Biology Subject Final | MBBS Admission 20-21

 1

আদিকোষে যে বৃত্তাকার, ছাড়ানো DNA থাকে তাকে কি বলে ?

নিউক্লিঅয়েড

নিউক্লিওলাস

নিউক্লিওপ্লাজম

নিউক্লিয়াস

2

নিচের কোনটি উদ্ভিদ কোষ প্রাচীরের মধ্যপর্দা গঠন করে ?

 পেকটিক এসিড

গ্লিসারল 

নেকটার 

গ্লাইকোলিপিড

3

কোন বিজ্ঞানী প্লাজমামেমব্রেনের “ইউনিট মেমব্রেন” মতবাদ প্রদান করেন ?

 বেনসন ও হিল

সিঙ্গার ও নিকলসন

লিনার্ড ও সিঙ্গার

রবার্টসন

4

নিচের কোনটি গলগি বস্তুর নাম নয় ?

ডিকটায়োসোম 

পারঅক্সিসোম

ইডিওসোম

লাইপোকন্ড্রিয়া

5

কোষের যাবতীয় শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রন করে কে ?

গলগি বডি

ক্লোরোপ্লাস্ট 

রাইবোসোম

মাইটোকন্ড্রিয়া

6

ক্রোমোসোমের গাঠনিক উপাদান কোনটি ? 

DNA

RNA

mRNA

Codon

7

কোষ চক্রের প্রস্তাবনা করেন কে ?

ফার্মার ও মুর 

স্ট্রাসবুর্গার 

হাওয়ার্ড ও পেল্ক

থিওডোর সোয়ান

8

কোনটি জীবের জীবনে ইন্টারফেজ দশার গুরুত্ব নয় ?

কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা

স্পিন্ডল তন্তু সৃষ্টির জন্য পারঅক্সিসোম তৈরী করা 

DNA প্রতিলিপন করা  

প্রয়োজনীয় প্রোটিন ও RNA সংশ্লেষ করা

9

নিম্ন শ্রেণীর জীবে মায়োসিস কোষ বিভাজন ঘটে কোন কোষে ?

 জাইগোটে

সাইটোপ্লাজমে 

দেহকোষে

মাতৃকোষে

10

মায়োটিক প্রোফেজের কোন ধাপে লুপের সৃষ্টি হয় ?

লেপ্টোটিন 

জাইগোটিন

প্যাকাইটিন

ডিপ্লোটিন

11

মনোস্যাকারাইড সমূহের সাধারণ সংকেত কোনটি ? 

CnHnOn

C2nHnO2n

CnH2nOn

CnH2nO2n

12

নিচের কোনটি গ্লুকোজের ব্যবহার নয় ?

ভিটামিন C তৈরীতে সহায়তা করা

কনফেকশনারিতে বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুতিতে

রোগীর পথ্য হিসাবে

ওষুধ শিল্পে গ্লুকোজ ব্যবহৃত হয়

13

আয়োডিন দ্রবণে স্টার্চ কোন বর্ণ ধারণ করে ?

লাল

নীল

হলুদ 

বর্ণহীন

14

নিচের কোনটি গ্লাইকোজেনের ধর্ম নয় ?

পানিতে আংশিক দ্রবনীয় 

তাপ দিলে এর লাল বর্ণ চলে যায়

সাদা পাউডার জাতীয় পদার্থ  

গরম পানিতে এটি কলয়েড সাসপেনশন তৈরী করে

15

নিচের কোনটি হেটারোসাইক্লিক অ্যামিনো এসিড নয় ?

ট্রিপটোফ্যান

প্রোলিন

টাইরোসিন

হিস্টিডিন

16

কোনটি প্রাথমিক ভাজক কলার কাজ ?

বর্ধনশীল অঙ্গের বৃদ্ধি ঘটায়

বিভাজিত হয়ে উদ্ভিদের কান্ড ও মূলের দৈর্ঘ্য বাড়ায়

 বিভাজিত হয়ে শুধু কান্ডের দৈর্ঘ্য বাড়ায়

বিভাজিত হয়ে শুধুমাত্র উদ্ভিদের মূলের দৈর্ঘ্য বাড়ায়

17

কুমড়া কান্ডে পেরিসাইকেল কী দ্বারা গঠিত ?

বহুস্তর বিশিষ্ট ও স্কে¬রেনকাইমা কলা দ্বারা গঠিত

এক স্তর বিশিষ্ট ও প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত

বহু স্তর বিশিষ্ট ও স্কে¬রেনকাইমা এবং প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত 

কোনোটিই সত্য নয়

18

মূলের বহিরাবরনকে কি বলে ?

এপিডার্মিস

মূলরোম 

ট্রাইকোম

এপিব্লেমা

19

অন্তঃফ্লোয়েমের কাজ নিম্নের কোনটি ?

পানি পরিবহন করে 

নতুন কোষ সৃষ্টি করে

অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে

খাদ্য পরিবহন করে

20

গ্রাউন্ড মেরিস্টেম কলা বিভাজিত হয়ে কোনটি সৃষ্টি হয় ?

এপিডার্মিস

জাইলেম

ফ্লোয়েম

মজ্জা 

21

কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে ?

বহিঃত্বকে  

অধঃত্বকে 

অন্তঃত্বকে 

পরিচক্রে 

22

হ্যাচ স্ল্যাক পর্বে কার্বন-ডাই-অক্সাইড গ্রহীতা কোনটি ?

রুবিস্কো এনজাইম

অক্সালোঅ্যাসিটেট

রাইবুলোজ

ফসফোইনল পাইরুভিক এসিড

23

একই তাপমাত্রায় ও বায়ুমন্ডলীয় চাপে কোন পদার্থের অধিতকর ঘন স্থান হতে অধিকতর কম স্থানের দিকে বিস্তার লাভ করার প্রক্রিয়াকে কী বলে ?

অভিস্রবণ 

ব্যাপন

ইমবাইবেশন 

প্লাজমোলাইসিস

24

সবাত ও অবাত উভয় শ্বসনের মধ্যেই আছে কোনটি ?

ক্রেবস চক্র

ল্যাকটিত এসিড

সৃষ্টি  ইথানল সৃষ্টি

গ্লাইকোলাইসিস

25

সালোকসংশ্লেষণের জন্য কোন তথ্যটি প্রযোজ্য ?

পাতার ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে আলোক বিক্রিয়া সংঘটিত হয়

পাতার ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় আলোক বিক্রিয়া সংঘটিত হয়

আলোক বিক্রিয়ায় CO2 বিজারিত হয়ে শর্করাতে পরিণত হয়

আলোক বিক্রিয়ায় শুধুমাত্র ২ অণু ATP উৎপন্ন হয়

26

সবুজ উদ্ভিদের শর্করা তৈরির প্রণালীতে আনুষঙ্গিক কোন গ্যাস উৎপন্ন হয় ? 

H2

CO2

N2

O2

27

উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণের জন্য কোন তথ্যটি সঠিক ?

মূলরোম দ্বারাই অধিকাংশ ক্ষেত্রে শোষিত হয়

বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন নেই

আয়ন হিসাবে শোষিত হয়

অণু হিসাবে শোষিত হয়

28

উদ্ভিদ দেহের কোষপ্রাচীর এবং প্রোটোপ্লাজম কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে ?

অভিস্রবণ

ইমবাইবিশন 

ব্যাপন

শোষণ

29

নিম্নের কোনটি আয়ন-সালফার প্রোটিন ?

NADP রিডাক্টেজ

প্লাস্টোসায়ানিন

ফেরিডক্সিন 

সাইটোক্রোম

30

অবাত শ্বসনের ১ অণু গ্লুকোজ ভেঙ্গে কত অণু ATP তৈরি হয় ?

৪টি

১০টি 

১৮টি

২টি

31

ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয় ?

মাইটোকন্ড্রিয়ায় 

নিউক্লিয়াসে 

রাইবোজোমে

গলগি বডিতে

32

নিম্নের কোনটিতে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে ?

প্যালিসেড প্যারেনকাইমা

নিম্নত্বক

স্পঞ্জী প্যারেনকাইমা

উর্ধ্বত্বক

33

কোনটিতে সরল প্রোটিন অ্যালবুমিন থাকে না ?

ডিমের সাদা অংশ

দুধের ল্যাকটালবুমিন

রক্তরস

ডিমের কুসুম

34

কোনটি এনজাইমের ভৌত ধর্ম নয় ?

এরা প্রোটিন ধর্মী 

কলয়েড রুপে অবস্থান করে

তাপে বিনষ্ট হয় না 

কার্যকারিতা সুনির্দিষ্ট

35

মানুষের জলাতঙ্ক রোগের জন্য দায়ী কোন ভাইরাস ?

Rhino virus

Rubeola virus

Variola virus

Rabis virus

36

ম্যালেরিয়া পরজীবীর একটি উওসিস্ট পরিণত হতে কত দিন সময় লাগে ?

৫-৬ দিন

৭-৮ দিন 

১০-২০ দিন

১২-২০ দিন

37

শৈবালের বৈশিষ্ট্য নয় কোনটি ?

সালোক সংশ্লেষণকারী সপুষ্পক উদ্ভিদ 

এদের দেহে ভাস্কুলার টিস্যু আছে 

এদের জননাঙ্গ এককোষী 

এরা সমাঙ্গদেহী

38

বাদামী শৈবালের সঞ্চিত খাদ্য কোনটি ?

স্টার্চ 

পলিস্যাকারাইড

ল্যামিনারিন

গ্লুকোজ 

39

শৈবাল কোষের প্রোটোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে পুরু প্রাচীর বিশিষ্ট হলে তাকে কি বলে ?

আপ্লানোস্পোর 

জুস্পোর

অক্সোস্পোর

অ্যাকাইনিটি 

40

নিচের কোনটি ছত্রাকের উপকারিতা নয় ?

মাইটোটক্সিন সৃষ্টি করে

পরিবেশ সংরক্ষনে ভূমিকা পালন করে

জমির উর্বরতা বৃদ্ধি করে

জৈব এসিড ও উৎসেচক তৈরীতে ভূমিকা রাখে

41

টেরিসের সোরাস উৎপন্নকারী পাতাকে কি বলে ?

প্লাসেন্টা 

পিনা

ফলস ইন্ডুসিয়াম 

স্পোরোফিল 

42

Pteris উদ্ভিদের গ্যামিটোফাইটের প্রথম ধাপ কোনটি ?

আর্কিগোনিয়াম সৃষ্টি

প্র্রোথেলাস সৃষ্টি

অ্যান্থেরিডিয়াম সৃষ্টি

স্পোর সৃষ্টি  

43

আবৃতবীজী উদ্ধিদের বৈশিষ্ট্য নয় কোনটি ?

 সস্য ট্রিপ্লয়েড

বীজে বীজপত্র থাকে

দ্বিনিষেক ঘটে

পরাগরেণু ফ্লাজেলাযুক্ত 

44

ক্যালিক্স এর প্রতিটি সদস্যকে কি বলা হয় ?

সেপাল 

বৃতি 

টেপাল

পাপড়ি 

45

নিচের কোন তথ্যটি সত্য নয় ?

নিষেকের আগে গর্ভাশয়  নিষেকের পরে ফল

নিষেকের আগে ডিম্বক  নিষেকের পরেবীজ

নিষেকের আগে এক্সইন  নিষেকের পরে স্টেস্টা

নিষেকের আগে ডিম্বাণু   নিষেকের পরে সস্য

46

নিচের কোন উদ্ভিদে কক্ষমুকুলের সাহায্যে প্রজনন ঘটে ?

পাথরকুঁচি

আদা

চুপরি আলু 

রসুন

47

কোনটি টিস্যু কালচারের সাফল্য নয় ?

হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন

ডিপ্লয়েড উদ্ভিদ উৎপাদন

বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ 

ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি

48

ইন্টারফেরন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

এটি উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন

এটি দেহের প্রতিরক্ষামূলক প্রোটিন

ল্যামার্ক ১৮৫৭ সালে এটি আবিষ্কার করেন 

জটিল হেপাটাইটিস-ই, হার্পিস ইত্যাদি রোগে এটি প্রয়োগ করা হয়

49

নিচের কোন উদ্ভিদের মূল থাকেই না ?

গুঁড়িপানা

কলমি শাক

জবা 

ঘৃতকুমারী

50

অরিয়েন্টাল অঞ্চল সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

এর উত্তরে আফগানিস্তান, দক্ষিনে ভারত মহাসাগর

বাংলাদেশ, নেপাল, ভূটান, শ্রীলংকা এই অঞ্চলের অন্তর্গত

এ অঞ্চলটি চারটি উপঅঞ্চলে বিভক্ত

নেকড়ে, ক্যাঙারু, মেরু শিয়াল, হামিংবার্ড এই অঞ্চলে দেখা যায়

51

সর্বপ্রথম ত্রিপদ নামকরণ করেন কে ?

ক্যারোলাস লিনিয়াস 

শ্লেগেল 

গ্যাসপার বাউহীন

ল্যামার্ক

52

'Cnidaria' পর্বভুক্ত প্রাণী হচ্ছে-

Hydra

Taenia solium

Spongilla

Pila globosa

53

রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে কোন পর্বের প্রাণীদের ? 

Echinodermata

Chordata

Arthropoda

Mollusca

54

প্রাণিজগতে প্রথম “এন্ডোথার্মিক” অবস্থা দেখা দিয়েছে-

পাখিতে 

সরিসৃপে

স্তন্যপায়ীতে

উভচর-এ

55

Hydra-র নিডোব্লাস্ট কোষের কাজ নয়-

শিকার ধরা 

চলন

সাঁতার 

আত্মরক্ষা

56

কোন প্রক্রিয়ায় Hydra-র আরোহন ও অবরোহন সম্পন্ন হয় ?

সুইমিং

ক্রলিং

টেন্টাকুলার

গ্রাইডিং

57

ঘাসফড়িং এর পৌষ্টিকনালীর অংশ নয় কোনটি ?

স্টোমোডিয়াম 

সিলেন্টেরণ

প্রোক্টোডিয়াম

কোনটিই নয়

58

কোনটির উপস্থিতির জন্য ট্রাকিয়া কখনো চুপসে যায় না ?

 ইন্টিমা

টিনিডিয়া 

ট্রাকিয়াল রস

পেরিট্রিম

59

ঘাসফড়িং এর ডিম্বাণু কোন ধরনের ?

 হেমিলেসিথাল

সেন্ট্রোলেসিথাল

মাইক্রোলেসিথাল

আইসোলেসিথাল

60

রুইমাছের শুক্রাশয় কোন পর্দা দ্বারা দেহপ্রাচীরের সাথে ঝুলানো থাকে ?

মেসোরকিয়াম 

মেসোভেরিয়াম

ইউরকিয়াম

ইউভেরিয়াম

61

টায়ালিনের দ্বারা পরিপাক ক্রিয়া সংঘটিত হয়-

মুখগহব্বরে

রেকটামে

ক্ষুদ্রান্ত্রে 

বৃহদান্ত্রে

62

রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে কোনটি ?

গ্লুকাগন

ইনসুলিন

গ্লুকোকর্টিকয়েড

ADH

63

অগ্নাশয় রসের প্রধান এনজাইম নয় কোনটি ?

অ্যামাইলেজ

লাইপেজ 

ফসফোলাইপেজ 

ইলাস্টেজ

64

মিউকোসা স্তরে ‘গবলেট কোষ’ কোনটির শনাক্তকারী বৈশিষ্ট্য ?

যকৃত

অগ্নাশয়

পাকস্থলি

ক্ষুদ্রান্ত্র

65

রক্তের আপেক্ষিক গুরুত্ব কত ? 

1.009

1.231

1.065

1.092

66

বাতাসে CO2 এর ঘনত্ব কতটুকু বাড়লে শ্বসনের হার দ্বিগুণ হয়ে যায় ?

৫% 

২০%

০.২৫% 

০.০২৫

67

নেফ্রনের কোন অংশে নির্বাচনমূলক পুনঃশোষণ ঘটে ?

নিকটবর্তী প্যাচানো নালিকা 

হেনলির লুপ 

দূরবর্তী প্যাঁচানো নালিকা

সংগ্রাহী নালিকা

68

নিচের কোনটি সত্য নয় ?

সাইনুসাইটিস ম্যাক্সিলারি প্রদাহের ধরণ দাত ব্যাথা

সাইনুসাইটিস ফ্রন্টাল প্রদাহের ধরণ চোখের উপরে ব্যাথা

সাইনুসাইটিস স্ফেনয়ডাল প্রদাহের ধরণ দু চোখের মাঝখানে ব্যাথা

কোনটিই নয়

69

ইউরিয়া তৈরি হয় কোন চক্রের মাধ্যমে ?

ক্রেবস চক্র

নাইট্রোজেন চক্র

অরনিথিন চক্র 

কোনটিই নয়

70

পেডিকল ও ল্যামিনার সংযোগস্থল থেকে উত্থিত হয় কোনটি ?

ট্রান্সভার্স প্রসেস 

ল্যামিনা 

আর্টিকুলার প্রসেস 

স্পাইনাস প্রসেস

71

ম্যাট্রিক্সে প্রধানত কত ধরনের অস্থি কোষ পাওয়া যায় ?

দুই

তিন

চার 

এক

72

স্থিতিস্থাপক তরুনাস্থি পাওয়া যায় কোনটিতে ?

আলজিহবা

স্বরযন্ত্র

শ্বাসনালি 

স্তন্যপায়ীর নাক

73

হৃৎপেশির বৈশিষ্ট্য নয় কোনটি ?

কোষগুলো নলাকার ও শাখাযুক্ত

অনুপ্রস্থ রেখা উপস্থিত

কোষের ব্যাস ১২-১৫ μm

সারকোলেমা অস্পষ্ট

74

সেরেব্রামের উঁচু জায়গাকে কি বলে ?

কর্পাস ক্যালোসাম

ফিসার

সেরেব্রাল হেমিস্ফিয়ার

জাইরাস

75

ট্রাইজেমিনাল স্নায়ুর শাখা নয় কোনটি ?

অপথ্যালমিক

প্যালেটাইন

ম্যাক্সিলারি  

ম্যান্ডিবুলার

76

লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠকে কি বলে ?

অগ্র প্রকোষ্ঠ  

পশ্চাৎ প্রকোষ্ঠ

অ্যাকুয়াস প্রকোষ্ঠ

ভিট্রিয়াস প্রকোষ্ঠ

77

নিচের কোনটি সবচেয়ে ছোট গ্রন্থি ?

পিটুইটারি গ্রন্থি 

থাইরয়েড গ্রন্থি

পিনিয়াল গ্রন্থি

অ্যাড্রেনাল গ্রন্থি

78

ভিটামিন D নিয়ন্ত্রনে ভূমিকা পালন করে কোন হরমোন ?

নর-অ্যাড্রেনালিন

থাইরক্সিন

অক্সিটোসিন

ক্যালসিটোনিন

79

চোখকে ধূলাবালি ও জীবানু থেকে রক্ষা করে কোনটি ?

কনজাংক্টিভা  

কোরয়েড

আইরিশ

সিলীয় অঙ্গ

80

পুষ্টি পদার্থ ক্ষরণ করে শুক্রানুদের সতেজ রাখে কোনটি ?

শুক্রাশয়  

ক্ষেপন নালি

ভাস ডিফারেন্স

এপিডিডাইমিস

81

কোন হরমোনের প্রভাবে রজ:চক্রের সূত্রপাত ঘটে ?

গোনাডোট্রফিক হরমোন

প্যারাথরমোন

যৌন কর্টিকয়েড

থাইরক্সিন

82

উওজেনেসিস প্রক্রিয়ায় কতটি পোলার বডি উৎপন্ন হয় ?

একটি

দুইটি

তিনটি

চারটি

83

কত সপ্তাহ বয়সে অমরা গঠিত হয় ?

দুই সপ্তাহ 

বার সপ্তাহ

চার সপ্তাহ

ছয় সপ্তাহ

84

নিচের কোন ব্যাকটেরিয়ার সংক্রমনে সিফিলিস রোগ হয় ? 

Neisseria gonorrhoeae

Polychlorinated biphenyls

Benzathine pe

Treponema pallidum

85

নিচের কোনটি FAP এর বৈশিষ্ট্য নয় ?

ছাঁচসম্মত

স্বার্বজনীনতা

ব্যালিসটিকনেস

উদ্দেশ্যের বহুনিষ্ঠতা

86

বাটারফ্লাই এর লার্ভায় কোন ধরনের ট্রাক্সিস দেখা যায় ?

মেনোট্যাক্সিস 

নেমোট্যাক্সিস

ক্লাইনোট্যাক্সিস

টেলোট্যাক্সিস

87

নিচের কোন কোষের উৎপত্তি অস্থিমজ্জায় হয় না ?

মনোসাইট

লিম্ফোসাইট 

বেসোফিল

ইওসিনোফিল

88

নিচের কোনটি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত নয় ?

প্রদাহ 

কপ্লিমেন্ট

সিলিয়া

ফ্যাগোসাইট

89

দৈহিক তাপমাত্রা কত হলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত ?

990F এর বেশি

1000F এর বেশি

980F এর বেশি

1040F এর বেশি

90

কোলনে বসবাসকারী ব্যাকটেরিয়া কোন ভিটামিন সংশ্লেষ করে ?

ভিটামিন C

ভিটামিন K 

ভিটামিন D

ভিটামিনA

91

অর্জিত প্রতিরক্ষা সাড়ার মেইন সুইচের মতো কাজ করে কোনটি ?

B- কোষ  

ডেন্ড্রাইটিক কোষ

T-কোষ 

সবগুলো

92

গর্ভাবস্থায় অমরা অতিক্রম করতে পারে কোন অ্যান্টিবডি ? 

IgG

IgM

IgE

IgA

93

যেসব লিথাল জীনের প্রভাবে ৫০% এর বেশি জীব মারা যায় তাদের কি বলে ?

সাব ভাইটাল  

সাবলিথাল 

সেমিলিথাল

হেটারোলিথাল

94

প্রোটিওলাইটিক এনজাইম অকার্যকারী হলে কোন রোগের সৃষ্টি হয় ?

ক্যান্সার

জন্ডিস

জ্বর

যক্ষা

95

নিচের কোনটি অক্ষিগ্রন্থি নয় ?

 অশ্রুগ্রন্থি 

হার্ডেরিয়ান গ্রন্থি

মেবোমিয়ান গ্রন্থি

কোনটি নয়

96

নিচের কোনটি পিটুইটারি গ্রন্থির সঙ্গে যুক্ত ?

সেরেব্রাল পেডাঙ্কল

মেডুলা অবলংগাটা 

থ্যালামাস 

হাইপোথ্যালামাস

97

নিচের কোনটি ফেলোপিয়ান নালীর অংশ নয় ?

ফিমব্রি 

ইনফান্ডিবুলাম 

অ্যাম্পুলা  

মন্স পিউবিস

98

সর্বপ্রথম কোন বিজ্ঞানী Releaser শব্দটি প্রয়োগ করেন ? 

Lorenz

Tinbergen

Hans peters

Pavlov

99

অগ্নাশয়ের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়-

কেন্দ্রীয় গহবর যুক্ত অ্যাসিনাস উপস্থিত

আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক কোষপুঞ্জ অবস্থিত

লোবিওলের ফাকে ফাকে সাইনুসয়েড উপস্থিত

যোজক টিস্যু দেখা যায়

100

করোটিকার অস্থি সংখ্যা কতটি ?

২২টি

৮টি 

১৪টি  

৬০টি

Comments