Medical Admission Preparation Guide | Physics 2nd Paper Final

 1

কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরী করা হয়েছে ? 

তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র 

তাপগতিবিদ্যার প্রথম সূত্র 

তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র 

জুলের তাপীয় সূত্র

2

পাইরোমিটারে বস্তুুর কোন ধর্মকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয় ?

উষ্ণতা ধর্ম   

বিকিরণ ধর্ম   

রোধের উষ্ণতামিতি ধর্ম  

স্থানাঙ্ক ধর্ম

3

সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে বস্তুুর অন্তর্নিহিত শক্তির পরিবর্তন হবে- 

ঋণাত্মক  

ধনাত্মক 

শূন্য হবে 

অপরিবর্তিত থাকবে

4

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

রুদ্ধতাপীয় সংকোচনের সময়ে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়

এ সময় গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়

ধ্রুব আয়তন প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির বৃদ্ধি সরবরাহকৃত তাপশক্তির সমান

তাপগতীয় পরিবর্তন পাঁচ প্রকার

5

সমোষ্ণ প্রক্রিয়ায় চাপের পরিবর্তন সংগঠিত করতে হবে- 

ধীরে ধীরে  

অতি দ্রুত   

দ্রুত 

চাপ স্থির রাখতে হবে

6

রুদ্ধতাপীয় পরিবর্তনে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক কোনটি ?

PV = ধ্রুবক

PVT =ধ্রুবক 

PVγ = ধ্রুবক  

 PVT  = ধ্রুবক

7

নিচের কোনটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ নয় ?

ধীরে ধীরে সংগঠিত রুদ্ধতাপীয় পরিবর্তন 

স্থিতিস্থাপক বলকে একটি স্থিতিস্থাপক ইস্পাতের উপর ফেলা 

বৈদ্যুতিক রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ 

খুব ধীরে ধীরে কোন স্প্রিং এর সম্প্রসারণ

8

বিকিরন পাইরোমিটারের সাহায্যে কত তাপমাত্রার উর্ধ্বের তাপমাত্রা পরিমাপ করা হয় ?

2000C

5000C

9000C

15000C

9

সাম্যাবস্থায় ব্যবস্থার সকল বিন্দুতে তাপগতীয় স্থানাঙ্কের মান- 

সমান 

শূন্য 

সর্বোচ্চ 

সর্বনিম্ন

10

সিস্টেমের দ্বারা পরিপার্শ্বের উপর কাজ সম্পাদিত হলে কৃত কাজ হবে-

ঋণাত্মক

ধনাত্মক 

শূন্য

অসীম

11

“কোন সিস্টেমে তাপশক্তি অন্য কোন শক্তিতে রুপান্তরিত হলে সিস্টেমের মোট শক্তির পরিমান একই হবে।” বিবৃতিটি কে প্রদান করেন ?

কেলভিন

কার্নো

প্লাঙ্ক

ক্লসিয়াস

12

সমোষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক কোন সূত্র মেনে চলে ?

বয়েলের সূত্র

চার্লসের সূত্র

গে লুসাকের সূত্র 

অ্যাভোগেড্রোর সূত্র

13

নিচের কোনটি রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য নয় ?

এই পরিবর্তনে পাত্রটি কুপরিবাহী হওয়া প্রয়োজন

এটি একটি ধীর পক্রিয়া

এই পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন ঘটে

পাত্রের চতুষ্পার্শ্বস্থ মাধ্যমের তাপগ্রহীতা নিম্ন হতে হয়

14

সকল দ্বি-পরমাণুক গ্যাসের ক্ষেত্রে γ এর মান কত ? 

1.66

1.40

1.37

1.33

15

কোনটি একটি আদর্শ ইঞ্জিন ?

কেলভিনের ইঞ্জিন

পেট্রোল ইঞ্জিন

কার্নোর ইঞ্জিন  

বাষ্পীয় ইঞ্জিন

16

এস আই পদ্ধতিতে চার্জের একক কোনটি ?

জুল

ওয়াট 

অ্যাম্পিয়ার

কুলম্ব

17

কোনটি স্থির তড়িৎ বলের ক্ষেত্রে সঠিক নয় ?

শক্তিশালী  

সব সময় আকর্ষণ ধর্মী

মাধ্যমের উপর নির্ভরশীল

কোনটিই নয়

18

তড়িৎ ক্ষেত্র এবং তলের অভিলম্ব যখন সমকোণে থাকে তখন তড়িৎ ফ্ল্যাক্সের মান কত হয় ?

শূন্য

অসীম

সর্বোচ্চ

সর্বনিম্ন

19

তড়িৎ বিভবের একক কোনটি ?

কুলম্ব / জুল 

নিউটন / মিটার২

জুল / কুলম্ব 

ভোল্ট / মিটার

20

বিভবের নতিমাত্রা বলা হয় কোনটিকে ? 

dvdx

dvdy

dvdr

dvdx2

21

সমবিভব তলের উপর তড়িৎ আধানগুলি কি অবস্থায় থাকে ?  

চলনশীল

স্থির

সঞ্চারণশীল

কোনটিই নয়

22

ইলেকট্রিক বর্তনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারনে ব্যবহৃত হয় কোন ধারক ?

স্থিরমান ধারক

অভ্র ধারক 

কাগজ ধারক

তড়িৎ বিশ্লেষক ধারক

23

অ্যালুমিনিয়ামের রোধের তাপমাত্রা গুনাঙ্ক কত ? 

3.4×10-3(0C)-1

3.2×10-3(0C)-1

3.1×10-3(0C)-1

3.9×10-3(0C)-1

24

50Ω রোধের ভেতর দিয়ে 2A প্রবাহ 100 sec ধরে চালনা করলে উৎপন্ন তাপশক্তির মান কত ?

20000 J

10000 J

2000 J

1000 J

25

সাধারন টর্চে ব্যবহৃত ব্যাটারির তড়িচ্চালক বলের মান কত ?

2.6 V

1.5 V

5.6 V

7.6 V

26

অত্যন্ত সুবেদী যন্ত্রে যেন অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত না হতে পারে সে জন্য এ সকল যন্ত্রপাতিতে কি ব্যবহার করা হয় ?

শান্ট

রিয়্যাক্টর

সুইচ

কমুটেটর

27

টেলিগ্রাফের তারের ও কেবলের রোধ নির্নয়ের কাজে কোন যন্ত্রটি ব্যবহৃত হয় ?

মিটার ব্রীজ

পোটেনশিওমিটার

হুইটস্টোন ব্রীজ

পোস্ট অফিস বক্স

28

দুটি চার্জিত বস্তুুর চার্জ যদি ধনাত্মক হয় তবে তাদের মধ্যকার বল হবে-

আকর্ষণ মূলক

বিকর্ষণ মূলক 

উভয়ই

কোনটিই নয়

29

স্থির তড়িৎ বলের মান চার্জ দুইটির মধ্যবর্তী দূরত্বের-

সমানুপাতিক 

বর্গের সমানুপাতিক

ব্যস্তানুপাতিক  

বর্গের ব্যস্তানুপাতিক

30

পানির ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান কত ? 

1.001

80.0

2.30

45.6

31

ধারকের ব্যবহার নয় নিচের কোনটি ?

এসি ব্লকিং

ফিল্টার সার্কিট

স্পন্দক 

কাপলিং

32

কোনটি জুলের তাপীয় ক্রিয়ার সূত্র নয় ?

বিদ্যুৎ প্রবাহমাত্রার সূত্র

রোধের সূত্র

সময়ের সূত্র

চাপের সূত্র

33

মিটার ব্রীজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে ?

অ্যাম্পিয়ারের সূত্র

ফার্মাটের নীতি 

হুইটস্টোন ব্রীজ নীতি

কার্শফের সূত্র

34

কোন পরিবাহীর তাপমাত্রা কমে গলে রোধ-

বৃদ্ধি পায়

হ্রাস পায়

শূন্য হয়

অপরিবর্তিত থাকে

35

সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 1m ও 9m তার দুইটির ব্যাসার্ধের অনুপাত কত ? 

3 : 1

9 : 1

1 : 9

1 : 3

36

কোন জটিল বর্তনীর রোধ ও বিদ্যুৎ প্রবাহমাত্রা নির্ণয় করা যায় কোন সূত্রের সাহায্যে ?

ও’মের সূত্র 

জুলের সূত্র

কার্শফের সূত্র 

নিউটনের সূত্র

37

শূন্যস্থানের ভেদনযোগ্যতার মান কত ? 

8.854×10-12 CN-1m-2

6.022×1023C2N-1m-2

1.36×10-24C2N-1m-2

0.67×10-31C2N-1m-2

38

বিদ্যুৎ পরিবাহীর উদাহরণ কোনটি ?

কাঁচ  

ইবোনাইট

মানবদেহ 

শুকনা কাঠ

39

সমোষ্ণ প্রক্রিয়ায় যে ভৌত রাশিটি স্থির থাকে তাকে কি বলে ?

এনট্রপি 

এনথালপি 

সিস্টেম

কার্য অপেক্ষক

40

দুটি সমমুখী সমান্তরাল প্রবাহীর ক্ষেত্রে কোনটি সঠিক ?

বিকর্ষন করে

আকর্ষণ করে

উভয়ই ক্রিয়া করে  

কোনটিই নয়

41

নিচের কোন তথ্যটি প্যারাচৌম্বক পদার্থের ধর্ম নয় ?

প্যারাচৌম্বক পদার্থের আবেশ প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য অপেক্ষা কম

এদের চৌম্বক প্রবেশতার মান ১ থেকে সামান্য বেশি

এদের প্রবণতা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের উপর নির্ভর করে না

প্যারাচৌম্বক পদার্থের আচরন তাপমাত্রার উপর নির্ভর করে

42

টেপরেকর্ডিং এর ফিতার জন্য কোনটি ব্যবহার করা হয় ?

অ্যালনিকো  

দিকোনাল 

ভিক্যালর  

ট্রান্সফরমার

43

পর্যায়বৃত্ত তড়িচ্চালক বলের একটি পূর্ণ চক্রের গড়মান কত ?

সর্বোচ্চ

সর্বনিম্ন

ঋণাত্মক

শূন্য

44

লেন্স প্রস্তুতকারক সূত্রটি নিচের কোন বিষয়টি দ্বারা নির্ধারিত নয় ?

লেন্সের মাধ্যমে

বেষ্টনকারী মাধ্যম

লেন্সের ঘনত্ব

লেন্সের দুটি তলের বক্রতার ব্যাসাধ

45

সর্বপ্রথম নভো দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন কে ?

গ্যালিলিও

কোপার্নিকাস 

কেপলার  

রাদারফোর্ড 

46

নিচের কোনটি অণুবীক্ষন যন্ত্রের ব্যবহার নয় ?

দূরবর্তী বস্তু দর্শনের কাজে ব্যবহৃত হয়  

অভিনেত্র সাপেক্ষে অভিলক্ষ্য লেন্সের উন্মেষ কম হয়

অভিলক্ষ্য ও অভিনেত্র উভয় দ্বারা প্রতিবিম্ব কম বেশী বিবর্ধিত হয় 

চুড়ান্ত প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর সাপেক্ষে উল্টা হয়

47

“সাদা আলোর প্রকৃতি যৌগিক”, সর্বপ্রথম কোন বিজ্ঞানী এটি প্রমান করেন ?

আর্কিমিডিস

রাদারফোর্ড

থেলিস 

নিউটন 

48

চাঁদের আকাশ কালো দেখায় আলোর কোন ধর্মের কারনে ?

বিচ্ছুরন 

বিক্ষেপন

সম্প্রসারন  

অপবর্তন 

49

বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহৃত হওয়ার প্রধান কারন কোনটি ?

লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি 

লাল আলোর বিক্ষেপন সবচেয়ে বেশি 

এটি সরলপথে পৌছাতে পারে  

এটি তড়িৎক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না

50

শূন্য মাধ্যমে আলোর বেগ কত ? 

3.8 ×10 ms-1

6.1 × 10ms-1

3.0×10ms-1

3.6 × 10ms-1

51

আলোর তড়িৎ চৌম্বক তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী ?

নিউটন 

ম্যাক্সওয়েল 

হাইগেনস

প্লাঙ্ক 

52

উপরিপাতনের ফলে দুটি তরঙ্গ যদি একই বিন্দুতে মিলিত হয় তাহলে কোন ধরনের ব্যতিচারের সৃষ্টি হয় ?

গঠনমূলক ব্যতিচার

নিরবিচ্ছিন্ন ব্যতিচার

ধ্বংসাত্মক ব্যতিচার 

প্রতিফলন ব্যতিচার

53

কোনটিতে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন দেখা যায় না ?

একক রেখা ছিদ্রে 

গ্রেটিং বা ঝাঁঝরিতে 

যুগ্ম রেখা ছিদ্র  

অল্প পরিসর ছিদ্রে 

54

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

 ভর শক্তি সমীকরণ E = mc2  

1amu = 2.66 × 10-27 kg

প্রোটনের ভর 1.007277 amu 

1amu ভরের সমতুল্য শক্তি 934 MeV

55

দূর্বল নিউক্লীয় বলের আপেক্ষিক সবলতা কত ? 

1039

10-41

1041

1030

56

চিকিৎসা বিজ্ঞানে কোন ধরনের এক্সরে ব্যবহৃত হয় ?

কোমল এক্স-রে 

কঠিন এক্স-রে

জটিল এক্স-রে  

যৌগিক এক্স-রে 

57

আলোক তড়িৎ ক্রিয়ায় আলোক ইলেকট্রন নির্গমনের হার আপতিত আলোকের প্রাবল্যের -

সমানুপাতিক 

বর্গের সমানুপাতিক

ব্যস্তানুপাতিক

বর্গমূলের ব্যস্তানুপাতিক 

58

“প্রত্যেকটি চলমান পদার্থ কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে” এই তরঙ্গকে কি বলে ?

লুইস তরঙ্গদৈর্ঘ্য  

ডি ব্রগলী তরঙ্গদৈর্ঘ্য

পলিং তরঙ্গদৈর্ঘ্য

কম্পটন তরঙ্গদৈর্ঘ্য

59

রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার সময়ে কোন তেজস্ক্রিয় পদার্থটি ব্যবহার করা হয়েছিল ?

রেডিয়াম

ইউরেনিয়াম

পলোনিয়াম 

থোরিয়াম

60

প্রকৃতিতে সর্বোচ্চ সংখ্যক প্রোটন সমৃদ্ধ স্থায়ী নিউক্লিয়াস আছে কোনটির ?

ম্যাগনেসিয়াম

অ্যান্টিমনি 

বিসমাথ 

রেডন 

61

গামা রশ্মির ধর্মের ক্ষেত্রে কোনটি সঠিক ? 

প্রতিফলন

প্রতিসরন

ব্যতিচার 

সবগুলো 

62

বোর পরমানু মডেল অনুসারে, হাইড্রোজেন পরমানুর ২য় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের তুলনায় কতগুন ?

 দ্বিগুন

পাঁচগুন

তিনগুন

চারগুন 

63

নিচের কোন পদার্থটি অন্তরকের উদাহরণ নয় ?

কাঁচ 

রাবার

কাঠ  

তামা 

64

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

অর্ধপরিবাহী পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়  

অর্ধপরিবাহী পদার্থের সাথে মিশ্রিত অপদ্রব্যকে ডোপ্যান্ট বলে

অ্যালুমিনিয়াম, বোরন ইত্যাদি ডোপ্যান্টের উদাহরণ

সিলিকনের ক্ষেত্রে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যকার শক্তি ব্যবধান 1.1 eV

65

AC প্রবাহকে DC প্রবাহে রুপান্তর প্রকৃয়াকে কি বলে ?

ট্রান্সফরমেশন 

রেকটিফিকেশন

অসিমিউকেশন 

জেনারাইজেশন 

66

নিচের কোনটি ট্রান্সজিস্টরের উপযোগীতা নয় ?

আকার খুবই ছোট হয় 

এটি সামান্য বিভবে কাজ করে

এটি যান্ত্রিক কম্পন সহ্য করতে পারে

এটির ক্রিয়া স্বত:স্ফূর্ত এবং মন্থর 

67

কোয়ার্ক কণার নামকরণ করেন কোন বিজ্ঞানী ?

আইনষ্টাইন

গেলম্যান

ফ্যারাডে

ষ্টিফেন হকিং 

68

নিউট্রন তারার ব্যাস কত ?

১৫ কি.মি 

১৮ কি.মি  

১৭ কি.মি

১৬ কি.মি 

69

নিচের কোনটি এখনোও রহস্যময় ?

মহাবিশ্বের সংকোচন

সময় প্রসারণ

দৈর্ঘ্য সংকোচন

ভরের আপেক্ষিকতা 

70

পরিবাহীর মধ্য বিন্দু ও ঐ বিন্দুর সংযোগ সরলরেখা এবং পরিবাহীর মধ্যবিন্দুতে স্পর্শকের মধ্যবর্তী কোণ 900 হলে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে ?

শূন্য

অসীম 

সর্বোচ্চ

সর্বনিম্ন

71

হাইড্রোজেন পরমাণুতে ইলেক্ট্রন যখন কক্ষপথে ঘূর্ণনশীল হয় তখন এর চৌম্বক ভ্রামক মান কত ? 

2.64×10-22 Am2

9.27×10-24 Am2

1.36×10-24 Am2

6.02×10-23 Am2

72

নিচের কোনটি প্যারাচৌম্বক পদার্থের উদাহরণ নয় ?

সোডিয়াম 

ম্যাঙ্গানিজ

সিলভার  

প্লাটিনাম

73

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

কুন্ডলী সাপেক্ষে চুম্বক মেরুর গতি N-মেরু নিকটে আনলে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ দক্ষিণাবর্তী

কুন্ডলী সাপেক্ষে চুম্বক মেরুর গতি N- মেরু দূরে সরিয়ে নিলে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ দক্ষিণাবর্তী

কুন্ডলী সাপেক্ষে চুম্বক মেরুর গতি S- মেরু নিকটে আনলে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ দক্ষিণাবর্তী

কুন্ডলী সাপেক্ষে চুম্বক মেরুর গতি S- মেরু দূরে সরিয়ে নিলে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ বামাবর্তী

74

তড়িচ্চালক বলের ফলে সৃষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে তা নির্ণয় করা যায় কোন সূত্র দ্বারা ?

ফ্যারাডের সূত্র

নিউটনের সূত্র

লেনজের সূত্র 

ওয়েরস্টেডের সূত্র

75

স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কোনটি ?  

H

WbA-1

VA-1

Nm2k-1

76

পরিবর্তী প্রবাহ i=200 sin 100πt  দ্বারা প্রকাশ করা হলে, পর্যায়কাল কত ? 

0.05 s

0.01 s

0.02 s

0.03 s

77

নিচের কোন তথ্যটি সরল অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে সঠিক নয় ?

খুব বেশি বিবর্ধন প্রয়োজন হলে এটি ব্যবহৃত হয় 

এর বিবর্ধন m=1+D-af

এটি একটি অবাস্তব, সিধা ও আকারে বড় প্রতিবিম্ব গঠন করে

পর্যবেক্ষকের চোখ হতে লেন্সের দূরত্ব যত কম হবে বিবর্ধন তত বেশি হবে

78

একটি সরল অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব 0.15 m. স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 0.25 m হলে, ঐ যন্ত্রের বিবর্ধন বের কর। 

1.667

2.667

3.675

0.167

79

নিচের কোনটি নভো-দূরবীক্ষণ যন্ত্রের সুবিধা নয় ?

অধিক পরিমান বিবর্ধন সৃষ্টি করে

এর দৃষ্টিক্ষেত্র প্রশস্থ

এটি প্রতিবিম্ব ত্রুটি যুক্ত

প্রয়োজনে ক্রসওয়ার এবং মাইক্রোমিটার স্ক্রু ব্যবহার করা হয়

80

রিফ্লেক্টিং টেলিস্কোপ আবিষ্কার করেন কে ?

কেপলার

গ্রেগরী

হারসেল 

কোপার্নিকাস

81

নূন্যতম বিচ্যুতি কোণের মান কোনটির উপর নির্ভর করে না ?

প্রিজমের ঘনত্ব 

প্রিজমের কোণ

প্রিজমের উপাদান

আপতিত আলোকের বর্ণ

82

আলোকের তরঙ্গ তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করতে কোন বিজ্ঞানী ভূমিকা পালন করেন ?

ম্যাক্স প্লাঙ্ক

রবার্ট হুক

টমাস ইয়ং

মাইকেল ফ্যারাডে

83

মাইক্রোওয়েভ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কত ?

10-4m  থেকে 10-6m    

10-5m  থেকে 10-6m  

10-1m  থেকে 10-3m  

10-7m  থেকে 10-9m  

84

নিচের কোনটি একটি দ্বৈত প্রতিসারক কেলাস ?

গ্রাফাইট

ক্যালসাইট 

ফুলারিন

মেলাইট

85

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

মহাকর্ষ মৌলিক বল 1 পাল্লা 

তড়িৎ চৌম্বক মৌলিক বল  অসীম পাল্লা

সবল নিউক্লীয় মৌলিক বল 10-15 m পাল্লা

দূর্বল নিউক্লীয় মৌলিক বল 10-16 m পাল্লা

86

নিচের কোন তথ্যটি ফোটনের ক্ষেত্রে সঠিক নয় ?

চার্জহীন  

স্থির ভর অসীম 

তড়িৎ নিরপেক্ষ

আলোর বেগে চলে

87

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

প্লাটিনাম ধাতু 5.65 কার্য অপেক্ষক

তামা ধাতু 4.94 কার্য অপেক্ষক

পটাশিয়াম ধাতু 2.30 কার্য অপেক্ষক

রুপা ধাতু 5.31 কার্য অপেক্ষক

88

নিবৃত্তি বিভব V ও ইলেক্ট্রনের বেগ v এর মধ্যকার সঠিক সম্পর্ক কোনটি ? 

v=2eVπm

v=2eVm

V=2ev3m

V=3evm

89

পরমাণুর স্থায়ী কক্ষপথের ধারনা পাওয়া যায় কোন পরমাণু মডেল থেকে ?

বোরের পরমাণু মডেল 

থমসনের পরমাণু মডেল 

রাদারফোর্ডের পরমাণু মডেল 

কোনটিই নয়

90

কোনটি নিউক্লীয় বলের ক্ষেত্রে সঠিক তথ্য নয় ?

এই বল অত্যন্ত তীব্র 

এটি খুব স্বল্প পাল্লার বল 

অন্য সকল বলের তুলনায় এই বলের তীব্রতা অনেক কম

এটি আধান নিরপেক্ষ

91

বিটা রশ্মির ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয় ?

এদের ভর 9.1×10-31kg 

চার্জের মান 1.6×10-19 C

এরা কোন পদার্থের মধ্য দেয় যাবার সময় বিক্ষিপ্ত হয় 

এটি বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না

92

দুটি নিউক্লিয়াসে যদি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা অভিন্ন হয় তাহলে তারা একই নিউক্লীয় বলের অন্তভূর্ক্ত হয়, এরুপ নিউক্লীয় প্রজাতিকে কি বলা হয় ?

আইসোকোর 

নিউক্লিঅয়েড

নিউক্লাইড

রেডিও আইসোটোপ

93

নিচের কোনটি অর্ধপরিবাহী নয় ?

জার্মেনিয়াম

সিরামিক

সিলিকন

ক্যাডিমিয়াম সালফাইড

94

কোন p-n জাংশনে 0.2 V বিভব পার্থক্য পরিবর্তনের জন্য 5mA বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল। জাংশনের রোধ বের কর। 

30Ω

20Ω

10Ω

40Ω

95

ট্রান্সজিস্টর এর সাধারণ পীঠ সংযোগে রয়েছে। এর নিঃসারক প্রবাহ 0.85 mA এবং পীঠ প্রবাহ 0.05 mA। প্রবাহ বিবর্ধন গুণক α বের কর। 

1.09

0.94

2.67

0.99

96

ডেসিমেল 2510 কে বাইনারিতে প্রকাশ কর। 

11002

11012

110012

100112

97

AND গেটের আউটপুটে Inverter যুক্ত করে কোনটি তৈরী করা হয় ?

OR গেট

NOR গেট 

NOT গেট

NAND গেট

98

মহাবিশ্বের প্রসারন সম্পর্কে সর্বপ্রথম ধারনা দেন কে ?

এডউইন হাবল

জি. ল্যামেটার

আইনস্টাইন

গ্যালিলিও 

99

মহাবিস্ফোরনের 10-43 সেকেন্ড পর মহাবিশ্বের তাপমাত্রা ছিলো-

1030 ডিগ্রী সেলসিয়াস 

1031 ডিগ্রী সেলসিয়াস

1032 ডিগ্রী সেলসিয়াস

1040 ডিগ্রী সেলসিয়াস

100

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

ফোটন, গ্রাভিটন, গেজ বোসন এর সমন্বয়ে ক্ষেত্রকণা গঠিত

লেপটন কণা সর্বদা শক্তিশালী নিউক্লীয় পরিক্রমায় অংশগ্রহন করে

মেসনের স্পিন শূন্য 

হিগস বোসন কণাকে ঈশ্বর কণা বলে

Comments