Medical Admission Test Question And Answers | Medical Admission Test 2020-21

 1

যৌন দ্বিরুপতা দেখা যায় কোন পর্বে ?

নেমাটোডা    

অ্যানিলিডা 

মলাস্কা

আর্থোপোডা

2

ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি ?

পেনিট্র্যান্ট   

ভলভেন্ট 

স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট   

স্টেরিওলিন গ্লুটিন্যান্ট

3

নিচের কোন তথ্যটি মিথ্যা ?

দৈনিক মলের পরিমান ১৩৫ গ্রাম

যকৃতের ম্যাক্রোফেজকে গবলেট কোষ বলে

বৃহদন্ত্রে প্রায় ৫০০ প্রজাতির ব্যাকটেরিয়া থাকে 

অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি

4

লিশম্যান রঞ্জকে নিউট্রফিলের বর্ণ কোনটি ?

লাল    

বর্ণহীন 

নীল   

বেগুনী

5

বৃক্কের অবতল অংশের ভাজকে কি বলে ?

মেডুলা    

কর্টেক্স 

ক্যাপসুল    

হাইলাম

6

স্টার্নামের ক্ষেত্রে কোনটি মিথ্যা:

ম্যানুব্রিয়ামের নিচে জগুলার নচ থাকে 

৭ জোড়া পর্শুকার নচ থাকে

ম্যানুব্রিয়াম ত্রিকোনাকার   

নিচের দিকে জিফয়েড প্রসেস থাকে

7

কোনটি অস্থি কোষ নয় ?

অস্ট্রিয়াম   

অস্টিওব্লাস্ট 

অস্টিওক্লাস্ট   

অস্টিওসাইট

8

কোনটি চোখের গ্রন্থি নয় ?

অশ্রু গ্রন্থি 

ল্যাক্রিমাল গ্রন্থি 

গার্ডোরিয়ান গ্রন্থি    

মেবোমিয়ান গ্রন্থি

9

নিষেকের কত সপ্তাহ পর অমরা গঠিত হয় ?

৮ সপ্তাহ    

৯ সপ্তাহ

১০ সপ্তাহ   

১২ সপ্তাহ

10

কোনটি স্মৃতিমূলক সাড়াদান ?

মেনোট্যাক্সিস    

নেমোট্যাক্সিস 

ক্লাইনোট্যাক্সিস    

টেলোট্যাক্সিস

11

Cephalochordata উপপর্বের দেহে কতটি মায়োটোম পেশি থাকে ?

৬০টি   

১২০টি 

৩০টি    

১২ জোড়া

12

সাধারনত কত ঘন্টার কম ঘুমালে দেহে হরমোনজনিত পরিবর্তন ঘটে ?

৫ ঘন্টা   

৬ ঘন্টা

৭ ঘন্টা  

৮ ঘন্টা

13

স্বরযন্ত্রের অভ্যন্তরে কয়টি ভোকাল কর্ড থাকে ?

২টি    

৪টি

৬টি  

৮টি

14

স্টার্নামে কতটি পর্শুকার খাঁজ থাকে ?

৭টি    

১৪টি 

৮ জোড়া   

১২ জোড়া

15

কোনটির মাধ্যমে সিফিলিস সংক্রমিত হয় ? 

Chlamydia trachomatis

Neisseria gonorrhoeae

Pthirus pubis

Treponema pallidum

16

এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কয় ধরনের এনজাইম পাওয়া যায় ? 

50

15

20

45

17

প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কী বলা হয় ?

অ্যামাইলোপ্লাস্ট   

অ্যালিউরোপ্লাস্ট

ইলায়োপ্লাস্ট   

প্রোটোপ্লাস্ট

18

সমাপ্তি কোডন কোনটি ? 

AUG

AGA

UAA

AUU

19

অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রামোসোম সংখ্যার সমান থাকে কোন কোষ বিভাজনে ?

প্রত্যক্ষ কোষ বিভাজন   

সমীকরনিক কোষ বিভাজন

মায়োসিস কোষ বিভাজন

অ্যামাইটোসিস কোষ বিভাজন

20

প্রোটিন ভাঙলে কোনটি পাওয়া যায় না ?

পেপটাইড   

অ্যামাইনো এসিড 

গ্লাইকোসাইডিক বন্ড   

পলিপেপটাইড

21

কফি-প্রক্রিয়াজাতকরণে কোন এনজাইম ব্যবহৃত হয় ?

সেলুলেজ   

প্রোটিয়েজ

অ্যামাইলেজ   

ক্যাটালেজ

22

সর্বপ্রথম আবিষ্কৃত মোজাইক ভাইরাস কোনটি ? 

TMV

SARS

T2

T4

23

কোনটি বিষাক্ত ছত্রাক নয় ? 

Amanita ulrsa 

A.phalloidss

Agaricus xanthoderrus

Pleurotus

24

বাংলাদেশের Pteris-র কোন প্রজাতিটি সবচেয়ে বেশি জন্মায় ? 

Pteris vittata

Pteris longifolia

Pteris cretica

Pteris quadriaurita

25

কোন উদ্ভিদের বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয় ? 

Cycas circinatis 

Cycas revoluta

Cycas pectinata

Cycas ulotieac

26

কোন গোত্রীয় উদ্ভিদের পত্রত্বকে মাইরোসিন কোষ থাকে ?

গম   

সরিষা  

সয়াবিন 

ঘাস

27

বিজ্ঞানী পান্ডে ও সিনহা কোন মতবাদের প্রবক্তা ?

আয়ন-বিনিময় মতবাদ   

সাম্যাবস্থা মতবাদ

ব্যাপক প্রবাহ মতবাদ    

ব্যাপন মতবাদ

28

পার্শ্বমুখী ডিম্বক কোনটিতে পাওয়া যায় ?

পান   

গোলমরিচ

ক্ষুদিপানা   

সরিষা

29

কোন প্লাসমিডে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন থাকে ?

F  প্লাসমিড   

F' প্লাসমিড

কোল প্লাসমিড    

R-প্লাসমিড

30

১০ শতাংশ নিয়ম মতবাদের প্রবক্তা কে ? 

Blackman 

Lindermann

H.Reiter

PL.Sciater

31

নিচের কোন বিশেষ ধর্মটি কঠিন পদার্থে দেখা যায় না ?

পৃষ্ঠটান    

দৃঢ়তা

স্থিতিস্থাপকতা  

ভঙ্গুরতা

32

কোনো ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স শূন্য হলে ওই ভেক্টর ক্ষেত্রকে কী বলো ?

কার্ল   

নাল ভেক্টর 

সলিনয়ডাল 

গ্রেডিয়েন্ট

33

প্রাসের গতির বৈশিষ্ট্য নয় কোনটি ?

উলম্ব তলে সীমাবদ্ধ   

ইহার গতি দ্বি-মাত্রিক

অসম ত্বরণ বিদ্যমান     

গতিপথ অধিবৃত্তাকার

34

জড়তার ভ্রামকের একক কী ? 

Kgm2

kg/m2

ms-2

Nm2kg-2

35

বলের দ্বারা কাজের ক্ষেত্রে সত্য নয় কোনটি ?

বল প্রয়োগে বস্তুু বলের দিকে সরে যায় 

বলের দিকে সরণের উপাংশ থাকে

বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে 

শর্ত হলো 00  θ < 900

36

একটি লিফট 15ms-1 বেগে উপরে উঠছে। 60 kg ভরের একজন লিফটে অবস্থান করলে লিফটের উপর তার প্রতীয়মান ওজন কত ?

588 N

200 N

700 N

1020 N

37

স্থিতিস্থাপক সীমা কম কোনটির ?

ইস্পাত   

হীরা 

দস্তা    

তামা

38

ভর, কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, পর্যায়কাল ও বল ধ্রুবকের জন্য নিম্নের কোন সমীকরণটি সঠিক নয় ? 

T=2πmK

A=1T=ω2π=12πKM

ω=Km

η=1T=2πω=12πmK

39

স্থির তরঙ্গের ক্ষেত্রে মূল তরঙ্গ ও প্রতিফলিত তরঙ্গের দশা পার্থক্য কত ?

১ সমকোণ    

২ সমকোণ 

৩ সমকোণ    

৪ সমকোণ

40

বয়েলের সূত্রে কোন চলরাশির মান স্থির ?

তাপমাত্রা    

চাপ

আয়তন 

সবগুলো

41

The phrase "By all means" means-

By hook or by crook  

Meaningful

Uncertainty   

Certainly

42

What is the synonym of 'Generic'?

Common   

Gentle 

Genre   

Bigot

43

Choose the correct spelling-

Collaborate   

Colaboret

Colaloarate  

Colabrate

44

_____ telephone has had ______ enormous impact on how we communicate.

none, an   

a, a  

the, an   

a, an

45

“তুমি কি ধরনের মানুষ” Translation কোনটি ? 

What kind at a man you are ?

What kind of man you are? 

What kind of man are you? 

What kind of a man you are? 

46

I opened the door as soon as I ______ the bell.

heard   

was heard 

am heard   

hear

47

The antonym of the word 'Carnivorous' is-

 Gloomy

Vegetarian 

Tangential   

Productive

48

Many a flower _____ born to blush.

are  

was 

is    

were

49

If Napoleon had not invaded Russia, he _____ the rest of Europe.

would conquer   

would have conquered

had conquered    

conquered

50

He said, "Thanks my friend" - the indirect form is-

He thanks his friends

He thanked his friends

He said to his friends thanks 

He told his friends thanks

51

The feminine gender of 'Duke' is-

Duken   

Duehess  

Dukein   

Duehes

52

What kind of verb is the word 'went' in the following sentence? 'The dog went mad'

Copulative    

Transitive

Causative    

Factitive

53

She has dealt _____ the problem nicely.

with    

in

at    

for

54

The term 'en route' means-

through the route   

on the way

through the way    

in the way

55

A place where everything is perfect-

cosmos   

platoon 

utopia  

utilitarian

56

রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন ?

নীল বিদ্রোহ   

বিধবা বিবাহ

সতীদাহ বিলোপ   

তেভাগা আন্দোলন

57

কোন সম্রাট সর্ব প্রথম ইষ্ট ইন্ডিয়াকে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন ?

সম্রাট আকবর   

সম্রাট জাহাঙ্গীর 

শাহবাজ খান    

মুর্শিদকুলি খান

58

কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতারিত করেন ?

কাসিম খান   

ইসলাম খান

মীর জুমলা   

শায়েস্তা খান

59

পানিপথের তৃতীয় যুদ্ধ হয়-

১৭৬১ সালে   

১৫৫৬ সালে 

১৫২৬ সালে

১৭৬৫ সালে

60

শহীদ শামসুজ্জোহা ছিলেন একজন-

সঙ্গীত শিল্পী   

চিত্রকর 

অভিনেতা    

শিক্ষক

61

কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ?

জনাব শাহজাহান সিরাজ 

তৎকালীন ডাকসু ভিপি আ.স.ম আব্দুর রব

ছাত্রনেতা নূরে আলম সিদ্দীকি

তৎকালীন ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাখন

62

মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ?

খন্দকার মোশতাক আহমেদ  

এ এইচ এম কামরুজ্জামান

ক্যাপ্টেন এম মনসুর আলী  

তাজউদ্দীন আহমদ

63

Concert for Bangladesh - আয়োজনকারী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ?

যুক্তরাষ্ট্র    

রাশিয়া 

অষ্ট্রেলিয়া    

যুক্তরাজ্য

64

‘গন্ডোয়ানাল্যান্ড’ কোন স্থানের পূর্ব নাম ?

দিনাজপুর   

বাগেরহাট 

কক্সবাজার  

নোয়াখালী

65

বাংলাদেশের কোন শহরটিকে প্রথম ‘সাইবার সিটি’ বলা হয় ?

ঢাকা   

সিলেট 

চট্টগ্রাম  

রাজশাহী

66

রেফ্রিজারেন্ট সম্পর্কিত সঠিক তথ্য নয় কোনটি ?

এদের স্ফুটনাংক কক্ষ তাপমাত্রা থেকে অনেক বেশী

এরা গ্যাসীয় অবস্থায় থাকে

চাপ প্রয়োগে তরলে পরিণত হয়   

ফ্রেয়ন একটি রেফ্রিজারেন্ট

67

নিম্নের কোনটি বিদ্যুৎ কোষের সমবায় নয় ?

শ্রেণী সমবায়   

সমান্তরাল সমবায়

মিশ্র সমবায়   

দ্বি-মুখী সমবায়

68

একটি চার্জিত বস্তুর চারদিকে যতদূর তার প্রভাব থাকে তাকে কি বলে ?

তড়িৎ প্রাবল্য   

তড়িৎ বিভব

তড়িৎ ক্ষেত্র  

বিভব পার্থক্য

69

নিম্নের কোনটি চৌম্বকত্বের জন্য সঠিক ?

পদার্থের ভৌত গুণ   

পদার্থের রাসায়নিক গুণ

এক ধরনের তরঙ্গ   

এক ধরনের শক্তি

70

লরেঞ্জ এর রূপান্তর সূত্র কয়টি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত ?

দুইটি   

তিনটি

চারটি   

পাঁচটি

71

বিটা রশ্মির বর্ণালী হতে নিউক্লিয়াসে কোন কণার অস্তিত্বের পরিচয় পাওয়া যায় ?

মেসন    

টিট্রিয়ন 

নিউট্রিনো    

প্রোটন

72

লেঞ্জের সূত্র শক্তির কোন সূত্র মেনে চলে ?

বিনিময় সূত্র    

নিত্যতা সূত্র 

অসংরক্ষণ সূত্র   

বন্টন সূত্র

73

গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় বিভব কিরূপ হয়-

বিভব শূন্য হয় 

বিভব স্থির থাকে 

ঋণাত্মক হয়  

কোনটিই নয়

74

ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পনের উন্মেষ কোনটি ? 

80

100

120

170

75

বস্তুর কিনারা ঘেষে আলোর খানিকটা বেঁকে যাওয়াকে কী বলে ?

ব্যতিচার  

প্রতিফলন 

অপবর্তন   

সমবর্তন

76

পরীক্ষাগারে পরিত্যক্ত LiAlH4 কে বিনষ্ট করতে কোনটির জলীয় দ্রবণ ব্যবহার করা যায় ? 

Na2CO3 

NaHSO4

Na2SO4

NaHCO3

77

কোনটি ত্বকে শোষিত হয় ?

P

Zn

As

Ag

78

ল্যাবরেটরিতে সাধারণত কোন ধরনের পরিষ্কারক ব্যবহৃত হয় ?

পটাশিয়াম সাবান    

শুকনো ডিটারজেন্ট

তরল ডিটারজেন্ট    

ফরমালিন

79

তরল যৌগের বিশোধনের জন্য প্রযোজ্য নয় কোন পদ্ধতিটি ?

ক্রোমাটোগ্রাফি   

সমস্ফুটন পাতন 

পাতন   

নিম্ন চাপ পাতন

80

কপারের 19  তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে ? 

3s

4s

3d

4p

81

আয়নিক যৌগসমূহের বিদ্যুৎ পরিবাহীতার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয় ?

কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী   

দ্রবণে বিদ্যুৎ পরিবাহী

গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবাহী   

গলনাঙ্ক অত্যন্ত উচ্চ

82

সোডা সলভেস প্রণালী ব্যবহৃত হয় কোনটি তৈরির জন্য ?

সোডিয়াম হাইড্রোক্সাইড   

সোডিয়াম সালফেট

সোডিয়াম কার্বনেট   

সোডিয়াম থায়োসালফেট

83

NCl3 অণুর আকৃতি কিরূপ ?

ত্রিভুজাকার    

পিরামিডীয়

চতুস্তলকীয়  

কৌণিক

84

H2NCONH2 + H2 2NH3+ CO; বিক্রিয়ায় কোন জৈব প্রভাবকটি ব্যবহৃত হয়েছে ?

অক্সিডিনেজ   

অ্যানহাইড্রেজ

জাইমেস    

ইউরিয়েস

85

নিচের কোন অক্সাইডের জলীয় দ্রবণের PH এর মান ৭ অপেক্ষা বেশি ?

B2O3

BeO

P2O5

Cl2O7

86

BHT কী ?

একটি অ্যান্টি অক্সিডেন্ট    

একটি হাইড্রোকার্বন

একটি অ্যালকোহলীয় জাতক   

কোনটিই নয়

87

এসিড বৃষ্টির জন্য প্রধানত দায়ী কোনটি ? 

O2

CO

SO2

CO2

88

কোন জোড়া লুইস এসিড ? 

H2O ও AlCl3

AlCl3 ও BF3

BF3 ও NH3

NH3 ও AlCl3

89

নিম্নের পদার্থগুলির মধ্যে কোনটির স্ফুটনাংক সবচেয়ে বেশি ?

ক্লোরোফর্ম   

মিথেন 

ইথাইল অ্যালকোহল  

মিথাইল ব্রোমাইড

90

কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল কোনটি ?

২-মিথাইল-২-বিউটানল    

২ মিথাইল-১-বিউটানল

বিউটানল -২       

৩ মিথাইল- বিউটানল-১

91

১ লিটার দ্রবণে ১ মোল দ্রব দ্রবীভূত থাকলে, ঐ দ্রবণকে কী বলা হয় ?

মোলাল দ্রবণ     

মোলার দ্রবণ

অসমোলার দ্রবণ    

নরমাল দ্রবণ 

92

প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার কোনটি ?

ক্যালোমেল তড়িৎদ্বার

হাইড্রোজেন তড়িৎদ্বার

সিলভার-সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার 

প্লাটিনাম তড়িৎদ্বার

93

তড়িৎ বিশ্লেষণকালে নিচের কোন আয়নটি আগে চার্জমুক্ত হয় ? 

Br-

NO3-

OH-

Cl-

94

27g Al জমা করতে কী পরিমাণ বিদ্যুৎ লাগবে ? 

1F

3 F

13.5F

27F

95

বিজারণ বিভবের মানের ক্রম অনুসারে কোনটি সঠিক ?

Na+ < Mg2+ >Al3+

Na+> Mg2+> Al3+

Mg2+< Na+> Al3+

Al3+> Mg2+> Na+

96

সিলিকা বালিতে কোন উপাদান থাকলে কাঁচের বর্ণ সবুজ হয় ?

FeO

MnO2

Cu2O

Cr2O3

97

কাঁচ তৈরিতে রাসায়নিক স্থায়িত্ব বৃদ্ধিকালে কোনটি ব্যবহৃত হয় ?

ডলোমাইট   

বোরাক্স

সিলিকন   

সোডাঅ্যাশ

98

চামড়ার কোলাজেন প্রোটিনের সাথে কোন ধাতুটি যুক্ত হয়ে চামড়ার লিংকেজ পূর্ণ করে থাকে ?

Pb

Sb

As

Cr

99

কোন যৌগটির  হাইড্রেশন শক্তির চেয়ে  ল্যাটিস শক্তির মান  সবচেয়ে বেশি ?  

PbSO4

AgI

PbCl2

AgCl

100

কোন রোগীর রক্তের pH 6.90 ;  এই অবস্থাকে কি বলে ?

অ্যালকালোসিস   

অ্যাসিডোসিস 

হাইড্রোসিস   

অ্যালকালিমিয়া

Comments