Google Launch A New Game In Play Store
গুগল প্লে স্টোর নতুন আপডেট এসেছে যেখানে একটি ইন্টারনেট কানেকশন ছাড়া হট এয়ার বেলুন গেমটি খেলা যায়।
এখানে গেমটি তখনই খেলা সম্ভব যখন আপনার ফোনের ইন্টারনেট কানেকশন চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যাবে। গেমটি অনেক ফাস্ট। আপনারা এটার জন্য কোনো লেভেল পাবেন না। কারন, এই গেমটি গুগল ক্রম এর গেমের মতো করে তৈরি করা হয়েছে। ডাইনোছোর এর গেমটি যেখানে আনলিমিটেড লেভেল রয়েছে।
হট এয়ার বেলুন গেমটি খেলতে গেলে অনেক প্রকার এনার্জি রয়েছে যেটার্ একটি আলাদা পাওয়ার রয়েছে।
গুগল এই গেমটি বিশেষভাবে তৈরি করেছে ইন্টারনেট ব্যাবহারকারিদের জন্য। যারা বিনা ইন্টারনেটে গেমটির পেছনে সময়টা দিতে পারে। আমি মনে করি এর পিছনে সময় টা নষ্ট না করে মাঠে খেলাধুলা করা উচিত।
Comments
Post a Comment