Medical Admission Preparation Guide | Combined Subject Final-01

 1

নিচের কোন বিজ্ঞানী “কোষতত্ত্ব” প্রদান করেন ?

রবার্ট হুক

থিওডোর সোয়ান

লিউয়েন হুক 

পোর্টার

2

কোন উদ্ভিদের প্রোটোপ্লাজমে একমুখী আবর্তন দেখা যায় ?

লাউ

পাতা ঝাঁঝি

টমেটো

পাথরকুঁচি

3

নিচের কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষ করে ?

ক্লোরোপ্লাস্ট

মাইটোকন্ড্রিয়া

রাইবোসোম

 গলগি বডি

4

নিচের কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনগত প্রকারভেদ নয় ?

সিস্টার্নি

ভ্যাকুওল

ভেসিকল

টিউবিউল

5

চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয় ?

অ্যামাইলোপ্লাস্ট

অ্যালিউরোপ্লাস্ট

ইলায়োপ্লাস্ট

প্রোটিনোপ্লাস্ট

6

“কোষীয় কঙ্কাল” নামে আখ্যায়িত করা হয় কোন অঙ্গানুকে ?

পারঅক্সিসোম

মাইক্রোফিলামেন্ট

ক্লোরোপ্লাস্ট

নিউক্লিয়াস

7

DNA রাসায়নিক তথ্যগুলো RNA অণুতে কপি করার প্রকৃয়াকে কি বলে ?

ট্রান্সক্রিপশন

RNA  ক্লোনিং

ট্রান্সলেশন

রিভার্স ট্রান্সক্রিপশন

8

সর্বপ্রথম নিউক্লিয়াসের বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন কে ?

শ্লাইখার

লিনিয়াস

ফ্লেমিং

স্ট্রাসবুর্গার

9

কোষ বিভাজন কালে সিনথেসিস দশার প্রধান কাজ কোনটি ?

কোষ প্লেট তৈরী করা

কোষকে বিভাজিত হতে সাহায্য করা

কোষে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা

DNA অণুলিপন করা

10

কোনটি সৃষ্টির মাধ্যমে উদ্ভিদ দেহে সাইটোকাইনেসিস ঘটে ?

ক্রসিং ওভার

নিউক্লিয়াস

কোষ প্রাচীর 

নিউক্লিওলাস

11

দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়ার প্রকৃয়াকে কি বলে ?

বাইভ্যালেন্ট

ক্রসিং ওভার

কায়াজমা 

সিন্যাপসিস

12

পাকা আঙুরে গ্লুকোজের পরিমান কত ?

10-12%

15-20%

12-30%

25-35%

13

সুকরোজ সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয় ?

সুকরোজ ভাঙলে গ্লুকোজ ও ল্যাক্টোজ পাওয়া যায়

এর আনবিক সংকেত C12H22O11

পাতায় প্রস্তুতকৃত খাদ্য সুকরোজ হিসাবে অন্যান্য অঙ্গে প্রবাহিত হয়

সুকরোজ রিডিউসিং শ্যুগার নয়

14

নিচের কোনটি গ্লাইকোজেনের ধর্ম নয় ?

পানিতে আংশিক দ্রবণীয় 

আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারন করে

সাদা পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ

আর্দ্র বিশ্লেষিত হয়ে ফ্রুক্টোজ সৃষ্টি করে

15

স্যামন মাছের শুক্রাণুতে কোন ধরণের প্রোটিন থাকে ?

হর্ডিন

প্রোলামিন

গ্লুটেনিন

প্রোটামিন

16

কোনটি প্রোটিনের কাজ নয় ?

জীবদেহের গাঠনিক উপাদান হিসাবে কাজ করে

বিভিন্ন অঙ্গাণু, কোষ ঝিল্লী গঠনে কাজ করে

উদ্ভিদের খাদ্য উৎপাদনে ব্যবহৃত হয়

প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে

17

কনজুগেট প্রোটিনের অপ্রোটিন অংশকে কি বলে ?

প্রোসথেটিক গ্রুপ

কনজুগেট প্রোটিন

কো-ফ্যাক্টর

অ্যাক্টিভেটর

18

অ্যালডোজ ও কিটোনের আইসোমারিক পরিবর্তন সাধন করে কোন প্রকার এনজাইম ?

লাইয়েজ

আইসোমারেজ

লাইগেজ

ট্রান্সফারেজ

19

কোন ধাতুর উপস্থিতি এনজাইমের কার্যকরিতা বাড়িয়ে দেয় ?

Mg++

Zn++

Ag+

Cu++

20

সর্বপ্রথম ভাইরাস ঘটিত রোগের কথা উল্লেখ করেন কে ?

রোনাল্ড রস

ফ্রিডরিখ মিশার

এডওয়ার্ড জেনার 

লুই পাস্তুর

21

নিচের কোনটি ভাইরাসের জড় বৈশিষ্ট্য নয় ?

রাসায়নিকভাবে এটি প্রোটিন ও অ্যামিনো এসিডের সমাহার 

 দৈহিক বৃদ্ধি নেই

পরিবেশের উদ্দিপনায় সাড়া দেয় না

জীবকোষের বাইরে এরা রাসায়নিক কণার মত নিষ্ক্রিয়

22

নিচের কোনটি সায়ানোফায ? 

TMV

BYV

LPP1

HIV

23

মানুষের সাধারন সর্দির জন্য দায়ী কোন ভাইরাস ? 

Ebola virus 

Vaccinia virus

Adeno virus

Rhino virus

24

দেখতে গোলাকার এবং জোড়ায় জোড়ায় থাকে কোন ধরনের ব্যাকটেরিয়া ?

মাইক্রোকক্কাস

ডিপ্লোকক্কাস

টেট্রাকক্কাস

স্ট্রেপটোকক্কাস

25

নিচের কোনটি ব্যাকটেরিয়ায় কোষ প্রাচীরের উপাদান ?

মুরামিক এসিড

সাইট্রিক এসিড

অক্সালিক এসিড

এসকরবিক এসিড

26

“পলিমিক্সিন” নামক অ্যান্টিবায়োটিক তৈরীতে ব্যবহৃত হয় কোন ব্যাকটেরিয়া ? 

Bacillus subtilis

Escherichia coli

Bacillus polymyxa

Clostridium tetani

27

নিচের কোনটি সঠিক নয় ?

ক্রপের প্রাচীরে ৫০ - ১০০ টি উওসিস্ট থাকতে পারে

পরিণত উওসিস্টের আকার প্রথম অবস্থা থেকে ৪-৫ গুণ বড় হয়

মশকীর লালা গ্রন্থিতে প্রায় ৩২৬০০০ স্পোরোজয়েট থাকতে পারে

জণুক্রম জীবাণুর জীবণীশক্তি ফিরিয়ে আনে

28

Plasmodium Ovale এর সুপ্তাবস্থার সময়কাল কত দিন ?

১২-২০ দিন 

১৮-৪০ দিন

৮-১৫ দিন

১১-১৬ দিন

29

নিচের কোন শৈবালকে কান্ড ও পাতার ন্যায় বিভক্ত করা যায় ? 

Sargassum

Ulothrix

Chara

Volvox

30

দেহ নলাকার, শাখান্বিত ও বহুনিউক্লিয়াস যুক্ত শৈবালের দেহকে কি বলে ?

লিথোফাইট

এন্ডোফাইট

সিনোসাইটিক

ফ্লাইটোপ্লাংটন

31

পাইরিনয়েড পাওয়া যায় Ulothrix এর কোন অঙ্গাণুতে ?

মাইট্রোকন্ড্রিয়া

ক্লোরোপ্লাস্ট

কোষ ঝিল্লী

নিউক্লিয়াস

32

নিচের কোনটি ছত্রাকের বৈশিষ্ট্য নয় ?

ছত্রাকদেহে ভাস্কুলার টিস্যু নেই

এদের জননাঙ্গ এককোষী

সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন

জাইগোট এ মাইটোসিস হয়

33

ছত্রাকের হাইফির মাথাকে কি বলে ?

ডোম অঞ্চল

লোমোজোম

সিনোসাইট

পাইলিয়াস

34

নিচের কোনটি ইউকার্পিক ছত্রাকের উদাহরণ ? 

Synchytrium

Rhizopus

Saprolegnia

Penicillium

35

কোন ছত্রাক থেকে Ergot ঔষধ তৈরী করা হয় ? 

Claviceps purpurae

Saccharomyces cerevisiae

Saccharomyces aspergillus

Penicillium rosqueferti

36

কোন Agaricus ছত্রাকের গিলের অন্তর্গঠন এর অংশ নয় ?

ট্রমা 

স্পোরিলিয়াস

সাব হাইমেনিয়াম

হাইমেনিয়াম

37

লাইকেন গঠনকারী ছত্রাক যদি ব্যাসিডিয়োমাইসিটিস শ্রেণির হয় তখন তাকে কি বলে ?

অ্যাসকোলাইকেন

ফোলিয়োজ লাইকেন

ব্যাসিডিয়োলাইকেন

ক্রসটোজ লাইকেন

38

কোনটি ব্রায়োফাইটের আদি বৈশিষ্ট্য নয় ?

উদ্ভিদ হ্যাপ্লয়েড

সত্যিকারের মূল নেই

অধিকাংশই থ্যালয়েড

ভাস্কুলার টিস্যু বিদ্যমান

39

Riccia থ্যালাসের গোলাপের পাড়ির মত অবস্থানকে কি বলে ?

রোজেট

সাইজন্ট

লিভারওয়ার্ট

স্কেল

40

নিচের কোনটি টেরিডোফাইটের বৈশিষ্ট্য নয় ?

এরা পুষ্পক ও অবীজী উদ্ভিদ

এরা স্পোরোফাইটিক উদ্ভিদ 

গ্যামিটোফাইটিক পর্যায়কে প্রোথ্যালাস বলে

এদের ভাস্কুলার টিস্যু আছে

41

নিষেকের সময় Pteris আর্কিগোনিয়াম কর্তৃক কোন এসিড নিঃসৃত হয় ?

অক্সালিক এসিড

ম্যালিক এসিড

টারটারিক এসিড

বেনজোয়িক এসিড

42

টেরিস উদ্ভিদের মাতৃকোষে মায়োসিস প্রকৃয়ায় বিভাজিত হয়ে কতটি হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি করে ?

৩২টি

৪৬টি

৬০টি

৬৪টি

43

বাংলাদেশে Gnetum এর কোন প্রজাতিটি পাওয়া যায় না ? 

Gnetum montenum

Gnetum oblongum

Gnetum astivium

Gnetum latifolium

44

কোন নগ্নবীজী উদ্ভিদে দ্বি নিষেক ঘটে ? 

Gnetum

Cycas

Pinus

Ephedra

45

সাইকাস এর শুক্রাণু কতটি ফ্লাজেলা বিশিষ্ট ?

 দ্বি ফ্লাজেলা বিশিষ্ট 

ত্রি ফ্লাজেলা বিশিষ্ট

চারটি ফ্লাজেলা বিশিষ্ট 

বহু ফ্লাজেলা বিশিষ্ট

46

কোনটি আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে সত্য নয় ?

গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ

জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেল কোষ থাকে

সস্য ট্রিপ্লয়েড

পরাগরেণু ফ্লাজেলা বিহীন

47

দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তঃর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি ভুল ?

মূলত্বকের কিউটিকল থাকে না

বহির্মজ্জা বিভিন্ন স্তরে বিভক্ত নয়

অধঃত্বক আছে

ফ্লোয়েমগুচ্ছ সাধারণত ২-৪টি

48

নিম্নলিখিত কোন কোষে নিউক্লিয়াস অনুপস্থিত ?

প্যারেনকাইমা

সঙ্গী কোষ

রক্ষী কোষ

সীভনল

49

কোন স্থানে প্যারেনকাইমা কলা দেখা যায় না ?

কান্ডের ত্বকে

পাতায় মেসোফিল অংশে

মূলের ত্বকে

পত্র বৃন্তে

50

Selanginella উদ্ভিদের নিম্নের কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে ?

সমপ্বার্শীয়

সমদ্বিপ্বার্শীয়

হ্যাড্রোসেন্ট্রিক

সেপ্টোকেন্দ্রিক

51

পত্ররন্ধের কাজ নয় কোনটি ? 

সালোকসংশ্লেষণের সময় কার্বন-ডাই-অক্সাইড প্রবেশ ও অক্সিজেন নির্গত করা

শ্বসনের সময় অক্সিজেন প্রবেশ ও কার্বন-ডাই-অক্সাইড নির্গতকরণ

পত্ররন্ধ পানি সঞ্চয়ে সহায়তা করে   

রক্ষী কোষ খাদ্য প্রস্তুত করেও পত্ররন্ধের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে

52

হ্যাচ স্ন্যাক পর্বে কার্বন-ডাই-অক্সাইড গ্রহীতা কোনটি ?

রুবিস্কো এনজাইম 

অক্সালোঅ্যাসিটেট

রাইবুলোজ

   ফসফোইনল পাইরুভিক এসিড

53

সালোকসংশ্লেষণের জন্য কি কি প্রয়োজন ?

আলোক,ক্লোরোফিল, O2 ও CO2

ক্লোরোফিল, H2O, O2  ও CO2

H2O ও ক্লোরোফিল

CO2, H2O, ক্লোরোফিল ও সূর্যালোক

54

কোনটি রোধ করার জন্যে শীতে পাতা ঝরে যায় ?

ব্যাপন

অভিস্রবণ

প্রস্বেদন

শোষণ

55

উদ্ভিদ কোষের কোনটি শ্বসনের প্রধান অঙ্গ ?

নিউক্লিয়াস

মাইটোকন্ড্রিয়া

প্লাস্টিড

সাইটোপ্লাজম

56

প্রজাতির উপর নির্ভর করে পাতায় প্রতি বর্গসেন্টিমিটার জায়গায় কত পত্ররন্ধ থাকতে পারে ?

২০০০ হতে ৪০০০০

২০০০ হতে ৫০০০০

১০০০ হতে ৬০০০০ 

 ১০০০ হতে ৭০০০০

57

P700 নামক প্রতিক্রিয় রঞ্জক নিম্নের কোন বর্ণের আলোক রশ্মি সর্বাধিক শোষণ করে ?

অতি লাল

অতি বেগুনী

সবুজ

নীল

58

নিম্নের কোনটি আয়ন-সালফার প্রোটিন ?

NADP রিডাক্টেজ

প্লাস্টোসায়ানিন

ফেরিডক্সিন

সাইটোক্রোম

59

কোন উদ্ভিদের পুষ্পে গর্ভকটি পুষ্প দেখা যায় ?

শিম 

পেয়ারা

কুমড়া

সরিষা

60

একটি পরাগরেণুতে সাধারণত কতটি পর্যন্ত জার্মপোর থাকতে পারে ?

১০ টি 

১৫ টি

২০ টি

৩০ টি 

61

ডিম্বকের উদাহরণের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

উর্ধ্বমুখী (উদাহরন : বিষকাটালী) 

আধামুখী (উদাহরন : ছোলা) 

পার্শ্বমুখী (উদাহরন : পপি)

বক্রমুখী  (উদাহরন : রেড়ি) 

62

ক্যালাজোগ্যামি দেখা যায় কোন উদ্ভিদে ?

 লাউ

কুমড়া

ঝাউ  

পেয়ারা 

63

কোন উদ্ভিদে মূলের মাধ্যমে প্রজনন ঘটে ?

আলু  

আদা 

ডালিয়া

সটি

64

লেবু, জুঁই প্রভৃতি উদ্ভিদে কোনটি দ্বারা প্রজনন ঘটানো হয় ?

দাবা কলম

কাটিং কলম

শাখা কলম

জোড় কলম

65

নিচের কোনটি কৃত্রিম প্রজননের সুবিধা নয় ?

রোগ প্রতিরোধী জাত তৈরী

গুণগত মানের উন্নয়ন

প্রতিকুল সহিষ্ণু জাত সৃষ্টি

আবাদকাল দীর্ঘকরণ

66

কোনটি টিস্যু কালচারের প্রকারভেদ নয় ?

কক্ষমুকুল কালচার

পেরিসাইকল কালচার

মেরিস্টেম কালচার

পরাগধানী কালচার

67

কোনটি জিন ক্লোনিং এর জন্য জিন এর উৎস নয় ?

জিন লাইব্রেরী

কমপ্লিমেন্টারি DNA

জিন ব্যাংক

বিশেষ প্রকৃয়ায় তৈরী DNA খন্ড

68

জিনোম সিকোয়েন্সিং এর সঠিক প্রয়োগ নয় কোনটি ?

অপরাধী শনাক্তকরণ কাজে

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ব্যবহৃত হয়

স্বজন নির্ধারনে ব্যবহৃত হয়  

শ্রেণীবিন্যাস প্রকৃয়ায় বৈশিষ্ট্যের অমিল নির্ধারনে

69

বায়োস্ফিয়ার ও বায়োস্ফিয়ারে সাথে বায়ুমন্ডল, বারিমন্ডল ও অশ্মমন্ডলের অন্তঃক্রিয়াকে কি বলা হয় ?

পপুলেশন 

ইকোস্ফিয়ার

জীবমন্ডল

জীব সম্প্রদায়

70

ওমর‌্যাট, প্লাটিপাস, বার্ডস অব প্যারাডাইস কোন অঞ্চলের প্রধান মেরুদন্ডী প্রাণী ?

ওরিয়েন্টাল অঞ্চল

নিআর্কটিক অঞ্চল

নিওট্রপিক্যাল অঞ্চল

অস্ট্রেলিয়ান অঞ্চল

71

Which is the correct pair ?

Collide: Indifferent

Bequeath: Determined to go

Antipathy: Strong dislike

Devolve: without

72

What is the synonym of 'Panacia'?

Inactivity

Cureall

Panaek

Prevail

73

He died of fever. Passive form is-

His death was caused with fever

Fever caused his to die  

Fever caused him to death

He was caused to die of fever

74

He wished that he might have a glass of water. (direct narration)

He said, "Let us have a glass of water".

He says, "Let me have a glass of water".

He asked, "Let me have a glass of water".

He said, "Let me have a glass of water".

75

Set in indirect speech. He said to me, "Please wait here till I return".

He said to me to wait till he returned.

He told me to wait till he returned.

He asked me to wait till his return.

He requested me to wait till he returned.

76

The antonym of "Abstract" is-

Come

Abase

Concrete

Refrain

77

The opposite word of "Bright" is-

Bad

Dim

Shining

Lift

78

The Opposite of  "Commendable" is-

Obstruct

Drive

Impel

Compose

79

The opposite of "Exodus" is-

Consent

Neglect

Entry

Happy

80

I have a saving account.........AB bank.

with

in

into

by

81

The train is..........to leave the station.

over

about

on

with

82

He has a liking..........cricket.

in

of

with

for

83

Safayet avoided gong by car..............purpose.

on

by

for

into

84

"Charley Horse" means-

Very rapid

Very weak

Stiffness

Boldness

85

What is the meaning of "white elephant"?

An elephant of white colour

A very costly and troublesome possession

A black marketer

A hoarder

86

Meaning of the expression "Bottom of my heart"?

Close to my heart

Core of my heart

Lower part of my heart

Close to my liver 

87

"To meet trouble half way"-

To be puzzeled

To get nervous

To be disappointed

To bear up

88

"To pull strings" means-

to speed up

to tease someone

to start something

to exert hidden influence

89

I read _____ Quran.

an

a

the

no article

90

Which is the correct spelling?

Extansion

Extention

Extension

Extennsion

91

The correct Spelling is___

Briliant

Brellient

Brillant

Brelient

92

Which one is the correct affirmative form of the sentence "You can not but do it"?

You can do it

You should do it

You shall do it

You must do it

93

Identify the correct transformation of "Health is wealth" into a complex sentence.

Health and wealth are the same

Health is wealthy

It is health which it wealth

Health is a good wealth

94

What is the noun of "Poor"?

Poority

Poverty

Pority

Poorness

95

Which is the demonstrative pronoun?

He

Yourself

Those

Who

96

Adjective of the word "People" is-

Popular

Popularise

Populous

Popularity

97

What is the verb of "Full"?

Filled

Full

Fulfilment

Fill

98

What is the verb of "Danger"?

Dangel 

Endanger

Dangerous

Dangerously

99

He works Hard to manage the hard work.

noun

adverb

pronoun

verb

100

Read attentively _____ you should fail is the examination.

till

or

until

lest

Comments