Medical Admission Preparation Guide |Chemistry 2nd Paper Final

 1

নিচের কোনটি ডেটলের সংযুক্তিতে থাকে না ?

মিথাইল অ্যাসিটেট

ক্লোরোজাইলিনল

আইসোপ্রোপাইল অ্যালকোহল 

টারপিনিওল

2

ঘরের মেঝের কার্পেটিং ও বোতল তৈরীতে নিচের কোন পলিমারটি ব্যবহৃত হয় ?

পলিস্ট্যারিন

ভিনাইল অ্যাসিটেট 

পলিইথিলিন

পলিপ্রোপিলিন

3

একটি সোডিয়াম পরমাণুর ভর কত ?

3.821×10-23g

1.099×10-24

6.022×10-23g

1.431×10-23g

4

সবল এসিড ও সবল ক্ষারের টাইট্রেশনের প্রশমন বিন্দুর PH কত ?

7.00

8.00

6.80

4.50

5

নিচের কোনটি গ্যাসীয় জারক পদার্থ ?

হাইড্রোজেন পার অক্সাইড

নাইট্রিক এসিড

নাইট্রোজেন ডাই অক্সাইড    

পটাশিয়াম ডাইক্রোমেট

6

নিচের কোন ক্ষেত্রে পলিহাইড্রিক অ্যালকোহল ব্যবহার করা হয় ?

সানস্ক্রিন লোশন তৈরীতে

জীবাণুনাশক ওষুধ তৈরীতে

চোখের ড্রপ তৈরীতে

ফেনল শনাক্তকরণে

7

রেকটিফাইড স্পিরিটের স্ফুটনাঙ্ক কত ?

650C

78.10C

78.30C

1210C

8

নিচের কোনটিকে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয় ?

মরফিন

প্যারাবেন

টেট্রাসাইক্লিন

গ্যামাক্সিন

9

নিচের কোনটি থেকে অ্যারোমেটিক অ্যামিন পাওয়া সম্ভব নয় ?

নাইট্রোবেনজিন এর বিজারন দ্বারা

বেনজ্যামাইড থেকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া

ফেনল ও জাইলিনের বিক্রিয়া দ্বারা

ক্লোরোবেনজিন ও NH3 এর বিক্রিয়া দ্বারা

10

2CH3-CH2-CH(OH)-CH3CH3CH=CHCH3 বিক্রিয়াটি কোন সূত্র দ্বারা নিয়ন্ত্রিত ?

হাকেল নিয়ম 

কোব সংশ্লেষন বিক্রিয়া

মারকনিকভের নিয়ম

সাইজেফ নিয়ম

11

বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরের নাম কি ?

ট্রপোস্ফিয়ার

থার্মোস্ফিয়ার

স্ট্র্যাটোস্ফিয়ার

মেসোস্ফিয়ার

12

STP-তে গ্যাসের মোলার আয়তন কত ?

22.414 Lmol-1 

24.789 Lmol-1 

24.014 Lmol-1 

22.617 Lmol-1

13

স্থির চাপে নির্দিষ্ট ভরের N2 গ্যাস 270C তাপমাত্রায় 906 mL আয়তন দখল করে। তাপমাত্রা কত হলে ঐ গ্যাসের আয়তন 500 mL হবে ?

165.650C

-107.440

16.5650C

-235.360C

14

“স্থির আয়তনে নির্দিষ্ট পরিমান যে কোন গ্যাসের প্রযুক্ত চাপ গ্যাসের কেলভিন তাপমাত্রার সমানুপাতিক”। সূত্রটি কি নামে পরিচিত ?

বয়েলের সূত্র

গে-লুসাকের চাপের সূত্র

চার্লসের সূত্র

অ্যাভোগাড্রোর সূত্র

15

ক্যালরি এককে সর্বজনীন গ্যাস ধ্রুবক R এর মান কত ?

0.082 Latm mol-1k-1

1.987 Cal mol-1k-1 

8.314 J mol-1k-1

8.314 Cal mol-1k-1

16

নিচের কোন তথ্যটি ব্যাপনের জন্য সঠিক নয় ?

উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে অণুর সঞ্চালন ঘটে

পদার্থের অণুগুলোর স্বতঃস্ফূর্ত চলাচলের কারনে ব্যাপন ঘটে

ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত দ্রুত প্রকৃয়া

ফুলের সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়া ব্যাপনে উৎকৃষ্ট উদাহরণ

17

গ্যাসের আনবিক গতিতত্ত্বে কোন বিজ্ঞানীর অবদান অনস্বীকার্য ?

বোলজম্যান

রাদারফোর্ড

নীলস বোর

রবার্ট বয়েল

18

কোনটি গ্যাসের RMS বেগ নির্ণয়ের সঠিক সমীকরণ ?

C=3RT2M

C=3RT2

C=RTM

C=3RTM

19

STP-তে হাইড্রোজেনের ঘনীভবন তাপমাত্রা কত ?

-268.90

-246.10C

-252.80

-185.90C

20

বাস্তব গ্যাস সমূহ কোন সূত্র মেনে চলে ?

বয়েলের সূত্র 

রেনোর চাপীয় সূত্র

অ্যাভোগাড্রোর সূত্র

ভ্যানডার ওয়ালস সূত্র

21

স্থির তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরন থেকে বিচ্যুত হবার কারন আবিষ্কার করেন কে ?

অ্যাভোগাড্রো

অ্যামাগা

বোলজ্ম্যান

রাদারফোর্ড

22

নিচের  কোনটি শিল্পক্ষেত্রের প্রাইমারি বায়ুদূষক নয় ?

কার্বন মনো অক্সাইড  

সালফার ট্রাই অক্সাইড

কার্বন ডাই অক্সাইড

হাইড্রোকার্বন

23

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

হেবার পদ্ধতিতে সালফিউরিক এসিড উৎপন্ন হয়

 অসওয়াল্ড পদ্ধতিতে প্রভাবক হিসাবে প্লাটিনাম চূর্ণ ব্যবহৃত হয়

বজ্রপাতের সময়ে সৃষ্ট 30000C তাপমাত্রায় নাইট্রিক অক্সাইড গঠিত হয়

বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব 78%

24

গ্রিন হাউজ গ্যাসে মিথেনের শতকরা পরিমান কত ?

49%

16%

18%

14%

25

গ্রিজ, গ্লু ও বিভিন্ন ইলেক্ট্রিক সার্কিটের সোলডার ধুয়ে নেয়ার কাজে ব্যবহৃত হয় কোনটি ?

CFC-113 

CFC-11

CFC-114

CFC-12

26

বিষাক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস নিঃসরনের উৎস নয় কোনটি ?

তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 

HNO3 এসিড উৎপাদন প্লান্ট

অটোমোবাইল ইঞ্জিন  

বিভিন্ন সালফাইড আকরিক

27

নিচের কোন তথ্যটি আনবিক অরবিটাল গঠনের শর্ত নয় ?

উভয় পরমাণুর অরবিটাল অবশ্যই পূর্ণ হতে হবে

উভয় অরবিটালের শক্তি একই হতে হবে

সঠিক অক্ষ বরাবর অধিক্রমন ঘটতে হবে

উভয় অরবিটালের ইলেক্ট্রনের ঘূর্ণন বিপরীতমুখী হবে

28

ইথিন অণুর আকৃতি কেমন ?

সরলরৈখিক

চতুস্থলকীয় 

সমতলীয় ট্রাইগোনাল

ত্রিভুজাকার

29

C4H10O অণুতে কোন ধরনের সমানুতা ঘটে ?

অবস্থান সমানুতা

মেটামারিজম

কার্যকরী মূলক সমানুতা

টটোমারিজম

30

50% বেনজলের উপাদান নয় কোনটি ?

বেনজিন

জাইলিন

টলুইন    

ফেনল

31

নিচের কোনটি আক্রমনকারী বিকারকের শ্রেণী বিভাগের ক্ষেত্রে সঠিক নয় ?

ফ্রি-রেডিকেল

যুক্ত মূলক

ইলেকট্রোফাইল

নিউক্লিওফাইল

32

রিউমেটিক ফিভার বা বাতজ্বর এবং প্রস্রাবের থলি সংক্রান্ত প্রদাহ রোগে কোনটি ওষুধরূপে ব্যবহৃত হয় ?

ফরমালিন

পিরিডিন

হেক্সামিন

ডেটল

33

নিচের কোনটি SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সঠিক নয় ?

10 হ্যালাইডে এই ধরনের বিক্রিয়া বেশি ঘটে 

বিক্রিয়াটি দুই ধাপে ঘটে

অধিক স্থায়ী 30- কার্বোনিয়াম আয়ন সৃষ্টি হয়

কেবল অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে

34

অ্যালকিনের সাধারন সংকেত কোনটি ?

CnH2n+1

CnH2n 

CnH2n-1

Cn+1H2n

35

1000C  তাপমাত্রায় বেনজিন ডায়াজোনিয়াম লবনকে N2 গ্যাসে রূপান্তর প্রকৃয়াকে কি বলে ?

স্যান্ডমেয়ার বিক্রিয়া 

অ্যালডল ঘনীভবন বিক্রিয়া

কোব বিক্রিয়া

ক্যানিজারো বিক্রিয়া

36

বার্নিশের কাজে উত্তম দ্রাবকরূপে ব্যবহৃত হয় কোনটি ?

প্রুফ স্পিরিট 

পাওয়ার অ্যালকোহল 

উড স্পিরিট

মিথিলেটেড স্পিরিট

37

অ্যামিন শনাক্তকরণ বিক্রিয়া কোনটি ?

কার্বিল অ্যামিন পরীক্ষা

ডাউ পরীক্ষা  

ক্লিমেনসন বিজারণ পরীক্ষা

হফম্যান ক্ষুদ্রাংশকরণ পরীক্ষা

38

নিচের কোন অ্যামিনটি রঞ্জক ও সালফা ড্রাগ তৈরীতে ব্যবহৃত হয় ?

মিথাইল অ্যামিন

ফিনাইল অ্যামিন

ইথাইল অ্যামিন

ডাই মিথাইল অ্যামিন

39

নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি এসিড নয় ?

অক্সালিক এসিড

লিনোলিক এসিড

অলিয়িক এসিড

পামিটিক এসিড

40

নিচের কোনটি ফেনলের শনাক্তকারী পরীক্ষা নয় ?

লিটমাস পেপার পরীক্ষা

ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা

কিউমিন ফেনল পরীক্ষা

লিবারম্যান পরীক্ষা

41

নিচের কোনটি TNT এর ব্যবহার নয় ?

শক্তিশালী বিষ্ফোরকরূপে ব্যবহৃত হয়

Hand grende তৈরীতে ব্যবহৃত হয়

Bomb Shell তৈরীতে ব্যবহৃত হয়

পচন নাশকরূপে ব্যবহৃত হয়

42

নিচের কোনটি তরল জৈব যৌগ নয় ?

ন্যাফথ্যালিন 

বেনজিন

অ্যাসিটোন

বিউটানোন

43

মেডিকেল টিউবিং এ কোনটি ব্যবহৃত হয় ?

পলি বিউটাডাই ইন

পলি আইসোপ্রিন

পলি ক্লোরোপ্রিন

টেফলন

44

একটি ইলেক্ট্রনের ভর কত ? 

9.109×10-28 g

9.101×10-29 g

6.022×10-23 g

5.672×10-30 g

45

এক লিটার কোন দ্রবণে কত গ্রাম Na2CO3­ দ্রবীভূত থাকলে তাকে 0.1M Na2CO3 দ্রবন বলা হবে ? 

106 g

10.6 g

1.06 g

53.0 g

46

নিচের কোনটি সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থ নয় ?

সালফিউরিক এসিড

পটাশিয়াম পারম্যাঙ্গানেট

সোডিয়াম হাইড্রোক্সাইড

পটাশিয়াম ডাইক্রোমেট

47

নিচের কোনটি তরল জারক পদার্থ ?

আয়োডিন 

সালফার ডাইঅক্সাইড

নাইট্রিক এসিড

পটাশিয়াম ডাইক্রোমেট

48

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

মৌলিক অবস্থায় পরমাণুর জারণ অবস্থা শূন্য 

সকল পার অক্সাইডে অক্সিজেন এর জারণ মান +1

সব সাধারন অক্সাইডে অক্সিজেন এর জারণ মান -2

সকল ধাতব হাইড্রাইডে হাইড্রোজেন এর জারণ মান -1

49

কোনটি ক্লোরিন এর সঠিক ইলেক্ট্রন বিন্যাস ? 

1s22s22p63s23p6

1s22s22p63s23p7

1s22s22p63s23p4

1s22s22p63s23p5

50

H2SO5 অণুতে সালফারের জারণ সংখ্যা কত ? 

+10

+3

+6

+5

51

রিডক্স বিক্রিয়ায় মূলত কোনটির স্থানান্তর ঘটে ?

প্রোটন

নিউট্রন

ইলেক্ট্রন

মেসন

52

অম্লীয় মাধ্যমে H2C2O4 এর বিক্রিয়া পরবর্তী অবস্থা কোনটি ? 

2CO32-

O3-

2CO2

C2O42-

53

মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যমে কোন বর্ণ প্রদর্শন করে ?

লাল

নীল

বর্ণহীন

কমলা

54

ফেনল রেড এর বর্ণ পরিবর্তনের PH পরিসর কত ? 

8.2-9.8

6.8-8.4

7.2-8.8

6.0-8.0

55

ট্রাইট্রেশনে ব্যবহৃত অজানা ঘনমাত্রার দ্রবণটিকে কি বলা হয় ?

টাইট্র্যান্ট

লিগ্যান্ড

টাইটার

টাইট্যান্ড

56

নিচের কোন মূলকটি ক্রোমোফোর নয় ?

নাইট্রোমূলক

অ্যাজোমূলক

এস্টারমূলক

নাইট্রোসোমূলক

57

নিচের কোনটি UV-vis স্পেকট্রোস্ফোপের ব্যবহার নয় ?

প্রধানত নমুনা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়

জৈব যৌগে কার্যকরী মুলক নির্ণয়

অ্যারোমেটিক যৌগের চক্রে উপস্থিত দ্বিবন্ধন সংখ্যা নির্ণয়

আনবিক অরবিটালের গঠন নির্ণয়

58

গ্যাস ক্রোমাটোগ্রাফিতে সচল মাধ্যম রূপে কোনটি ব্যবহার করা হয় ?

তরল অক্সিজেন

ক্রিয়াহীন নাইট্রোজেন

ব্রোমিন দ্রবনণ

নিষ্ক্রিয় আর্গন

59

নিচের কোনটি তড়িৎ সুপরিবাহী পদার্থ নয় ?

জার্মেনিয়াম

তামা

সোডিয়াম

আয়রন

60

কোনটি তরল ধাতু ?

গ্রাফাইট

পটাশিয়াম

ক্যালসিয়াম

পারদ

61

তাপমাত্রা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা-

বৃদ্ধি পায়

হ্রাস পায়

অপরিবর্তিত থাকে

শূন্য হয়

62

নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয় ? 

NaOH

KOH

Li2O

KMnO4

63

নিচের কোনটি ফ্যারাডের প্রথম সূত্রের গাণিতিক রূপ ? 

W = Zit

W =itZ

W=Zit

W=1Zit

64

রাসায়নিক তুল্যাঙ্কের একক নিচের কোনটি ? 

gmolc-1 

gc-1

gc-1k-1

molL-1s-1

65

নিচের কোন নিয়ামকটির ফ্যারাডে সূত্রের উপর প্রভাব রয়েছে ?

দ্রবণের ঘনমাত্রা

চাপ

দ্রব্যের পরিমান

তাপমাত্রা

66

ক্যাথোডে এক মোল সিলভার উৎপাদনের জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন ?

1F

2F

2.5 F

0.1F

67

কোন আয়নটি ক্যাথোডে আগে চার্জমুক্ত হবে ? 

Sn2+

Pb2+

Zn2+

Mg2+

68

সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্যাথোডরূপে পারদ ব্যবহৃত হলে ক্যাথোডে কোনটি আগে চার্জমুক্ত হবে ?

H2 গ্যাস

সোডিয়াম

Cl2 গ্যাস

মার্কারি

69

নিচের কোন ধাতুটি ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে অন্য ধাতুর উপর প্রলেপ দেওয়ার কাজে ব্যবহৃত হয় ?

নিকেল

কোবাল্ট

আয়রন

পটাশিয়াম

70

সবচেয়ে শক্তিশালী বিজারকটি নির্দেশ করে ? 

Fe

Al

Li

Zn

71

হাইড্রোজেন তড়িৎদ্বারকে প্রকাশ করা যায়- 

Pt.(s)/H2(g) (1M)

Pt(s).H2(g)/H+(aq) (1M)

Ni(s)/H+(g) (1M)

Cu(s).H2(g)/Ni2+(aq)

72

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

শুষ্ক কোষ : 1.50 V 

লেড এসিড কার ব্যাটারি : 1.23 V

ক্যালকুলেটর ব্যাটারি : 1.30 V  

ক্যালকুলেটর সিলভার বাটন ব্যাটারি : 1.60 V

73

নিচের কোনটি প্রাথমিক কোষ ?

লেড স্টোরেজ ব্যাটারি

ডেনিয়েল কোষ

নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ 

সবগুলো

74

নিচের কোনটি লেড স্টোরেজ ব্যাটারির অসুবিধা নয় ?

রিচার্জকালে দাহ্য H2 গ্যাস নির্গমন 

ওজনে ভারী

ইলেক্ট্রোলাইট লেভেল সমস্যা

পরিবেশের ক্ষতি করে না

75

হাইড্রোজেন-অক্সিজেন ফুয়েল সেলে বিজারক হিসাবে কোনটি ব্যবহার করা হয় ?

হাইড্রোজেন

প্লাটিনাম

অক্সিজেন

কার্বন

76

CuSO4 ­যৌগের তুল্যভর কত ? 

159.5 

79.75

259.5

69.75

77

লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারির কোষ বিভব কত ? 

1.60 V

3.70 V

1.23 V

1.50 V

78

অ্যালকালি ফুয়েল সেলে ব্যবহৃত বিজারক কোনটি ?

মিথানল 

H2 গ্যাস 

অক্সিজেন

তরল অক্সিজেন

79

বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে ইথেনের শতকরা সংযুক্তি কত ? 

93.68 - 98%

0.05 - 0.94%

1.21 - 3.95%

0.02 - .099%

80

সাধারণ কাঁচের রাসায়নিক সংযুক্তি কোনটি ? 

Na2O.CaO.3SiO2

Na2O.2CaO.3SiO2

Na2O.CaO.6SiO2

2Na2O.CaO.6SiO2

81

সিরামিক উৎপাদনে নিচের কোনটি ব্যবহৃত হয় না ?

পটাশ ফেলস্পার 

কপার ফেলস্পার

সোডা ফেলস্পার 

লাইম ফেলস্পার

82

উদ্ভিদের ক্ষেত্রে লিগনিনের পরিমান কত ? 

20 - 30%

40 - 45%

45 - 80%

60 - 70%

83

বাতাসে সর্বোচ্চ অনুমোদিত অ্যামোনিয়ার ঘনমাত্রা কত ? 

20 mg/m3

10 mg/m3

5 mg/m3

2 mg/m3

84

ন্যানো পার্টিকেলের আকার কত ? 

1 nm - 100 nm

1 nm - 1000 nm

100 nm - 1000 nm

100 nm - 10000 nm

85

সাধারণ অবস্থায় স্বর্ণের গলনাঙ্ক কত ? 

5700 C

10640 C

7780 C

6860 C

86

গাড়ির জ্বালানিরূপে কত ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় ? 

55%

18%

10%

5%

87

সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি ?

পিট কয়লা  

অ্যানথ্রাসাইট কয়লা

লিগনাইট কয়লা 

বিটুমিনাস কয়লা

88

নিচের কোনটি কোল গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে সঠিক নয় ?

বিভিন্ন শিল্পে তাপ উৎপাদনে

বিভিন্ন শহরে আলো উৎপাদকরূপে

ওয়াটার গ্যাস ও সংশ্লেষ গ্যাস উৎপাদনে 

ধাতু নিষ্কাশনে বিজারক পরিবেশ সৃষ্টিতে

89

LP গ্যাসের মূল উপাদান কোনটি ?

মিথেন

বিউটেন 

ইথেন  

হেক্সেন

90

যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কোন সার উৎপাদন করে ?

ইউরিয়া

টিএসপি

ট্রিপল সুপার ফসফেট

সুপার ফসফেট

91

ইউরিয়া উৎপাদনের অত্যানুকুল চাপ কত ? 

150-100 atm

180-190 atm

120-130 atm

300-350 atm

92

কোনটি কাঁচ সামগ্রী উৎপাদনের ধাপ নয় ?

চুল্লিতে মূল উপাদানের গলন

কাঁচ সামগ্রীর এলিমিনেটিং

প্রস্তুত সামগ্রীর অ্যানিলিং  

কাঁচ সামগ্রীর ফিনিশিং

93

অপটিক্যাল যন্ত্রপাতি তৈরীতে কোন কাঁচ ব্যবহার করা হয় ?

সাধারন কাঁচ

অর্ধস্বচ্ছ সাদা কাঁচ

সোডা কাঁচ

লেড কাঁচ

94

নিচের কোনটি আধুনিক উন্নত সিরামিক বস্তু নয় ?

জৈব অক্সাইড  

সিলিকন নাইট্রাইড

বোরন কার্বাইড

সিলিকন কার্বাইড

95

ব্লাক লিকারে কোন উপাদানটি থাকে ? 

Na2

Na2SO4

NH4NO3

Mg(OH)2

96

পোর্টল্যান্ড সিমেন্টে কত ভাগ চুন থাকে ? 

3-8%

10-15%

60-70%

20-24%

97

পোর্টল্যান্ড সিমেন্টের গুঁড়ায় কতটি মূল উপাদান থাকে ?

একটি 

দুইটি

তিনটি

চারটি

98

নিচের কোনটি চামড়ায় লোম পরিষ্কার করার শার্পেনিং এজেন্ট ? 

Na2O

Na2S

NH4NO3

Mg(OH)2

99

নিচের কোনটি শত ভাগ রিসাইক্লিংযোগ্য পদার্থ ?

সোডিয়াম 

কপার

লেড

জার্মেনিয়াম

100

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

1nm-100nm এর দ্বিমাত্রিক ক্ষুদ্রকণার নাম ন্যানো টিউব

মানুষের একটি চুলের ব্যাস 50000 nm

UV রশ্মিতে ন্যানো কণা দৃশ্যমান নয় 

কার্বন হতে সৃষ্ট ন্যানো কণার মধ্যে ফুলারিন অন্যতম

Comments