি সেলসিয়াস


ফেরিচৌম্বকত্ব : ফেরাইট 

এন্টিফেরোচৌম্বকত্ব: ম্যাঙ্গানিজ অক্সাইড(Mno), MnFe.

Comments