জীববিঙ্গান ২য় পত্র ( প্রাণি বিঙ্গান ) মেডিকেল এডমিশন এর পূর্ব প্রস্তুতি || ১০০ টি প্রশ্ন ও উত্তর।

 1

নেমাটোডা পর্বের প্রাণী নয় কোনটি ?

চোখ কৃমি 

মুক্তা ঝিনুক

গোল কৃমি  

চাবুক কৃমি

2

একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য নয় কোনটি ?

দেহ পঞ্চঅরীয় প্রতিসম  

দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট

রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত

সকল সদস্যই সামুদ্রিক

3

পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য নয় কোনটি ?

দেহ প্রাচীর অস্টিয়া নামক ছিদ্রযুক্ত 

বৈশিষ্ট্যপূর্ণ নালিতন্ত্র দেখা যায়

দেহে কোয়ানোসাইট কোষ থাকে

দেহত্বক কিউটিকলে আবৃত

4

নিচের কোনটি হাইড্রার পেশি আবরণী কোষের কাজ নয় ?

দেহাবরণ সৃষ্টি করা  

দেহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মত কাজ করা

পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে সাহায্য করা

কিউটিকল ক্ষরণ করা ও দেহকে পিচ্ছিল রাখা

5

নিচের কোনটি হাইড্রার বহিঃত্বকের কোষ নয় ?

ইন্টারস্টিশিয়াল কোষ 

স্নায়ু কোষ

গ্রন্থি কোষ  

মিউকাস কোষ

6

“স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট” নামক নেমাটোসিস্টের কাজ কোনটি ?

খাদ্যবস্তুকে চিহ্নিত করা 

খাদ্য বস্তুকে গলাধঃকরণ করা

হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ ক্ষরণ করা

শিকারকে আটকিয়ে রাখতে সাহায্য করা

7

হাইড্রার শুক্রাশয়ের আকৃতি কেমন ?

মোচাকৃতি  

গোলাকৃতি 

মাকু আকৃতি

নাশপাতি আকৃতি

8

নিচের কোনটি ঘাসফড়িং এর ম্যাক্সিলার ক্ষেত্রে সঠিক নয় ?

ম্যাক্সিলার সবচেয়ে গোড়ার খন্ডটিকে কার্ডো বলে

স্টাইপসের অগ্রভাগে নখর সদৃশ ম্যাক্সিলারি পাল্প থাকে

ঢাকনির মতো গ্যালিয়া থাকে  

কোনটিই নয়

9

ঘাসফড়িং এর মুখোপাঙ্গের অংশ নয় ?

ল্যাব্রাম 

ম্যাক্সিলা

ল্যাবিয়াম 

পেডিকল

10

ঘাসফড়িং এর লালারসে কোন এনজাইমটি থাকে না ?

অ্যামাইলেজ

কাইটিনেজ

সেলুলেজ

লাইপেজ

11

ঘাসফড়িং এর রেচন অঙ্গ কোনটি ?

ম্যালপিজিয়ান নালিকা    

মেদপুঞ্জ 

কাইটিন

সবগুলো

12

রুই মাছের লেজের শীর্ষে কোন ধরনের পুচ্ছ পাখনা থাকে ?

হেটারোসার্কাল 

হোমোসার্কাল

সাইক্লয়েড

হেমোহেটারোসার্কাল

13

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

পৃষ্ঠ পাখনাসমূহ ১৪ - ১৬ টি রশ্মি   

বক্ষ পাখনাসমূহ ১৭ - ১৮ টি রশ্মি

শ্রোণী পাখনাসমূহ  ১২ - ১৫ টি রশ্মি

পায়ু পাখনাসমূহ ৬ - ৭ টি রশ্মি

14

আঁইশের বৃদ্ধি হয় কোন ঋতুতে ?

শরৎকাল    

বর্ষাকাল

 হেমন্তকাল

বসন্তকালে

15

রুই মাছে কতটি ফুলকা থাকে-

৪ টি  

৬ টি

৮ টি 

১০ টি

16

বিভিন্ন গভীরতার পানিতে মাছকে স্থির থাকতে সাহায্য করে কোনটি ?

পুচ্ছ পাখনা  

বায়ুথলি 

ফুলকা 

বক্ষ পাখনা

17

“প্রাকৃতিক মৎস খনি” বলা হয় কোন নদীকে ?

পদ্মা

মেঘনা 

হালদা 

যমুনা

18

রুই মাছের আদি বাসস্থান কোথায় ?

আফ্রিকা 

উপমহাদেশ

অস্ট্রেলিয়া

গ্রীণল্যান্ড

19

রুই মাছের ফুলকা সূত্র কোন পদ্ধতিতে O2 ও CO2 ত্যাগ করে-

ব্যাপন 

ইমবাইবিশন

 নিঃসরন 

অভিস্রবন

20

রুই মাছের পছন্দের খাবার কি ?

ছোট চিংড়ি  

Daffonia

প্ল্যাংকটন জাতীয় প্রাণী

ছোট মাছ

21

বার্বেল দেখা যায় কত দিনের পোনাতে ?

২ দিন  

৩ দিন 

১০ দিন

১৫ দিন

22

শর্করা জাতীয় খাদ্য এনজাইমের সহায়তায় বিশ্লিষ্ট হয়ে কোন পদার্থে পরিনত হয় ?

গ্লুকোজ  

অ্যামিনো এসিড

ফ্যাটি এসিড ও গ্লিসারল  

ইউরিয়া

23

মানুষের মুখ গহবরের দুপাশে মোট কতটি লালাগ্রন্থি থাকে ?

তিনটি

চারটি

ছয়টি

আটটি

24

মানুষের লালাতে পানির পরিমান কত ?

৯৪.২-৯৫.৩% 

৯৫.৫-৯৯.৫%

৯৭.৪-৯৮.৬%  

৯৮.৫-৯৯.৫%

25

মানুষের কোন ধরনের দাঁত থাকে না ?

ইনসিসর

প্রিমোলার 

ক্যানাইন

প্রি-ক্যানাইন

26

পাকস্থলি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় ?

পাকস্থলির যে অংশে অন্ননালি উন্মুক্ত হয় তাকে পাইলোরাস বলে

এটির দৈর্ঘ্য প্রায় ২৫ সেন্টিমিটার

এটিতে গম্বুজাকার ফানডাস থাকে   

খাদ্য পাকস্থলিতে ২ - ৬ ঘন্টাকাল অবস্থান করে

27

মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি ?

পাকস্থলি

বৃক্ক

যকৃত

প্লীহা

28

ননকার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ সংশ্লেষিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে ?

গ্লাইকোজেনেসিস

গ্লুকোনিওজেনেসিস

ডিঅ্যামিনেশন

গ্লুকোজেনেসিস

29

আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের কোষ নয় কোনটি ?

মিউ কোষ

আলফা কোষ 

বিটা কোষ

ডেল্টা কোষ

30

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ তিন ধাপে হয় 

পিত্ত ক্ষরণ পিত্তথলি

গ্যাস্ট্রিক পর্যায়ে গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ প্রায় চার ঘন্টা স্থায়ী হয়

অন্ত্রের মিউকোসা কোষ থেকে সিক্রেটিন ক্ষরণ হয়

31

ভিলাই কোষ ও গবলেট কোষ থাকে কোথায় ?

পাকস্থলি

অগ্নাশয়

যকৃত

ক্ষুদ্রান্ত্র

32

রক্তের PH কত ?

৭.৩৫ - ৭.৪৫

৭.০২ - ৭.০৫

৭.৪০ - ৭.৪৫

৭.৬০ - ৭.৮৫

33

লোহিত রক্ত কণিকার পরিমান ২৫% এর কম হলে তাকে কি বলে ?

পলিসাইথেমিয়া 

অ্যানিমিয়া

গ্রেগর ডিজিজ

থ্যালাসেমিয়া

34

লিম্ফোসাইটের উৎপত্তিস্থল নয় কোনটি ?

লসিকা গ্রন্থি 

প্লীহা 

থাইমাস

যকৃত

35

নিচের কোনটি শ্বেত রক্ত কনিকার কাজ নয় ?

ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষন করে

বেসোফিল অ্যান্টিবডি উৎপন্ন করে

ইওসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে

নিউট্রোফিল বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে

36

লসিকার উপাদান কোনটি ?

লোহিত রক্ত কণিকা 

অণুচক্রিকা 

ইওসিনোফিল

লিম্ফোসাইট

37

হৃৎপিন্ডের আবরনীর নাম কি ?

এপিকার্ডিয়াম

পেরিকার্ডিয়াম

প্লুরা 

ক্যাপসুল

38

হৃৎপিন্ডের হৃৎকপার্টিকাগুলোকে ঢেকে রাখে কোনটি ?

এপিকার্ডিয়াম

মায়োকার্ডিয়াম

এন্ডোকার্ডিয়াম

পেরিকার্ডিয়াম

39

প্রাকৃতিক পেসমেকার বলা হয় নিচের কোনটিকে ?

সাইনো অ্যাট্রিয়াল নোড

অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড

পার্কিনজি তন্তু

বান্ডল অব হিজ

40

মানুষের রক্তচাপ পরিমাপক যন্ত্রকে কি বলা হয় ?

ব্যারোমিটার

হাইগ্রোমিটার

স্টেথোস্কোপ

স্ফিগমোম্যানোমিটার

41

কোনটি মানবদেহের রক্ত পরিবহনের প্রক্রিয়া নয় ?

সিস্টেমিক সংবহনতন্ত্র

রেনাল সংবহনতন্ত্র

পালমোনারি সংবহনতন্ত্র 

করোনারি সংবহনতন্ত্র

42

নিচের কোনটি পেসমেকারের গঠনগত অংশ নয় ?

সোডিয়াম ব্যাটারি

জেনারেটর

সেন্সরযুক্ত তার

লিথিয়াম ব্যাটারি

43

সম্মুখ নাসারন্ধ কোনটির মাধ্যমে বিভক্ত হয়েছে ?

ভেস্টিবিউল

এপিগ্লটিস

অলফ্যাক্টরী কোষ

ন্যাসাল সেপ্টাম

44

ট্রাকিয়া কতটি তরুনাস্থি দ্বারা গঠিত ?

৫ - ১০ টি

১০ - ১৫ টি

১৬ - ২০ টি

২০ - ২৫ টি

45

প্ল্যুরার দুই স্তরের মাঝে বিদ্যমান তরল পদার্থের নাম কি ?

সেরাস ফ্লুইড 

সেরেব্রোস্পাইনাল ফ্লুইড

প্ল্যুরাল ফ্লুইড

সারফেকট্যান্ট

46

শ্বসনতন্ত্রের কাজ নয় কোনটি ?

শ্বসন গ্যাসের বিনিময়

পানি সাম্যতা 

শক্তি উৎপাদন 

রক্তকণিকা উৎপাদন

47

দুটি অ্যালভিওলাই পরস্পর কোন পর্দার মাধ্যমে পৃথক থাকে ?

ব্রঙ্কিওল

ট্র্যাবেকুলি

সাইনুসয়েড

ল্যারিংস

48

প্রশ্বাস - নিঃশ্বাসের সাথে সম্পৃক্ত কোন পেশি ?

ইন্টারকোস্টাল পেশি 

ট্রাইসেপস পেশি

বাইসেপস পেশি

হ্যামস্ট্রিং পেশি

49

নবজাতক শিশুতে প্রতি মিনিটে কতবার শ্বসন সংগঠিত হয় ?

১৪ - ১৮ বার

৪০ বার

২৫ বার

৫ - ১০ বার

50

বৃক্কের আকৃতি কোনটি ?

কমা আকৃতির 

নাশপাতি আকৃতির

শিম বীজের মত

মাকু আকৃতির

51

নিচের কোনটি বৃক্কের কাজ নয় ?

নাইট্রোজেন জাতীয় বর্জ্য অপসারণ করা 

রক্তে পানির ভারসাম্য ঠিক রাখা

রেনিন হরমোন নিঃসরণ করা

রক্তে বিভিন্ন লবনের পরিমান নিয়ন্ত্রন করা

52

প্রতি মিনিটে কত ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয় ?

১ ঘন সেন্টিমিটার  

১২৫ ঘন সেন্টিমিটার

২২০ ঘন সেন্টিমিটার

৫ ঘন সেন্টিমিটার

53

নিচের কোনটি রেনাল টিউব্যুলস এর অংশ নয় ?

প্রক্সিমাল প্যাঁচানো নালিকা  

দূরবর্তী প্যাঁচানো নালিকা

হেনলির লুপ

ইফারেন্ট আর্টারিওল

54

কয়েকটি সংগ্রাহী নালিকা একত্রে কোনটি গঠন করে ?

হেনলির লুপ

ডাক্ট অব বেলিনি

মাইক্রোভিলাই 

ইউরেটর

55

বৃক্কের কত শতাংশ নেফ্রন জাক্সটামেডুলারি প্রকৃতির ?

৮৫%

১০%

৫%

৯৯%

56

কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় ?

অরনিথিন চক্র

কুরি চক্র

 ক্রেবস চক্র

ডিঅ্যামিনেশন চক্র

57

মূত্র সৃষ্টির ধাপ আবিষ্কার করেন কে ?

হেনলি

ক্যামিলো গলগি 

বেলিনি 

কুশনি

58

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

মূত্রের আপেক্ষিক গুরুত্ব ১.০১ - ১.৫০

মূত্রের PH মান ৭.৫

দৈনিক ০.৫ থেকে ২.৫ লিটার মূত্র তৈরী হয়

মূত্রে পানির পরিমান ৯৫ ভাগ

59

একজন সুস্থ মানুষ প্রতিদিন গড়ে কত মিলিলিটার মূত্র ত্যাগ করে ?

১০০০ মিলিলিটার

১২০০ মিলিলিটার 

১৫০০ মিলিলিটার 

২০০০ মিলিলিটার

60

মূত্র খড় বর্ণের হয় কোনটি থাকার কারনে ?

ইউরোক্রোম

ইউরোবাইলেজ 

ইউরিয়া 

ক্রিয়েটিনিন

61

কোন ধরনের ডায়ালাইসিস চলাকালীন সময়ে রোগী স্বাভাবিক কাজকর্ম করতে পারে ?

হিমোডায়ালাইসিস

পেরিটোনিয়াল ডায়ালাইসিস

ক্যাপস্যুলার ডায়ালাইসিস

কোনটিই নয়

62

রক্তের প্লাজমায় সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রন করে কোন হরমোন ?

রেনিন 

অক্সিটোসিন

এরিথ্রোপোয়েটিন

অ্যালডোস্টেরণ

63

মুখমন্ডলীয় বিজোড় অস্থি কোনটি ?

ম্যাক্সিলা

ন্যাসাল অস্থি

ভোমার

প্যালাটাইন

64

মেরুদন্ডের লাম্বার কশেরুকার সংখ্যা কতটি ? 

৭ টি

৫ টি

১২ টি

৪ টি

65

কোন তথ্যটি সত্য নয় ?

স্ফেনয়েড অস্থি দেখতে ডানার মত

করোটিকার অস্থিগুলো পরস্পর সুচার সন্ধির মাধ্যমে দৃঢ়সংলগ্ন থাকে

ফ্রন্টাল অস্থি কপাল নির্মান করে  

করোটিকা সুষুম্মা নালিকে সুরক্ষিত রাখে

66

কোনটি আদর্শ কশেরুকার অংশ নয় ?

ভার্টিব্রাল বডি 

পেডিকল

স্পাইনাস প্রসেস

কোরাকয়েড প্রসেস

67

আসল বা প্রকৃত পর্শুকা বলা হয় কোন পর্শুকাকে ?

প্রথম ৭ জোড়া

প্রথম ১০ জোড়া

শেষ ৫ জোড়া

শেষ ৬ জোড়া

68

গ্লেনয়েড গহবর থাকে কোন অস্থিতে ?

 ক্ল্যাভিকল

স্ক্যাপুলা

ফিমার

স্যাক্রাম

69

নিচের কোনটি শ্রোণী-অস্থিচক্রের অস্থি নয় ?

ইলিয়াম

টিবিয়া

পিউবিস

ইশ্চিয়াম

70

অস্থি মাতৃকায় জৈব পদার্থ থাকে কত ভাগ ?

৪০%  

৫৫%  

৫০%  

৬০%

71

হিউমেরাস ও ফিমারের মস্তকে পাওয়া যায় কোন ধরনের তরুনাস্থি?

হায়ালিন তরুনাস্থি

স্থিতিস্থাপক তরুনাস্থি

চুনময় তরুনাস্থি

শ্বেত তন্তুময় তরুনাস্থি

72

ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের পেশির প্রধান বৈশিষ্ট্য ?

মসৃণ পেশি

কার্ডিয়াক পেশি

রৈখিক পেশি

অনৈচ্ছিক পেশি

73

কোনটি লিভারের গঠনগত অংশ নয় ?

লিভার - বাহু

পিভট 

বল বাহু

প্রচেষ্টা

74

মেডুলা অবলংগাটা মস্তিষ্কের যার অংশ-

মেসেনসেফালন 

ডায়েনসেফালন

রম্বেনসেফালন

সেরেব্রাল পেডাঙ্কল

75

নিম্নের কোনটি পনসের কাজ ?

দেহতাপ নিয়ন্ত্রণ করা 

ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করা

স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করা 

দেহের ভারসাম্য রক্ষা করা

76

হৃদস্পন্দন কেন্দ্র কোথায় অবস্থিত ?

সেরেব্রাম

মেডুলা

সেরেবেলাম

থ্যালামাস

77

নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু কোনটি ?

অডিটরি

ভ্যাগাস 

হাইপোগ্লোসাল

ফ্যাসিয়াল

78

স্ক্লেরার সামনের দিকের স্বচ্ছ ও পাতলা অংশের নাম কি ?

কনজাংটিভা

কর্নিয়া

লেন্স 

অ্যাকুয়াস হিউমার

79

কানের কোন ছিদ্র দিয়ে শব্দ তরঙ্গ বাইরে আসে ?

টিমপেনিক পর্দা

ফেনেস্ট্রা ওভালিস

ফেনেস্ট্রা রোটান্ডা

স্যাকুলাস

80

থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন নয় কোনটি ?

থাইরক্সিন  

ক্যালসিটোনিন 

ট্রাই আয়োডো থাইরোনিন

থাইমোসিন

81

শুক্রাশয়ের আবরণী নয় কোনটি ?

টিউনিকা অ্যাডভেনটিশিয়া

টিউনিকা অ্যালবুজিনা

টিউনিকা ভ্যাজাইনালিস 

টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস

82

ছেলেদের বয়ঃসন্ধি শুরু হয় কত বছর বয়সে ?

১২ - ১৫ বছর

১২ - ১৩ বছর

১৩ - ১৫ বছর

১১ - ১৩ বছর

83

কোন অবস্থায় ভ্রুনের ইমপ্লান্টেশন ঘটে ?

ক্লিভেজ

প্যারাথরমোন

ব্লাস্টোসিস্ট 

একডাইসন

84

উওজেনেসিস শেষ পর্যায়ে তৈরি হয় ?

১ টি ডিম্বাণু ও ৩ টি পোলার বডি

২ টি ডিম্বাণু ও ২ টি পোলার বডি

৩ টি ডিম্বাণু ও ১ টি পোলার বডি 

১ টি ডিম্বাণু ও ১ টি পোলার বডি

85

গর্ভনিরাধক যান্ত্রিক পদ্ধতি কোনটি ?

ইনজেকশন

ডায়াফ্রাম 

জেল

টিউবেকটমি

86

প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত নয় কোনটি ?

ত্বক 

লোম

সিলিয়া

নিউট্রোফিল

87

দেহের মোট Ig এর কত ভাগ IgA ?

5 - 10%

75%

15%

0.1%

88

কোনটি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রুণদেহে বাহিত করে ?

IgM 

IgA

IgD

IgG

89

হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত পরস্পর বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একজোড়া জীনকে পরস্পরের-

ফিনোটাইপ

জিনোটাইপ

অ্যালীল

লোকাস

90

হোমোগ্যামেটিক সেক্স এর গ্যামিট পাওয়া যায়-

শুধু Y ক্রোমোজোমে 

শুধু X ক্রোমোজোমে

X ও Y ক্রোমোজোমে 

কোনটিই নয়

91

রক্ততঞ্চনের কত নং ফ্যাক্টর অনুপস্থিত থাকলে হিমোফিলিয়া-B হয় ?

VIII 

IX 

XIII

VI

92

বিজ্ঞানী টিনবারগেন কোন পাখির উপর গবেষণার সময় রিলিজারের কার্যকারিতা সম্পর্কে জানতে পারেন ?

হেরিংগাল

হিমালয়ান পাট্রিজ

গোল্ডেন প্লোভার

সুইফট বার্ড

93

বাবুই পাখির বাসা নির্মান, এটি বাবুই পাখির কোন ধরনের বৈশিষ্ট্য ?

ট্যাক্সেস

রিফ্লেক্স

টার্মিনেটিং

সহজাত আচরন

94

দেহের দিকমুখিতার উপর ভিত্তি করে ট্যাক্সেস কত প্রকার ?

দুই প্রকার

তিন প্রকার

ছয় প্রকার

পাঁচ প্রকার

95

মাছের উঁকুনে কোন ধরনের ট্যাক্সিস দেখা যায় ?

নেমোট্যাক্সিস

ট্রোপোট্যাক্সিস

ক্লাইনোট্যাক্সিস

মেনোট্যাক্সিস

96

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

উদ্দীপনার প্রতি সাড়া দেওয়ার সরলতম ধরণ ট্যাক্সিস

ট্যাক্সিসে দিকমুখিতায় সম্পূর্ন দেহ জড়িত থাকে

কোন কাজের অপরিবর্তনীয় পুনরাবৃত্তি হওয়াকে স্টেরিওটাইপ বলে

রিফ্লেক্স দুই ধরনের হয়ে থাকে

97

ইনসটিংক্টের সর্বপ্রথম বাস্তবমুখী সংজ্ঞা দেন কোন বিজ্ঞানী ?

লরেঞ্জ

টিনবারগেন

ডারউইন

প্যাভলভ

98

কোনটি FAP এর বৈশিষ্ট্য নয় ?

ছাঁচসম্মত  

ব্যালিসটিকনেস

স্বার্বজনীনতা

অ্যাকশন প্যাটার্ন

99

প্যালিআর্কটিক অঞ্চলের কত শতাংশ পাখি পরিযায়ী ধরনের ?

২০% 

৩০% 

৪০%

৫০%

100

AIDS এর জীবাণু আবিষ্কার করেন কে ?

Dr. Robert Gallo

Erich Tschermak

William Bateson

Dodson

Comments