![]() |
Photo by Phong Nguyen on Unsplash |
শৈবাল
শৈবাল সারা বিশ্বে প্রায় ৩০,০০০ প্রজাতির।
১. শৈবাল বিষয়ে আলোচনা করাকে বলা হয় ফাইকোলজি বা শৈবালবিদ্যা।
২. শৈবাল বিদ্যাকে বলা হয় অ্যালগোলজি।
৩. অন্য কোনো শৈবালের গায়ে জন্মানো শৈবাল কে বলে এপিফাইট।
৪. উচ্চ শ্রেণির জীবের টিস্যুর ভেতরে জন্মানো শৈবালকে বলে এন্ডোফাইট।
৫. পাথরের গায়ে জন্মানো শৈবালকে বলে লিথোফাইট।
৬. পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে জন্মানো শৈবালকে বলে বেনথিক।
৭. সম্পুর্ণ ভাসমান শৈবালকে বলে ফাইটোপ্লাংকটন।
*সরল প্রকৃতির
*অভাস্কুলার
*সমাঙ্গদেহী
*জননাঙ্গ এককোষী
*সালোকসংশ্লেষণকারী উদ্ভদকে বলে শৈবাল ।
শৈবালের বৈশিষ্ট খুবই গ্রুত্বপুর্ণ ।
* সায়ানোব্যাক্টরিয়াতে সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন।
*কিন্তু অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য শর্করা।
শৈবালের দৈহিক গঠন:
১.আণুবিক্ষণিক হলো দীর্ঘদেহি(Prochlorococcus 0.5 mm ) থেকে(Macrocystis 60 m ) ক্ষুদ্রদেহি।
২. সচল এককোষী
৩. নিশ্চল এককোষী
৪. সচল কলোনিয়্যাল
৫. বহুকোষী
৬.সাইফনের মতো
আমরা এবার আসল জায়গা ছন্দের আকারে পড়ব।
একটা ছক আছে । আমরা সেই ছকটি মুখস্ত করব।
প্রধান প্রধান শৈবাল শ্রেণি :
১. chlorophyta সবুজ শৈবাল, উদা: Ulothrix সঞ্চিত খাদ্য: শ্বেতসার
২. Chrysophytaগোল্ডেন ব্রাউন শৈবাল উদা:Navicula সঞ্চিত খাদ্য: ক্রািইসোল্যামিনারিন। ছন্দ: cry, ছোলা, মিনা (রাজু কার্টুন ). রিন ( পাউডার )
৩. Pyrrophyta (অগ্নিপাথ মুভি ) = অগ্নি শৈবাল, এবং Pyrrophyta. উদা: Gymnodinium. সঞ্চিত খাদ্য: প্যারামাইলন।
৪. Phaeophyta বাদমী শৈবাল উদা: Sargassum সঞ্চিত খাদ্য: ল্যামিনারিন, ম্যানিটল, এলগিন। ছন্দ: HERO A L M ( ALOM ) A= algin, L=Laminarin, M=Mannitol.
৫. Rhodophyta লোহিত শৈবাল উদা: Polysiphonuia সঞ্চিত খাদ্য: ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার-এগার, ক্যারাজীনান। ছন্দ: FAC ( ফাঁক )। F=ফ্লোরিডিয়ান স্টার্চ, A=এগার-এগার C=ক্যারাজীনান।
Read More
শৈবাল ও ছত্রাক এর গ্রুত্বপুর্ণ প্রশ্ন মেডিকেল এডমিশনের জন্য
Comments
Post a Comment