গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ২০২১|Public University Admission | University Admission | DU,CU,RU,BUET
আজকে আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরিক্ষা নিয়ে।
যেখানে আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে গুচ্ছ পরিক্ষা কিভাবে হবে আর কি নিয়মে হবে তা নিয়ে আলোচনা করা হয় ।
এবার ৪ টি গুচ্ছ পরিক্ষা হবে। যেখানে থাকবে প্রায় ৩০ টির মতো সব বিশ্ববিদ্যালয়সমুহ।
২০২০-২০২১ ভর্তি পরিক্ষা হবে গুচ্ছ আকারে।
গুচ্ছ -১ : ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়
গুচ্ছ -২: ৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়
গুচ্ছ -৩: ১১টি বিঙ্গান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গুচ্চ -৪: ৯টি সাধারণ বিশ্ববিদ্যালয় ।
এই গুচ্ছ পদ্ধতিতে আসছে না
১. ঢাকা বিশ্ববিদ্যালয়
২.রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩.জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৪. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
Comments
Post a Comment