Medical Admission Preparation Guide | Physics 1st Paper Final

 1

নিচের কোনটি একটি নীতির উদাহরণ ?

বোরের পরমাণু মডেল

নিউটনের গতিসূত্র

ডপলারের নীতি

কোয়ান্টাম তত্ত্ব

2

নিউটনীয় বলবিদ্যায় কতটি মৌলিক রাশির ধারনা দেওয়া হয়েছে ?

দুইটি

তিনটি

চারটি

পাঁচটি

3

কোনটি কঠিন পদার্থের বিশেষ ধর্ম নয় ?

তারতা

সান্দ্রতা

পাততা 

ভঙ্গুরতা

4

সান্দ্রতাংকের মাত্রা সমীকরণ কোনটি ? 

[M-1L3T-2]

[ML2T-2]

[MT-2]

[ML-1T-1]

5

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?  

বিজ্ঞানী কোপারনিকাসের আবিষ্কার সূর্যকেন্দ্রিক তত্ত্ব

বিজ্ঞানী টমাস ইয়ং-এর আবিষ্কার লিভারের নীতি 

বিজ্ঞানী আইনস্টাইনের আবিষ্কার আপেক্ষিক তত্ত্ব

বিজ্ঞানী নিউটনের আবিষ্কার কণিকা তত্ত্ব

6

মাত্রা সমীকরণের ক্ষেত্রে কোনটি সঠিক নয় ?

বেগ = [LT‑1]

বল = [MLT-2]

গতিশক্তি = [ML2T-2]

পীড়ন = [MLT-2]

7

লিভারের নীতি আবিষ্কার করেন কে ?

পিথাগোরাস

গ্যালিলিও 

আর্কিমিডিস 

ডপলার

8

লেভেল ত্রুটি দেখা যায় কোন ধরনের যন্ত্রে ?

ভার্নিয়ার স্কেল 

নিক্তি

স্লাইড ক্যালিপার্স

স্ফেরোমিটার

9

নিচের কোনটি একটি ভেক্টর রাশি ?

ত্বরণ

তাপমাত্রা

বৈদ্যুতিক বিভব 

সময়

10

কোনটি ভেক্টর রাশির নিয়মের বর্হিভুত ?

মান আছে

দিক আছে 

দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়

দুটি ভেক্টরের স্কেলার গুনণ একটি ভেক্টর রাশি

11

দুই বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থান করলে তাদেরকে বলে-

সদৃশ ভেক্টর

সম ভেক্টর

সমরেখ ভেক্টর

সমতলীয় ভেক্টর

12

দুটি বলের বৃহত্তম লব্ধি 10N এবং ক্ষুদ্রতম লব্ধি 4N, বল দুটি পরস্পরের সাথে 900 কোণে একটি কণার উপর ক্রিয়া করলে লব্ধির মান কত হবে ? 

58N

45N

10N

62N

13

m(P+Q)=mP+mQ, এটি ভেক্টরের কোন সূত্রকে সমর্থন করে ?

সংযোজন সূত্র

ত্রিভুজ সূত্র

বন্টণ সূত্র

বিনিময় সূত্র

14

P ও Q দুটি ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল। এদের মধ্যকার স্কেলার গুনফল কত ?

PQ

-PQ

P/Q

শূন্য

15

গ্রেডিয়েন্ট কোন ধরনের রাশি ?

স্কেলার রাশি

ভেক্টর রাশি

পরম রাশি

লব্ধ রাশি

16

ক্যালকুলাস আবিষ্কার করেন কে ?

গ্যালিলিও

কেপলার

নিউটন

নীলস বোর

17

কোন তরলের ডাইভারজেন্সের মান ঋণাত্মক হলে তরলের-

আয়তনের সংকোচন ঘটে 

আয়তনের প্রসার ঘটে

ঘনত্বের হ্রাস ঘটে

সান্দ্রতার মান হ্রাস পায়

18

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

দীর্ঘ সরু সুতা - একমাত্রিক বস্তু 

দীর্ঘ সরু দন্ত - দ্বিমাত্রিক বস্তু

পাতলা কাগজ - দ্বিমাত্রিক বস্তু 

টেবিল - ত্রিমাত্রিক বস্তু

19

সমবেগের প্রকৃষ্ট উদাহরণ কোনটি ?

বাসের গতি

ট্রেনের গতি

আলোর বেগ 

ট্রাকের গতি

20

প্রাসের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি দ্বিমাত্রিক

নিক্ষেপন কোন 450 হলে প্রাসের পাল্লা সর্বাধিক হয়

সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ শূন্য

ইহার গতিপথ একটি প্যারাবোলা

21

প্রাসের সর্বাধিক পাল্লার সমীকরণ কোনটি ? 

Rmax=V022g

Rmax=V0 sin 2θg

Rmax=V02g

Rmax=2V02g

22

পড়ন্ত বস্তুুর সমীকরণ প্রদান করেন কোন বিজ্ঞানী ?

নিউটন 

গ্যালিলিও

কেপলার

থেলিস

23

প্রাসের সর্বাধিক উচ্চতায় বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণের মান কত হয় ? 

00

250

900

1800

24

কোনটি সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য নয় ?

সমরৈখিক বেগ বিদ্যমান

সমদ্রুতি বিদ্যমান

কৌণিক ত্বরণ শূন্য

এই গতির কেন্দ্রমুখী ত্বরন থাকে

25

প্রক্ষেপকের বিচরন কালের সমীকরণ কোনটি ? 

T=2v0 sin θg

T=v0 sin θ0g

T=v0 cosθ0g

T=2v0 cosθ0g

26

স্পর্শ বলের উদাহরণ নয় কোনটি ?

ঘর্ষণ বল 

টানা বল

সংঘর্ষের ফলে সৃষ্ট বল

অভিকর্ষ বল

27

“সালাম-ওয়াইবার্গের তত্ত্ব” অনুসারে কোন দুটি বলের মধ্যকার সম্পর্কের কথা বলা হয়েছে ?

তড়িৎ চৌম্বক বল ও মহাকর্ষ বল

দূর্বল নিউক্লিয় বল ও তড়িৎ চৌম্বক বল

মহাকর্ষ বল ও সবল নিউক্লিয় বল

সবল নিউক্লিয় বল ও দূর্বল নিউক্লিয় বল

28

খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল কোন বস্তুুর উপর প্রযুক্ত হলে তাকে কি বল বলে ?

বলের ঘাত

আসঞ্চন বল

ঘাত বল

সংশক্তি বল

29

কোনটি সবল নিউক্লীয় বলের বৈশিষ্ট্য নয় ?

আকর্ষণ ধর্মী    

ধন চার্জ বিদ্যমান  

স্বল্প পাল্লা বিশিষ্ট

নিউক্লিয়াসের বাইরে ক্রিয়াশীল নয়

30

‘প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।’ সূত্রটি নিউটনের গতির-

প্রথম সূত্র

দ্বিতীয় সূত্র

তৃতীয় সূত্র 

চতুর্থ সূত্র

31

60 kg ভরের একটি বস্তুুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10ms-1 বৃদ্ধি পাবে ? 

10N

20N

100N

50N

32

নিচের কোনটি ঘাত বলের উদাহরণ নয় ?

ফুটবলে কিক করা

হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা

বাদ্যযন্ত্রের তারে আঘাত করা  

নৌকার গুন টানা

33

এস আই পদ্ধতিতে টর্কের একক কোনটি ?

নিউটন   

নিউটন - মিটার

নিউটন/মিটার

জুল - ভোল্ট

34

নিচের কোনটি নিউটনের গতিসূত্রের ব্যবহার নয় ?

পানিতে কোন বস্তুু ছুঁড়ে ফেলা

নৌকার গুন টানা

বন্দুক থেকে গুলি ছোঁড়া

মহাশূন্যে রকেটের গতি

35

অভিকর্ষের বিপরীতে কৃত কাজ বস্তুুর উচ্চতা বা সরণের-

সমানুপাতিক  

বর্গের সমানুপাতিক

ব্যস্তানুপাতিক

বর্গের ব্যস্তানুপাতিক

36

কৌণিক বেগের মাত্রা সমীকরণ কোনটি ? 

[ML2T-2]

[LT-1]

[MT-2]

[T-1]

37

একজন লোক মাটি থেকে একটি চাউলের বস্তা মাথায় তুলল। এক্ষেত্রে কোন ধরনের কাজ সম্পাদিত হল ?

ধনাত্মক কাজ

ঋণাত্মক কাজ

শূন্য কাজ

বলের দ্বারা কাজ

38

দুই হাতের তালু পরস্পরের সাথে ঘষলে তাপ উৎপন্ন হয়, এক্ষেত্রে যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয় ?

রাসায়নিক শক্তি

আলোক শক্তি

তাপ শক্তি

চুম্বক শক্তি

39

কোন বস্তুুর ভরের উপর বল প্রয়োগ লম্ব বরাবর সরণ ঘটলে কাজের পরিমান কত ?

শূন্য 

ধনাত্মক

ঋণাত্মক 

কোনটিই নয়

40

কাজের মাত্রা সমীকরণ কোনটি ? 

[MLT-1]

[ML2T-2]

[M2LT-3]

[ML2T-3]

41

কোন একটি কণার উপর F=(5i^+3j^-2k^)N বল প্রয়োগে কণাটির r= (3i^-2j^+k^)m সরণ হয়। বল দ্বারা সম্পাদিত কাজ কত ? 

10 J

4 J

9 J

7 J

42

নিচের কোন ক্ষেত্রে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিনত হয় ?

কাঁচা লোহাকে চুম্বকে পরিনত করলে 

বৈদ্যুতিক ইস্ত্রিতে তড়িৎ প্রবাহিত করে তাপ উৎপাদন করলে

ফটোগ্রাফিক ফিল্মে আলোক চিত্র তৈরী করলে 

বৈদ্যুতিক ঘন্টা বাজালে

43

রৈখিক ও আবর্ত দুই ধরনের গতিশক্তি আছে কোনটিতে ?

ট্রেনের গতি

গাড়ির চাকার গতি

রকেটের গতি

সরল দোলকের গতি

44

নিচের কোনটি সংরক্ষণশীল বল নয় ?

সান্দ্র বল

বৈদ্যুতিক বল 

অভিকর্ষীয় বল

সবগুলো

45

এস. আই পদ্ধতিতে ক্ষমতার একক কোনটি ?

জুল

কেলভিন 

ওয়াট

নিউটন

46

নিচের কোনটি সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য নয় ?

কাজ সম্পূর্নভাবে পুনরুদ্ধার করা যায়

এই বল শুধু অবস্থানের উপর নির্ভর করে

যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হয়

পূর্ণচক্রে কাজ সর্বাধিক হয়

47

স্প্রিং প্রসারণে কাজের সমীকরণ কোনটি ? 

W = kx2

W = Fs cosθ

W =12kx2

W =23kx2

48

মহাকর্ষ ধ্রুবক G নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে ?

দিকদর্শিতা 

বস্তুুকণার মধ্যকার প্রকৃতি

প্রবেশ্যতা

কোনটির উপর নির্ভর করে না

49

অভিকর্ষজ ত্বরণ g এর আদর্শ মান কত ? 

6.67×10-11Nm2kg-2

9.8ms-2

1.67×10-23Nm2

3.4×102cm-2s-1

50

সর্বপ্রথম মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন কে ?

কেপলার

টাইকোব্রে

কোপারনিকাস 

গ্যালিলিও

51

প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের-

সমানুপাতিক

ব্যস্তানুপাতিক

বর্গের সমানুপাতিক

ঘনফলের সমানুপাতিক

52

সূর্যের ভর কত ?

1.6×103kg

2.0×1030kg

5.4×1020kg

4.6×1027kg

53

নিচের কোনটি বস্তুু নিরপেক্ষ কিন্তুু স্থান নিরপেক্ষ নয় ?

অভিকর্ষজ ত্বরণ 

মহাকর্ষীয় ত্বরণ 

কৌণিক ত্বরণ

রৈখিক ভরবেগ

54

কোন তথ্যটি সঠিক নয় ?

নিরক্ষরেখায় g এর মান সর্বোচ্চ

পৃথিবী থেকে উপরের দিকে উঠলে g এর মান কমে 

মেরুতে g এর মান 9.832ms-2

450 অক্ষাংশে g এর মানকে আদর্শ মান ধরা হয়

55

পৃথিবীর মুক্তিবেগের মান কত ?

২২০০০ মাইল / ঘন্টা  

১৩০০০ মাইল / ঘন্টা 

২৫০০০ মাইল / ঘন্টা 

২৪০০০ মাইল / ঘন্টা

56

নিচের কোনটি কৃত্রিম উপগ্রহের বেগের রাশিমালা ? 

V = GR+h

V = GmR+h

V = R+hGm

v = GmhR

57

কোনটির কারনে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে না ?

পৃথিবীর উচ্চতার ক্রিয়া

পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া

অক্ষাংশ ক্রিয়া 

পৃথিবীর বার্ষিক গতি

58

নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

পৃথিবী থেকে উপরে উঠলে g এর মান বাড়ে

পৃথিবীর অভ্যন্তরে g এর মান কমে

বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে অগ্রসর হলে g এর মান বাড়ে 

ঢাকাতে g এর মান 9.7835 ms-2

59

সর্বাপেক্ষা কম যে বেগে কোন বস্তুুকে ওপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে কি বলে ?

সমরেখ বেগ

মুক্তি বেগ

সম বেগ

প্রান্তিক বেগ

60

আকর্ষণ বলের অভিমুখ সরণ হলে মহাকর্ষীয় বিভব পার্থক্য-

শূন্য হয়

ঋণাত্মক হয় 

ধনাত্মক হয়

অসীম হয়

61

R পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূ-পৃষ্ঠ হতে কত উচ্চতায় g এর মান শূন্য হবে ? 

R2

R3

R

2R

62

নিষ্ক্রিয় গ্যাসের অণুসমূহের মধ্যে কোন বন্ধন বিদ্যমান ?

সমযোজী বন্ধন

আয়নিক বন্ধন

ভ্যানডার ওয়ালস বন্ধন

ধাতব বন্ধন

63

কোনটির স্থিতিস্থাপক সীমার মান কম ?

ইস্পাত

দস্তা 

হীরা

কাঁচ

64

পীড়ন সম্পর্কিত কোন তথ্যটি সত্য নয় ?

পীড়ন =  ক্ষেত্রফল÷বল 

তিন প্রকারের পীড়ন দেখা যায়

এস আই পদ্ধতিতে পীড়নের একক নিউটন/মিটার-২

পীড়নের মাত্রা সমীকরণ [ML-1T-2]

65

ঢালাই লোহার ইয়ং গুনাঙ্ক কত ? 

12.6×1010Nm-2

4.4×1010Nm-2

11×1010Nm-2

20×1010Nm-2

66

সংকোচনীয় প্রবাহীর উদাহরণ কোনটি ?

তরল ব্রোমিন

ধাতব পদার্থ 

তরল পেট্রোলিয়াম

গ্যাসীয় পদার্থ

67

সর্বপ্রথম বস্তুুর বিকৃতি ও পীড়নের মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে ?

কেলভিন

জুল

হুক 

কেপলার

68

ইয়ং গুনাঙ্কের একক কোনটি ?

নিউটন / বর্গমিটার 

নিউটন / মিটার

নিউটন - মিটার

নিউটন - বর্গমিটার

69

তামার পয়সন অনুপাত কত ?

০.০৩  

১.০০৩

০.৩৪

০.৪৫০

70

যদি সর্বক্ষণ প্রাবহীর বেগ ধ্রুব থাকে, তবে তাকে কি বলে ?

স্থির প্রবাহ

সম প্রবাহ

সমরেখ প্রবাহ

ধারারেখ প্রবাহ

71

নিচের কোনটি ধারারেখ প্রবাহের বৈশিষ্ট্য নয় ?

প্রবাহে কণার গতিপথ সরল হয় 

কণা গুলোর গতিরেখা পরস্পর ছেদ করতে পারে না

বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘন হয়ে যায়

এ ধরণের প্রবাহ সর্বদা অশান্ত হয়

72

কীট-পতঙ্গ পানির উপর হেঁটে চলতে পারে পানির কোন ধর্মের জন্য ?

সান্দ্রতা

পৃষ্ঠটান

কৈশিকত্ব 

আসঞ্জন বল

73

পয়সনের অনুপাত সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

কেবলমাত্র কঠিন বস্তুুর ক্ষেত্রে প্রযোজ্য  

এর একক Nm-2

এর মান সাধারনত 0.2 থেকে 0.4 এর মধ্যে থাকে

তামার পয়সন অনুপাত 0.33

74

যদি প্রবাহীর বিভিন্ন স্তর পরস্পরের সমান্তরালে চলে তবে তাকে কোন প্রবাহ বলে ?

সম প্রবাহ

অসম প্রবাহ

ধারারেখ প্রবাহ

বিক্ষিপ্ত প্রবাহ

75

চাপের পরিমান বৃদ্ধি পেলে তরলের সান্দ্রতা-

বৃদ্ধি পায়

হ্রাস পায়

শূন্য হয় 

অপরিবর্তিত থাকে

76

একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে দোলনকাল-

দ্বিগুণ বাড়বে 

4 গুণ কমবে

দুইগুণ কমবে

4 গুণ বাড়বে

77

নিম্নের কোনটি সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য ? 

কোন স্পন্দন গতি নাই

সরল স্পন্দন গতি নাই

যে কোন সময়ে ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক নয়

পর্যায় গতি

78

নিম্নের কোন সমীকরণটি সরল ছন্দিত স্পন্দনের জন্য সঠিক ? 

K = 2πeg

λ=12kA2 cos2 (ωt+δ)

T = sin(ωt+δ)

L =gπ2

79

নীচের কোনটি সরল দোলন গতি ?

সরল দোলকের গতি

সুরশলাকার বাহুর কম্পন

স্প্রিং এর উলম্ব কম্পন

সবই ঠিক

80

সরল দোলন গতির বৈশিষ্ট্য নয় কোনটি ?

এটি পর্যাবৃত্ত গতি

ত্বরণ সর্বদা সরণের সমানুপাতিক

ত্বরণ সরণের বিপরীতমুখী

ত্বরণ সরণের সমমুখী

81

দোলক ঘড়ির বেলায় কোন উক্তিটি সঠিক ?

গরমের দিনে ধীরে চলবে

বিষুব রেখা হতে মেরু অঞ্চলে আনলে ধীরে চলবে

বিষুব রেখা হতে মেরু অঞ্চলে আনলে ঘড়িটি দ্রুত চলবে

দৈর্ঘ্য বাড়লে ঘড়ি দ্রুত চলবে

82

দোলক পিন্ডের ব্যাস কমানো হ’লে-

দোলক দ্রুত চলবে

দোলক আস্তে চলবে

দোলনকাল বাড়বে

কোন পরিবর্তন হবে না

83

যদি কোন সরল দোলকের দৈর্ঘ্য অর্ধেক করা হয় তবে উহার দোলনকাল হবে-

অর্ধেক 

2 গুণ বৃদ্ধি পায় 

দ্বিগুণ   

2 গুণ হ্রাস পায়

84

একটি সরল দোলককে ভূ-কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল হবে-

অসীম

স্থির

শূন্য

উপরের কোনটি নয়

85

1000 Hz কম্পাঙ্কের একটি শব্দের শ্রুতির প্রারম্ভ সীমার তীব্রতা কত ? 

1012 Wm-2

10-12 Wm-2

1010 Wm-2

10-10 Wm-2

86

শব্দের তীব্রতা লেভেলের সমীকরণ নিচের কোনটি ? 

β=logII0B

β=logI0IB

β=log I0B

β=I0 log IB

87

শব্দের তীব্রতার কত পরিবর্তনের জন্য তীব্রতার লেভেল 1 dB পরিবর্তিত হয় ? 

12%

16%

26%

32%

88

বিভিন্ন উৎসের তীব্রতা ও তীব্রতার লেভেল বিষয়ক কোন তথ্যটি সঠিক নয় ?

লাইব্রেরীতে শব্দের তীব্রতা 108 Wm-2

80 dB শব্দ সার্বক্ষণিক শ্রবণে শ্রুতির মারাত্মক ক্ষতি হয়

ব্যস্ত সড়কে তীব্রতা লেভেল 50 dB

ক্লাস রুমে তীব্রতা 10-7 Wm-2

89

বীট উৎপত্তির শর্ত নয় কোনটি ?

বীট সৃষ্টিকারী শব্দ তরঙ্গ দুটি একই সময়ে উৎপন্ন হতে হবে  

তরঙ্গ দুটির কম্পাঙ্ক ও তীব্রতা প্রায় সমান হতে হবে

তরঙ্গ দুটির মিলিত ক্রিয়ায় বিস্তার সময়ের সাথে পরিবর্তিত হবে

 মাধ্যমের কোন কণার উপর তরঙ্গ দুটি মিলিত হওয়ার পর তাদের দশা বৈষম্য অপরিবর্তীত থাকবে

90

2m তরঙ্গদৈর্ঘ্যের একটি তরঙ্গের বেগ 300ms-1 হলে এর কম্পাঙ্ক কত ? 

150 Hz

300 Hz

600 Hz

302 Hz

91

বায়ুতে একটি সুর শলাকার 10টি পূর্ণ কম্পনে 8 মিটার দুরত্ব অতিক্রম করে। তরঙ্গ দৈর্ঘ্য কত ?

4 মিটার

0.8 মিটার

8 মিটার

4.8 মিটার

92

মেলডি পরীক্ষার সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না-

সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয় করা যায়

সটান তারে বিভিন্ন উপসুর সৃষ্টি করা যায়

তারের আড় কম্পনের সূত্র ব্যাখ্যা করা যায়

খনিতে দূষিত বাতাসের অস্তিত্ব নির্ণয় করা যায়

93

টানা তারের দৈর্ঘ্য ও উহার একক দৈর্ঘ্যের ভর স্থির রেখে টান চারগুণ বাড়ালে তারের কম্পাঙ্ক কত হবে ?

চারগুণ 

দ্বিগুণ

অর্ধেক 

এক-চতুর্থাংশ

94

গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী অন্যতম স্বীকার্য হলো অণুগুলির মধ্যে সংঘর্ষগুলি-

আংশিক স্থিতিস্থাপক

গ্যাসের গতিতত্ত্ব হতে চার্লসের সূত্রে পাওয়া যায় না

সম্পূর্ণ অস্থিতিস্থাপক

সম্পূর্ণ স্থিতিস্থাপক

95

গড় মুক্ত পথ একক আয়তনের অণুর সংখ্যার-

সমানুপাতিক  

ব্যস্তানুপাতিক 

বর্গের সমানুপাতিক 

বর্গের ব্যস্তানুপাতিক

96

একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা T হতে বৃদ্ধি করে 2T করা হলো। কোন রাশিটি দ্বিগুণ হবে ?

অণুগুলির গড় বর্গবেগের বর্গমূল

অণুগুলির গড় বেগের বর্গ

অণুগুলির গতিশক্তি

অণুগুলির গড় বর্গবেগ

97

নিচের কোনটি ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য নয় ?

এই গতি স্বতঃস্ফূর্ত ও শাশ্বত 

এই গতি অবিরাম ও সম্পূর্ণ অনিয়মিত

তাপমাত্রা বৃদ্ধি পেলে কণার গতি বৃদ্ধি পায়

মাধ্যমের সান্দ্রতার উপর এই গতি নির্ভর করে না

98

কোনটি আর্দ্রতা মাপক যন্ত্র নয় ?

সিক্ত ও শুল্ক বালব হাইগ্রোমিটার

শিশিরাঙ্ক হাইগ্রোমিটার

বৈদ্যুতিক হাইগ্রোমিটার

রাসায়নিক হাইগ্রোমিটার

99

270C তাপমাত্রায় প্রতি গ্রাম হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত ? 

2550 J mol-1

3735 J mol-1

3310 Jmol-1

2200 J mol-1

100

S.T.P তে হাইড্রোজেনের অণুগুলোর মূল গড় বর্গ বেগ কত হবে ? (S.T.P তে হাইড্রোজেনের ঘনত্ব 0.09 kgm-3)

3.12 kms-1

1.84 kms-1

5.02 kms-1

2.91 kms-1

Comments