Medical Admission Preparation Guide | Botany Paper Final

 1

মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষ প্রাচীর এর মধ্যপর্দা তৈরি হয় ?

মেটাফেজ

এনাফেজ

টেলোফেজ

প্রোফেজ

2

প্লাজমা মেমব্রেনের বিশেষ অবস্থা নয় নিম্নের কোনটি ?

মাইক্রোভিলাই

ভিলাই

ডেসমোজোম

পিনোসাইটিক ভেসিকল

3

E. coli এর শুষ্ক ওজনের কতভাগ রাইবোজোম ? 

১৫

২২

৩০

২৫

4

লাইসোসোমে বিদ্যমান এনজাইম কোনটি ?

অ্যাসিড ফসফাটেজ

DNA ase

DNA ligase

RNA ligase

5

চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডের নাম-

অ্যামাইলোপ্লাস্ট 

অ্যালিউরোপ্লাস্ট

ইলায়োপ্লাস্ট

ক্লোরোপ্লাস্ট

6

গমের বৈজ্ঞানিক নাম কি ? 

Zea mays

Saccharum officinarium

Triticum aestivum

Hordeum vulgure

7

DNA ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণনে কত জোড়া নিউক্লিওটাইড থাকে ?

5

10

15

20

8

রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোমের প্রধান এনজাইম নিম্নের কোনটি ?

হেলিকেজ  

প্রাইমেজ 

DNA পলিমারেজ 

সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন

9

কোষ চক্রের মোট সময়ের কত ভাগ সময় ইন্টারফেজের জন্য ব্যয় হয় ?

5-10

90-95

30-40

30-50

10

মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায় ?

মেটাফেজ

প্রো-মেটাফেজ

টেলোফেজ  

অ্যানাফেজ

11

মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলে ?

মেটাকাইনেসিস 

ক্যারিওকাইনেসিস

ডায়াকাইনেসিস

সাইটোকাইনেসিস

12

জেনেটিকেলি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলে ?

মাইটোসিস

নেক্রোসিস

মিয়োসিস

অ্যাপোপ্টোসিস

13

একটি মাত্র কায়াজমা থাকলে পাশাপাশি লুপ কত কোণ করে অবস্থান করতে পারে ? 

45°

90°

150°

180°

14

মিয়োসিস কোষ বিভাজনে প্রথম ও দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী সময়কে কি বলে ?

ইন্টারকাইনেসিস

ক্যারিফাইনেসিস

সাইটোকাইনেসিস 

ইন্টারফেজ

15

গ্লুকোজ কি ধরণের যৌগ ?

হেক্সোজ মনোস্যাকারাইড

ট্রায়োজ পলি স্যাকারাইড 

হেপ্টোজ মনোস্যাকারাইড

নন-রিডিউসিং সুগার

16

গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কত ?

চার

ছয়

সাত

পাঁচ

17

শ্বসনের প্রাথমিক পদার্থ হল-

গ্লুকোজ

গ্লাইকোজেন 

স্টার্চ  

সেলুলোজ

18

উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো-

মালটোজ

ম্যানোজ

ল্যাকটোজ

সুক্রোজ

19

আর্দ্র বিশ্লেষণের বেলায় কোনটি সঠিক নয় ?

মল্টোজ  গ্লুকোজ + গ্লুকোজ 

সুক্রোজ  গ্লুকোজ + ফ্রুক্টোজ

ল্যাকটোজ  গ্লুকোজ + গ্যালাকটোজ

স্টার্চ  (ল্যাকটোজ) n

20

সুক্রোজের গলনাংক কত ডিগ্রি সেলসিয়াস ? 

১০০

৮৮

১৮৮

২০০

21

বিরল অ্যামিনো এসিড হলো-

গ্লাইসিন   

হাইড্রোক্সিপ্রোপিন

লাইসিন

হাইড্রোক্সিলাইসিন

22

রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন প্রকারের ভিটামিন ?

ভিটামিন এ 

ভিটামিন ডি

ভিটামিন ই 

ভিটামিন কে

23

কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে কি বলে ?

 প্রো-এনজাইম 

অ্যাপোএনজাইম

কো-এনজাইম 

জাইমেজ

24

নিম্নের কত ডিগ্রি তাপমাত্রার (°C) উপরে এনজাইম নিষ্ক্রিয় হয়ে পড়ে ? 

30

40

50

20

25

এনজাইম পেপসিনের অপটিমাম pH কত ? 

2.0

4.5

5.0

7.0

26

ভাইরাসের জন্য নিম্নের কোনটি সঠিক ?

পোষকের বাইরে নিষ্ক্রিয়

প্রকরণ সৃষ্টি করে না

আবাসস্থল মৃত কোষ 

বিপাকীয় ক্রিয়া সংঘটিত হয়

27

নিচের কোনটি DNA ভাইরাস ?

চিকনগুণিয়া

হেপাটাইটিস বি

ডেঙ্গু 

টোবাকো মোজাইক

28

সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি ?

CMV

HIV

রুবেলা

H1N1

29

কোনটি স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত ?

ক্রোমাটোফোর

ভলিউটিন

ফ্লাজেলা

ক্যাপসুল

30

সিফিলিস রোগের জন্য দায়ী নিচের কোনটি ? 

Neisseria gonorrhoae

Trichomonas vaginalis

Treponema pallidum

Treponema vaginalis

31

প্লাজমোডিয়াম জীবন চক্রের বিষাক্ত অবস্থা (Infective stage) কোনটি ?

সাইজন্ট

স্পোরোজোয়াইট

উওকিনেট

মেরোজোয়াইট

32

মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর প্রাথমিক অবস্থা কোনটি ?

স্পোরোজোয়াইট 

ট্রোফোজোয়াইট

মেরোজোয়াইট

সাইজন্ট

33

ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্রের কোন পর্যায়ে সাফনার্স দানা দেখা যায় ?

সিগনেট রিং 

স্পোরোজয়েট

অ্যামিবয়েড ট্রফোজয়েট

সাইজন্ট

34

লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া জীবাণুর অযৌণ চক্রের সর্বশেষ ধাপ-

স্পোরোজোয়াইট 

মেরোজোয়াইট

গ্যামেটোসাইট

সিগনেট রিং

35

সম্পূর্ণ ভাসমান শৈবালকে কি বলা হয় ?

ডায়াটম 

ফাইটোপ্লাঙ্কটন

বেনথিক

লিথোফাইট

36

কোনটি শৈবালের বৈশিষ্ট্য নয় ?

এদের সালোকসংশ্লেষণ বর্ণ কণিকা আছে

এরা স্বভোজী

এদের জননাঙ্গ বহুকোষী 

এদের কোন পরিবহনতন্ত্র নাই

37

শৈবালের কোষপ্রাচীর এর মুখ্য উপাদান-

 হেমিসেলুলোজ

সেলুলোজ

কাইটিন

প্রোটিন

38

লোহিত শৈবালের সঞ্চিত খাদ্য নিচের কোনটি ? 

Manitol

ফ্লোরিডিয়ান স্টার্চ

Laminarin

স্টার্চ

39

নিচের কোনটিতে হরমোগোনিয়া থাকে ? 

Sargassum

Ocillatoria

Volvox

Zygnema

40

জুস্পোরে ফ্ল্যাজেলা কতটি থাকে ? 

41

মাছের ফুলকাতে রোগ সৃষ্টি করতে পারে- 

Anabaena

Nostoc

Microcystis

Oedogonium

42

মাইসেলিয়াম শক্ত রশির মত গঠন সৃষ্টি করলে তাকে বলে-

মাইকোরাইজা  

সিনোসাইট 

হস্টোরিয়াম

রাইজোমর্ফ

43

প্লাস্টিড/ বর্ণাধার নেই কোন উদ্ভিদে ?

স্পাইরোগাইরা

মস্

শৈবাল 

ছত্রাক

44

E. coli ব্যাকটেরিয়া নিচের কোন ভিটামিনটি তৈরি করে না ?

ভিটামিন B12

ভিটামিন B2  

ভিটামিন E

ভিটামিন K

45

লাইকেন এর থ্যালাসের সমগ্র ভরের কত % শৈবাল বহন করে ? 

২-১০

৫-১০

৮-১০

২০-৩০

46

নিচের কোন উদ্ভিদ সানফার্ণ নামে পরিচিত ? 

Pteris

Riccia

Agaricus

Spirogyra

47

কোনটি ফার্ণ এর বৈশিষ্ট্য নয় ?

কান্ড রাইজোম জাতীয়

পরিবহন তন্ত্র নেই

ইহারা স্পোরোফাইটিক উদ্ভিদ 

দেহ সরল, কান্ড ও পাতায় বিভক্ত

48

Pteris এর প্রতিটি পত্রখন্ডকে কি বলে ?

র‌্যাকিস

ফ্রন্ড

রাইজোম 

পিনা

49

ফার্ণের কুন্ডলিত কচি পাতাকে কি বলা হয় ?

ফ্রন্ড  

সারসিনেট ভার্নেশন

ক্রোজিয়ার

র‌্যামেন্টাল

50

স্পোরাঞ্জিয়া পত্রফলকের সাথে একত্রিত হয়ে কি গঠন করে ?

অমরা 

সোরাস

ফলস ইন্ডুসিয়াম

পিনা

51

কোনটি সাইকাস (Cycas) উদ্ভিদের বৈশিষ্ট্য ?

কান্ড শাখা-প্রশাখা যুক্ত

গ্যামেটোফাইট বিদ্যমান

সমরেণু প্রসু  

পক্ষল যৌগিকপত্র বিশিষ্ট

52

সমুদ্রের প্রবালের মত (কোরালের মত) মূল থাকে কোন উদ্ভিদে ? 

Cycas

Ginko biloba

Ephedra

Gnetum

53

প্রকৃত ফল (True fruit) নয় কোনটি ?

লিচু  

আম 

কাল জাম 

আপেল

54

মালভেসী গোত্রের অমরা বিন্যাস-

গাত্রীয় 

প্রান্তীয়  

অক্ষীয় 

বহুপ্রান্তীয়

55

মালভেসী গোত্রের উদাহরণ ?

মটর 

জবা 

তামাক 

সরিষা

56

কোন উদ্ভিদের পাতায় তিন সারি কোষের ত্বক থাকে ?

ঘাস

করবী

শিমুল 

সরিষা

57

কোন উদ্ভিদের পাতার ত্বকে বুলিফর্ম কোষ থাকে ?

আখ 

সাইকাস

করবী

সরিষা

58

নিচের কোনটি পত্ররন্ধ্রের প্রকারভেদ নয় ? 

Diacytic

Paracytic

Triocytic

Tetracytic

59

পত্ররন্ধ্রের কাজ নয় কোনটি ?

সালোকসংশ্লেষণের সময় কার্বন-ডাই-অক্সাইড প্রবেশ, অক্সিজেন নির্গত করা

শ্বসনের সময় অক্সিজেন প্রবেশ ও কার্বন-ডাই-অক্সাইড নির্গতকরণ

পত্ররন্ধ্র পানি সঞ্চয়ে সহায়তা করে  

রক্ষী কোষ খাদ্য প্রস্তুত করে ও পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে

60

উদ্ভিদের পানি-পত্ররন্ধ্র দিয়ে তরল পানি বের হয়ে যাওয়ার  প্রক্রিয়ার নাম কি ?

প্রস্বেদন 

গাটেশন

ফটোফসফোরাইলেশন

বাষ্পায়ন

61

দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডের টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের অংশ নয় কোনটি ?

অধঃত্বক 

কর্টেক্স

অন্তঃত্বক  

পেরিসাইকল

62

জাইলেম এবং ফ্লোয়েমকে একত্রে কি বলা হয় ?

পরিবহন টিস্যুতন্ত্র 

ভাস্কুলার বান্ডল

ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র 

সবগুলো

63

নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েমে কোনটি থাকে না ?

সঙ্গী কোষ 

সিভনল

প্যারেনকাইমা

জাইলেম ফাইবার

64

জাইলেম টিস্যুতে ভেসেল থাকে ?

ফার্ণবর্গীয় উদ্ভিদ

নগ্নবীজী উদ্ভিদ

আবৃতবীজী উদ্ভিদ  

winteraceae গোত্র

65

কোনটি ফ্লোয়েম কলার উদাহরণ নয় ?

 সীভনল

ফ্লোয়েম প্যারেনকাইমা

ট্রাকিড 

ফ্লোয়েম ফাইবার

66

একবীজপত্রী উদ্ভিদের মূলের জন্য কোন তথ্যটি সঠিক নয় ?

ক্যাম্বিয়াম কখনও সৃষ্টি হয় না 

ভাস্কুলার বান্ডলের সংখ্যা সাধারণত ৬ এর অধিক

মজ্জা সর্বদা উপস্থিত ও বড়  

ভেসেল গহবর সাধারণত বহু কোণ বিশিষ্ট

67

নিম্নের কোন ধনাত্মক আয়ন সবচেয়ে দ্রুতগতিতে উদ্ভিদ শোষণ করে ?

Mg++

Na+

K+

Ca++

68

উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রো মৌল কোনটি ?

ক্যালসিয়াম

কার্বন

সালফার

কপার

69

উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত পানি দেহাভ্যন্তর থেকে বাষ্পাকারে বাইরে নির্গত হয় তাকে বলে-

অভিস্রবণ

ইমবাইবিশন

প্রস্বেদন 

নিস্রাবণ

70

পত্ররন্ধ্রের খোলা ও বন্ধের ওপর প্রভাব বিস্তার করে কোনটি ?

রুট প্রেসার

অসমোটিক প্রেসার

টারজেন্ট প্রেসার

সাকসন প্রেসার

71

একই তাপমাত্রা ও বায়ুমন্ডলীয় চাপে কোন পদার্থের অধিকতর ঘন স্থান হতে অধিকতর কম স্থানের দিকে বিস্তার লাভ করার প্রক্রিয়াকে বলে-

অভিস্রবণ

ব্যাপন

ইমবাইবেশন  

প্লাজমোলাইসিস

72

সালোকসংশ্লেষণের জন্য কি কি প্রয়োজন ?

আলোক, ক্লোরোফিল, O2 ও CO2

ক্লোরোফিল, H2O, CO2 ও O2

H2O, ক্লোরোফিল  

CO2, H2O, ক্লোরোফিল ও সূর্যালোক

73

জ্যান্থোফিলের বর্ণ কি ?

লাল

হলুদ 

সবুজ 

কমলা

74

সেন্ট্রিওলের চারপাশের গাঢ় তরল পদার্থকে কি বলে ?

সেন্ট্রোস্ফিয়ার

সেন্ট্রোমিয়ার

সেন্ট্রোসোম

স্ফেরোসোম

75

সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন হয় কোনটি ?

পানি ও শর্করা

ATP ও শর্করা 

NADP ও শর্করা 

NADPH2 ও ATP

76

ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে ADP থেকে ATP সৃষ্টি করাকে কি বলে ?

ফটোডিসোসিয়েশন

ফটোফসফোরাইলেশন

রেসপিরেশন

ফটোলাইসিস

77

হ্যাচ-স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটি ?

৩-ফসফোগ্লিসারিক এসিড 

রাইবুলোজ ১,৫-বিসফসফেট

স্থায়ী কিটো এসিড

অক্সালো এসিটিক এসিড

78

নিম্নের কোনটি সবাত ও অবাত দুই প্রকার শ্বসনের সাথেই সম্পর্কিত ?

ইথানল সৃষ্টি 

গ্লাইকোলাইসিস 

ক্রেবস চক্র 

ল্যাকটিক এসিড সৃষ্টি

79

হ্যাচ-স্ল্যাক পর্বে কার্বন-ডাই-অক্সাইড গ্রহিতা কোনটি ?

রুবিস্কো  

অক্সালোঅ্যাসিটেট

রাইবুলোজ

ফসফোইনোল পাইরুভিক এসিড

80

প্রতিটি ক্রেবস চক্রে কতগুলো ATP উৎপন্ন হয় ?

২৪টি 

২৮টি

১২টি

১৬টি

81

অবাত শ্বসনে গ্লুকোজ ভেঙ্গে কি উৎপন্ন হয় ?

ফরমিক এসিড ও CO2

CO2 ও H2

CO2 ও ইথাইল অ্যালকোহল

ইথাইল অ্যালকোহল ও H2O

82

অবাত শ্বসনের ১ অণু গ্লুকোজ ভেঙ্গে কত অণু ATP তৈরি হয় ?

৪টি 

১০টি 

১৮টি

২টি

83

ক্রেবস চক্র সংঘটিত হয়-

মাইটোকন্ড্রিয়ায়

নিউক্লিয়াসে

রাইবোজোমে

গলগি বডিতে

84

ডিম্বাণু সৃষ্টি হয় স্ত্রী স্তবকের-

গর্ভদন্ডে 

গর্ভমুন্ডে

ডিম্বাশয়ে

ডিম্বকে

85

পরাগরেণুর বাইরের পুরু, শক্ত ও কিউটিনযুক্ত ত্বককে কি বলে ?

ইন্টাইন 

এক্সাইন

রেণুরন্ধ্র

 পলিনিয়াম

86

পরাগরেণুর ইন্টাইন স্তর বৃদ্ধি পেয়ে কোন পথে নলাকারে বের হয়ে আসে ?

 ডিম্বক নাড়ী

ডিম্বক রন্ধ্র

জনন রন্ধ্র

গর্ভদন্ড

87

মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রুণথলি গঠিত হয়-

শতকরা ৫০ ভাগ উদ্ভিদে

শতকরা ২৫ ভাগ উদ্ভিদে

শতকরা ৭৫ ভাগ উদ্ভিদে

শতকরা ২০ ভাগ উদ্ভিদে

88

নিম্নের কোনটি স্ত্রী গ্যামেটোফাইটের অংশ নয় ?

প্রতিপাদ কোষ 

সহকারী কোষ

গর্ভযন্ত্র

ডিম্বাণু

89

ডিম্বকনাড়ী, নিষেকের পর কিসে পরিণত হয় ?

টেস্টা 

বীজ 

বীজের বোঁটা

ফল

90

চন্দ্রমল্লিকা বংশবিস্তার করে কিসের সাহায্যে ?

পাতার 

মূলের 

অর্ধবায়বীয় কান্ডের

 ভূ-নিম্নস্থ কান্ডের

91

নিষেকক্রিয়া ছাড়া কর্মক্ষম বীজ উৎপাদন প্রক্রিয়াকে কি বলে ?

অ্যাগ্যামোস্পার্মি 

অ্যাপোগ্যামি

অ্যাপোস্পোরি

অ্যাপোস্পামি

92

সরিষাতে কেন ধরনের ডিম্বক থাকে ?

অধোমুখী

পার্শ্বমুখী

বক্রমুখী

অর্ধমুখী

93

বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?

কার্ল এরেকি 

হ্যাবারল্যান্ড

লিন্ডেনম্যান

এ্যারিস্টটল

94

টিস্যু কালচার পদ্ধতির জনক বলা হয় কাকে ?

Morgan

Haberland

Gautheret

While

95

কালচার মিডিয়ামের সুক্রোজের পরিমাণ কত ভাগ ?

১-২%

২-৩%

১-৪%

২-৪%

96

কোষ প্রতি প্লাজমিডের সংখ্যা কত হতে পারে ?

১-১০

১-১০০

১-১০০০

১-১০০০০

97

আণবিক কাঁচি (molecular scissors) বলা হয় কোনটিকে ?

প্লাজমিড 

DNA-লাইগেজ (VI) 

রেস্ট্রিকশন এনজাইম

ট্রান্সক্রিপটেজ

98

ইনস্যুলিনে অ্যামাইনো এসিডের সংখ্যা কতটি ?

৫০টি 

৫১টি

৫২টি

৫৩টি

99

মরু অঞ্চলের উদ্ভিদ কি নামে পরিচিত ?

জোরোফাইট 

হাইড্রোফাইট

হ্যালোফাইট

মেসোফাইট

100

লোনা মাটির উদ্ভিদ নয় কোনটি ?

 কেওড়া

গোলপাতা 

হারগোজা

আকন্দ

Comments