Medical Admission Test Question And Answers || MBBS Admission 20-21 MODEL TEST

 1

গ্রিজ ও আলকাতরা জাতীয় পদার্থ পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়-

Na2CO3     

NaHCO3

ডেকন - 90     

ক্রোমিক এসিড

2

ম্যাক্রো পদ্ধতিতে তরল পরিমাপক যন্ত্রের নাম কি ?

ক্যাপিলারি টিউব  

আর্ক ফার্নেস 

কনিক্যাল ফ্লাক্স    

মেজারিং সিলিন্ডার

3

পারমানবিক ভর স্কেলে প্রোটনের ভর কত ? 

1.007276 amu

1.008665 amu

1.007672 amu

1.006586 amu

4

দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব নয় কোনটি ?

দ্রাবকের প্রকৃতি    

ঘনমাত্রা  

দ্রবের প্রকৃতি    

তাপমাত্রা

5

ঔষধ শিল্পে ব্যবহৃত হয় কোনটি? 

GLC

GSC

HPLC

PLC

6

ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি? 

F > Cl > Br > I

Cl > F > Br > I

F > Cl > Ir > Br

I > Br > Cl > F

7

ল্যান্থানাইডের ধর্ম নয় কোনটি ?

আয়নিকরন শক্তি d - ব্লক অপেক্ষা কম

আয়নিকরন শক্তি d - ব্লক অপেক্ষা বেশি

এদের মধ্যে রয়েছে আন্তঃঅবস্থান্তর মৌল  

প্রধান জারন অবস্থা (+3)

8

মৌলের ধাতব ধর্মের পর্যায়গত প্রবনতা কোনটি ?

ওপর থেকে নিচে বৃদ্ধি   

ওপর থেকে নিচে হ্রাস

বাম থেকে ডানে হ্রাস    

বাম থেকে ডানে বৃদ্ধি

9

অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে Promoter নয় কোনটি ? 

MgO

SiO2

Fe2O3

Al2O3

10

250C তাপমাত্রায় বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা- 

65.5 M

75.5 M

45.5 M

55.5 M

11

চতুস্তলকীয় আকৃতির অনুর ক্ষেত্রে বন্ধন কোণ কত ? 

1800

10405

1070

10905

12

কোনটি অদাহ্য পদার্থ ?

বেনজিন   

নাইট্রোজেন

ইথার  

হাইড্রোজেন

13

Stratosphere এর বিস্তার কত km ? 

1 - 15 km

15 - 40 km

15 - 50 km

50 - 85 km

14

ব্যারোমিটার আবিষ্কার করেন কে ?

টরিচেলি   

বয়েল 

চার্লস    

ডাল্টন

15

1g হাইড্রোজেনে কয়টি পরমানু থাকে ?

6.002×1023 টি

6.022×1023 টি

6.023×10-23 টি

3.82×1023 টি

16

কয়লার দহনের ফলে এর মধ্যে উপস্থিত কীসের যৌগ বাষ্পরুপে বায়ুতে ছড়ায় ? 

S

Cd

Pb

Cr

17

‘থায়োল’ মূলক কোনটি ? 

-NH2

-SH

-NO2

-CONH2

18

90% বেনজিনে থাকে-

13% বেনজিন   

3% টলুইন

3% জাইলিন   

84% থায়োফিন

19

ইলেকট্রোফাইল নয়- 

BF3

+NO

HSO3-

SbCl5

20

আলোক সক্রিয় সমানুর বৈশিষ্ট্য নয়

প্রতিসম কার্বন পরমানু থাকে   

কনফিগারেশন পরস্পর দর্পন প্রতিবিম্ব হয়

কনফিগারেশন পরস্পর অসমাপতিত হয়   

অপ্রতিসম কাইরাল কেন্দ্র থাকে

21

STP তে 15 L CO2 গ্যাস প্রস্তুুত করতে কী পরিমান CaCO3 লাগবে? 

96.66 g

66.96 g

69.99 g

6.560 g

22

1F = ?

96549 C

96500 C

96600 C

97000 C

23

অক্সি-অ্যাসিটিলিন মিশ্রনের দহনে কত তাপমাত্রা সৃষ্টি হয় ? 

21000C

21500C

22000C

23000C

24

ক্যালকুলেটর ব্যাটারির কোষ বিভব কত ? 

1.50V

3.70V

1.23V

1.30V

25

ন্যানো কনার বৈশিষ্ট্য নয়-
 

সাধারন পরমানুর চেয়ে আকারে ছোট    

অবলোহিত আলোতে দেখা যায়

দৃশ্যমান আলোতে দেখা যায় না    

প্যারাচুম্বক ধর্ম প্রদর্শন করে

26

যেসব সাধারন সূত্র বিজ্ঞান বা পদার্থবিজ্ঞানের ভিত্তি তাদের কি বলে ?

অনুকল্প   

তত্ত্ব 

স্বীকার্য   

নীতি

27

নিচের কোন ভেক্টরটির পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই ?

সমরেখ ভেক্টর    

নাল ভেক্টর

একক ভেক্টর   

সমতলীয় ভেক্টর

28

স্থির অবস্থান থেকে বিনা বাঁধায় পড়ন্ত বস্তুুর বেগ ঐ সময়ের ?

ব্যস্তানুপাতিক   

সমানুপাতিক 

বর্গের সমানুপাতিক  

বর্গের ব্যস্তানুপাতিক

29

6kg ভরের একটি বন্দুক হতে 0.01kg ভরের একটি গুলি 300ms-1 বেগে বের হয়ে গেল। বন্দুকের পশ্চাৎ বেগ কত ?

0.5ms-1

-0.5ms-1

5ms-1

-5ms-1

30

কাজের মাত্রা সমীকরন- 

[ML2T-2]

[MLT-2]

[ML2T2]

[MLT2]

31

1km উচুঁতে অবস্থিত একটি বিমান হতে 500g ভরের একটি বোমা ফেলে দেওয়া হলো। ভূমি স্পর্শ করার পূর্বমুহূর্তে গতিশক্তি কত? 

490J

4900J

490KJ

49000KJ

32

পৃথিবীর পৃষ্ঠ হতে কোনো বস্তুুর মুক্তিবেগ কত ? 

7 kms-1

7 ms-1

7 miles-1

2 ms-1

33

রুপার ও পানির ভিতরকার স্পর্শকোণ কত ? 

80

900

1280

1400

34

স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে-

ইয়ং এর গুনাঙ্ক   

স্থিতিস্থাপক এর গুনাঙ্ক  

দৃঢ়তার গুনাঙ্ক    

পয়সনের অনুপাত

35

পথ পার্থক্য বা দূরত্ব λ  এর জন্য দশা পার্থক্য- 

2π

π2

π

π4

36

নিচের কোনটি তাপগতীয় প্রক্রিয়া নয় ?

সমোষ্ণ পরিবর্তন   

রুদ্ধতাপীয় পরিবর্তন

সমতাপীয় পরিবর্তন   

সমচাপ পরিবর্তন

37

আধান ঘনত্বের একক কি ? 

Cm-3

Cm‑2

Cm2

Cm3

38

কোন বিষয়ের উপর রোধ নির্ভর করে না ?

পরিবাহীর দৈর্ঘ্য 

পরিবাহীর উপাদান

পরিবাহীর প্রস্থচ্ছেদের আয়তন

পরিবাহীর তাপমাত্রা

39

একটি সমবাহু ত্রিভুজের প্রিজমের প্রতিসরাঙ্ক 2  হলে এর নূন্যতম বিচ্যুতি কোন কত

350

400

300

250

40

প্যারাচৌম্বক পদার্থের ধর্ম নয় কোনটি ?

এদের চৌম্বক ধারকত্ব ধর্ম নেই   

এদের চৌম্বক প্রবেশ্যতা নেই

এরা চুম্বক দ্বারা কম আকর্ষিত হয়    

এদের হিসটেরেসিস ধর্ম বিদ্যমান

41

শরীরে ভিটামিন D তৈরির কাজে কোন রশ্মি ব্যবহৃত হয় ?

অবলোহিত রশ্মি    

অতিবেগুনি রশ্মি

গামা রশ্মি   

দৃশ্যমান আলো

42

86A22284B210 বিক্রিয়াটিতে কয়টি β রশ্মি নিঃসৃত হবে ?

3 টি    

2 টি

5 টি    

4 টি

43

ভর শক্তির সম্পর্ক হল- 

E=mc2

E=c2m

E=mc2

E=mv2

44

একটি নিউক্লিয় বিক্রিয়ায় কোন ভৌতরাশি সংরক্ষিত হয় না ?

 নিউক্লিয়ন সংখ্যা   

আইসোটোপিক স্পিন

সামগ্রিক ভরবেগ  

তড়িৎ আধান

45

রেডনের অর্ধায়ু 3.82 দিন। এর ক্ষয় ধ্রুবকের মান কত ? 

5.05/d

0.181/d

0.581/d

0.284/d 

46

নিচের কোনটি প্লাজমা মেমব্রেনের বিভিন্ন অবস্থা নয় ?

সিলিয়া   

মাইক্রোভিলাই

ফ্যাগোসাইটিক ভেসিকল     

ডেসমোসোম

47

কোষের ১৫% কোন RNA ? 

mRNA

gRNA

tRNA

rRNA

48

মাইটোসিস এর কোন ধাপে ক্রোমোসোমগুলো J অক্ষর এর মত দেখায়?

মেটাফেজ  

টেলোফেজ 

প্রো মেটাফেজ   

অ্যানাফেজ

49

নিচের কোনটি গাঠনিক পলিস্যাকারাইড ?

স্টার্চ   

গ্লাইকোজেন 

সেলুলোজ    

গ্লুকোজ

50

কলেরার ক্ষেত্রে কোনটি সঠিক নয় ?

Vibrio cholerae দিয়ে ছড়ায়  

কমার মতো

গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া    

কলেরাজেন একটি এন্টিঅক্সিডেন্ট

51

এরিথ্রোসাইটিক সাইজোগনির কোন ধাপে হিমোজয়েন ক্ষরন হয় ?

ট্রফোজয়েট   

সাইজন্ট 

সিগনেট রিং    

রোজেট

52

নিচের কোনটি Agaricus এর সঞ্চিত খাদ্য ?

স্টার্চ   

গ্লাইকোজেন 

তৈলবিন্দু   

সেলুলোজ

53

Pteris এর অ্যান্থেরিডিয়াম এ কতটি শুক্রানু মাতৃকোষ থাকে ?

৪ টি   

৮ টি

১৬ টি   

৩২ টি

54

নিচের কোনটি সবজি হিসেবে ব্যবহৃত হয় ? 

Cycas circinalis

Cycas revoluta

Cycas pectinata

Cycas media

55

নিচের কোনটি গর্ভপাদ পুষ্প নয় ?

পেয়ারা   

সরিষা 

জবা  

ধান

56

নিচের কোনটি এপিডার্মাল অংশ নয় ?

রক্ষীকোষ   

কর্কক্যাম্বিয়াম

প্যারেনকাইমা

 ট্রাইকোম

57

নিচের কোনটি নিষ্ক্রিয় পরিশোষনের অন্তর্গত নয় ?

ব্যাপক প্রবাহ   

আয়ন বিনিময় 

লেসিথিন বাহক   

ডোন্যান সাম্যবস্থা

58

নিচের কোনটির প্রজনন পর্নকান্ড দ্বারা করা হয় ?

চন্দ্রমল্লিকা   

ফনিমনসা

চুপরিআলু   

পাথরকুচি

59

নিচের কোনটি প্লাজমিডের প্রকারভেদ নয় ?

F এবং F' প্লাজমিড   

R প্লাজমিড

কোল প্লাসমিড   

ভিব্রিও প্লাসমিড

60

জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তক কে ? 

Lindenmann

Laderberg

Karl Erecky

F. Sangen

61

Cnidaria পর্বের বৈশিষ্ট্য নয় কোনটি ?

ডিপ্লোব্লাস্টিক 

নিডোসাইট কোষ থাকে

সিলেন্টেরন নামক পরিপাক সংবহন গহবর থাকে    

টিস্যু অঙ্গমাত্রার প্রানী

62

নিচের কোনটি সরীসৃপ এর বৈশিষ্ট্য ?

ত্বকে ঘামগ্রন্থি, তৈলগ্রন্থি, বিদ্যমান    

হৃদপিন্ড অসম্পূর্ন চার প্রকোষ্ঠ বিশিষ্ট

প্রতি পদে 4 - 5 টি নখরবিহীন আঙ্গুল থাকে  

দেহ পালক দ্বারা আবৃত

63

হাইড্রার চলন নয় কোনটি ?

গ্লাইডিং  

লুপিং

ড্রপিং  

সমারসল্টিং

64

মানুষের মুখগহবরে লালাগ্রন্থির সংখ্যা কত ?

৬টি   

৫টি

৪টি   

৩টি

65

রক্তরসে পানির পরিমান কত ? 

69 - 98%

92 - 96%

90 - 95%

90  -92%

66

নিউট্রোফিল এর নিউক্লিয়াস কত খন্ড বিশিষ্ট ?

২ - ৩   

২ - ৪

৩ - ৫   

২ - ৭

67

কতটি তরুনাস্থি দিয়ে ট্রাকিয়া গঠিত ?

 ৮ - ১০ টি    

১০ - ১২ টি

১৬ - ২০ টি   

 ১৪ - ১৬ টি

68

দূরবর্তী প্যাঁচানো নালিকায় কোন আয়ন ক্ষরিত হয় না ?

হাইড্রোজেন   

সোডিয়াম

পটাশিয়াম  

অ্যামোনিয়াম

69

অবটুরেটর ফোরামেনকে বেষ্টন করে রাখে কোনটি ?

পিউবিস ও ইশ্চিয়াম    

ইলিয়াম ও পিউবিস

ইলিয়াম ও ইশ্চিয়াম    

ইলিয়াম ও ম্যালিয়াস

70

প্রতিটি নিউরন কয়টি অংশে বিভক্ত ?

২ টি   

৫ টি

৪ টি 

৮ টি

71

প্রথম রজঃচক্রকে কি বলে ?

মেনোপজ    

থেলারচি

মেনারচি    

পিউবারচি

72

ম্যাক্রোফেজ একবারে কয়টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে ?

৩০ টি  

৪০ টি

১২০ টি   

১০০ টি

73

মানুষের দেহে অটোসোম থাকে কত জোড়া ?

 ২২ জোড়া    

২৪ জোড়া 

৪২ জোড়া  

৪৪ জোড়া

74

FAP এর বৈশিষ্ট্য নয় কোনটি ?

ছাঁচসম্মত   

স্বার্বজনীনতা

ব্যক্তিগত অভিজ্ঞতা অন্তর্ভূক্ত    

ব্যালিসটিকনেস

75

কোন ধরনের লিভারের কারনে আমরা দ্রুত দৌঁড়াতে পারি ?

প্রথম শ্রেনী

দ্বিতীয় শ্রেনী

তৃতীয় শ্রেনী   

কোনটিই নয়

76

He said to me, "May you be happy"

He said that I might be happy    

He wished that I might be happy

He told that I might be happy   

He reported that I might be happy

77

He said, "I came here yesterday" the indirect form is-

He said that he had come here the previous day

He said that he had gone there the previous day

He said that he came here yesterday   

e said that he had gone there yesterday

78

What is correct spelling?

Bufalo   

Buffalo 

Bfufallo    

Buffallo

79

Choose the correct spelling?

Diarhoea    

Diarrhea 

Drhya   

Diarhea

80

What is the synonym of 'Jovial' ?

Jolly    

Jealous

Gay   

Happy

81

A synonym of 'Collapse' is-

Miracle    

Wonder

 Rise    

Debacle

82

An antonym for "Obstacles" is-

Hindrances   

Impediments

Hurdles   

Supports

83

The antonym for "Cacophony" is-

 Irony    

Euphony

Telephony   

Symphony

84

The antonym of the word "Shrivel" is-

Embrace   

Expand 

Explode   

Symphony

85

He lives...........his sister's money.

 with   

for

on    

from

86

She parted.............his friends in tears.

with   

from

against   

beside

87

My father was angry..........me

with   

at

of  

on

88

I remember........France when I was young

to visit   

visiting

visit   

none

89

............mother rose in her Child.

the   

a  

an  

no article

90

বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় ?

১৯৫৩ সালে   

১৯৫৪ সালে

১৯৫৫ সালে    

১৯৫৬ সালে

91

এ উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন কে ?

লর্ড রিপন   

লর্ড হ্যান্ডি ট্রপার

লর্ড কার্জন   

লর্ড ডালহৌসি

92

বাংলাদেশের কত তম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় ?

 প্রথম   

দ্বিতীয়

সপ্তম   

অষ্টম

93

শালবন বিহার কোথায় ?

গাজীপুর        

মধুপুর 

রাজবাড়ী  

কুমিল্লার ময়নামতি পাহাড়ের পার্শ্বে

94

বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে ?

ভৈরব    

চাঁদপুর  

দেওয়ানগঞ্জ   

আজমিরীগঞ্জ

95

বঙ্গ-ভঙ্গ রদ হয় কোন সালে ?

 ১৯০৫ সালে    

১৯১৬ সালে

১৯১১ সালে    

১৯২৩ সালে

96

ক্যাপ্টেন ডা. সেতারা বেগম কোন মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন ?

ঢাকা মেডিকেল কলেজ  

ময়মনসিংহ মেডিকেল কলেজ

কলকাতা মেডিকেল কলেজ   

সলিমুল্লাহ মেডিকেল কলেজ

97

মুক্তিযুদ্ধের সময় “কাদেরিয়া বাহিনি” বাংলাদেশের কোন জেলায় সক্রিয় ছিল ?

ময়মনসিংহ    

ফরিদপুর

গোপালগঞ্জ  

টাঙ্গাইল

98

আত্মসমর্পনের দিন পাকিস্তানি সেনা বাহিনী কত হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পন করে ?

৯০ হাজার   

৯৩ হাজার  

৯৫ হাজার    

৯৮ হাজার

99

শিখা অনির্বান কোথায় অবস্থিত?

ঢাকা সেনানিবাস   

রাজারবাগ পুলিশ লাইন

পিলখানা   

সোহরাওয়ার্দী উদ্যান

100

বাংলাদেশের ‘সাইবার সিটি’ বলা হয়-

সিলেট   

ঢাকা 

রাজশাহী   

খুলনা

Comments